বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিতহয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?

    A
    লোহা সাশ্রয় করার জন্য

    B
    গ্রীষ্মকালে রেললাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য

    C
    রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য

    D
    তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য

    Note: - সূরযের তাপে কিংবা ট্রেনের চাকার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে রেল লাইন- প্রসারিত হয়। - রেল লাইনের দুটি রেলের সংযোগস্থলে ফাঁকা রাখা না হলে রেল লাইন প্রসারণের জন্য যথেষ্ট জায়গা পায় না। ফলে রেল লাইন বেঁকে গিয়ে- মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
    1. Report
  2. Question: ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

    A
    পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই

    B
    বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই

    C
    পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই

    D
    পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় তাই।

    Note: - তরলের উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে দ্রুত হয়- বাষ্পায়ন। - বাষ্পায়নের হার সর্বাধিক- শূন্যস্থানে। - শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়- বায়ু শুষ্ক থাকে বলে।
    1. Report
  3. Question: 1kg পানির তাপমাত্রা 1k বাড়াতে যে তাপের প্রয়োজন সেই তাপ দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1k বাড়ানো যাবে?

    A
    .05kg

    B
    1kg

    C
    2kg

    D
    3kg

    Note: Not available
    1. Report
  4. Question: যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?

    A
    উর্ধ্বস্থারাংক

    B
    স্ফুটনাংক

    C
    বাষ্প বিন্দু

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  5. Question: 1kg জলীয় বাষ্পের তাপমাত্রা 1k বাড়ালে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপে কতটুকু তামার তাপমাত্রা 1k বৃদ্ধি করা যাবে?

    A
    2kg

    B
    3kg

    C
    4kg

    D
    5kg

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে কম?

    A
    বরফ

    B
    সীসা

    C
    রূপা

    D
    তামা

    Note: Not available
    1. Report
  7. Question: কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?

    A
    বায়ুতে

    B
    মাটিতে

    C
    বাংলাদেশে

    D
    শূন্যস্থানে

    Note: Not available
    1. Report
  8. Question: পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?

    A
    েআপাত প্রসারণ

    B
    প্রকৃত প্রসারণ

    C
    আয়তন প্রসারণ

    D
    ক্ষেত্র প্রসারণ

    Note: Not available
    1. Report
  9. Question: তরল ও পাত্র সমান প্রসারণশীল হলে তরলের আপাত প্রসারণ কীরূপ হবে?

    A
    শূন্য হবে

    B
    ধনাত্মক হবে

    C
    ঋণাত্মক হবে

    D
    শূন্য বা ঋণাত্মক হবে

    Note: Not available
    1. Report
  10. Question: বরফের গলনাঙ্ক ও পানির স্ফুটনাঙ্ক এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত?

    A
    373k

    B
    273k

    C
    100k

    D
    0k

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd