বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন-

    A
    ধীরে হয়

    B
    দ্রুত হয়

    C
    হয় না

    D
    অসীম হয়

    Note: Not available
    1. Report
  2. Question: বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকলে বাষ্পায়নের হার-

    A
    ধীরে হবে

    B
    দ্রুত হবে

    C
    স্থির হবে

    D
    সবকটি

    Note: Not available
    1. Report
  3. Question: দুটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?

    A
    তাপের পরিমাণও একই থাকে

    B
    তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে

    C
    তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে

    D
    বস্তুদ্বয়ের ভর সমান হবে

    Note: Not available
    1. Report
  4. Question: তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?

    A
    চাপ

    B
    আপেক্ষিক সুপ্ততাপ

    C
    আপেক্ষিক তাপ

    D
    তাপধারণ ক্ষমতা

    Note: Not available
    1. Report
  5. Question: বস্তুর একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলে-

    A
    সুপ্ততাপ

    B
    আপেক্ষিক তাপমাত্রা

    C
    প্রশমন তাপ

    D
    আপেক্ষিক তাপ

    Note: Not available
    1. Report
  6. Question: তরল ও পাত্র সমান প্রসারণশীল হলে তারলের আপাত প্রসারণ কীরূপ হবে?

    A
    শূন্য হবে

    B
    ধনাত্মক হবে

    C
    েঋণাত্মক হবে

    D
    শূন্য বা ঋণাত্মক হবে

    Note: Not available
    1. Report
  7. Question: 0.5g ভর বিশিষ্ট পানির তাপমাত্রা 1k বৃদ্ধি করতে কত জুল তাপ লাগবে?

    A
    4201

    B
    2100J

    C
    4200J

    D
    8400J

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ?

    A
    কপার

    B
    সীসা

    C
    লোহা

    D
    বরফ

    Note: Not available
    1. Report
  9. Question: ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান ঘটে?

    A
    তাপ

    B
    চাপ

    C
    তাপমাত্রা

    D
    আয়তন

    Note: Not available
    1. Report
  10. Question: 1^0C তাপমাত্রার সমান কত কেলভিন?

    A
    274k

    B
    374k

    C
    273k

    D
    373k

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd