স্থির তড়িৎ
 
  1. Question: প্লাস্টিককে কাপড়ের সাতে ঘষে ক্ষীণ পানির ধারার কাছে ধরলে ধারাটি প্লাস্টিকের দিকে সরে আসে কারণ-

    A
    পানির ধারাতে আবিষ্ট ঋণাত্মক আধান প্লাস্টিককে আকর্ষণ করে

    B
    প্লাস্টিকে সৃষ্ট ধনাত্মক আধান পানির ধারায় আবেশ সৃষ্টি করে

    C
    পানির ধারাতে আবিষ্ট ধনাত্মক আধান প্লাস্টিককে আকর্ষণ করে

    Note: Not available
    1. Report
  2. Question: একটি আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় পাতদ্বয়ের ফাঁক বেড়ে গেলে বুঝা যায়-

    A
    বস্তুতে আধানের অস্তিত্ব আছে

    B
    বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে একই ধরনের আধান রয়েছে

    C
    বস্তু ও তড়িৎবীক্ষণ যন্ত্রে বিপরীত আধান রয়েছে

    Note: একটি আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে একটি বস্তু আনায় যদি পাতদ্বয়ের ফাঁক বেড়ে যায় তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে- (ক) তড়িৎবীক্ষণ যন্ত্র ও বস্তু একই আধানে আহিত আছে। (খ) বস্তুতে অবশ্যই আধানের অস্তিত্ব আছে। বস্তুটি আধান নিরপেক্ষ হলে তড়িৎবীক্ষণ যন্ত্রে কোন বিক্ষেপ দেখা যাবে না।
    1. Report
  3. Question: ইবোনাইট দন্ডকে ফ্লানেলের সাথে ঘষে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণযন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে-

    A
    ধাতব পাতগুলো পরস্পর হতে দূরে সরে যাবে

    B
    ইবোনাইট দন্ডে যতবেশি আধান আবিষ্ট হবে পাতদ্বয়ের ফাঁক ততবেশী হবে

    C
    যন্ত্রটি ঋণাত্মক আধানে আহিত হবে

    Note: Not available
    1. Report
  4. Question: তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় আধানের-

    A
    পরিমাণ

    B
    অস্তিত্ব

    C
    প্রকৃতি

    Note: Not available
    1. Report
  5. Question: দুটি বস্তুকে সন্নিকটে আনলে বস্তুদ্বয় পরস্পরকে আকর্ষণ করলে-

    A
    বস্তুদ্বয়ের একটি ধনাত্মক চার্জে চার্জিত

    B
    বস্তুদ্বয়ের অপরটি ঋণাত্মক চার্জে চার্জিত

    C
    দুটি বস্তুই সমধর্মী চার্জে চার্জিত

    Note: Not available
    1. Report
  6. Question: বিকর্ষণ করবে-

    A
    ধনাত্মক ও ঋণাত্মকের মধ্যে

    B
    ঋণাত্মক ও ঋণাত্মকের মধ্যে

    C
    ধনাত্মক ও ধনাত্মকের মধ্যে

    Note: Not available
    1. Report
  7. Question: আধানের ক্ষেত্রে-

    A
    আধানের একক কুলম্ব

    B
    কুলম্ব একটি লব্ধ একক

    C
    কুলম্ব = অ্যাম্পিয়ার/সেকেন্ড

    Note: Not available
    1. Report
  8. Question: আধানদ্বয় যথাক্রমে `q_1` ও `q_2`, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F হলে-

    A
    ` F alpha 1/(q_1q_2)`

    B
    `F alpha q_1q_2`

    C
    `F alpha 1/d_2`

    Note: Not available
    1. Report
  9. Question: কুলম্ব-

    A
    একটি লব্ধ একক

    B
    একটি মৌলিক একক

    C
    যার সংজ্ঞা অ্যাম্পিয়ারের সাহায্যে দেওয়া হয়

    Note: Not available
    1. Report
  10. Question: তড়িৎ ক্ষেত্রের রয়েছে-

    A
    তীব্রতা

    B
    রোধ

    C
    বিভব

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd