স্থির তড়িৎ
 
  1. Question: চার্জের ক্ষেত্রে-

    A
    ইলেকট্রন প্রোটন সমান চার্জ বহন করে

    B
    প্রোটন ঋণাত্মক চার্জ বহন করে

    C
    নিউট্রন চার্জ বিহীন

    Note: Not available
    1. Report
  2. Question: পরমাণু-

    A
    স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ

    B
    বিভিন্ন পদার্থের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা ভিন্ন হয়

    C
    ইলেকট্রন পরমাণুর চার্জিত হবার কারণ

    Note: Not available
    1. Report
  3. Question: আধান নিরপেক্ষ-

    A
    e

    B
    `H_2`

    C
    নিউট্রন

    Note: Not available
    1. Report
  4. Question: ধনাত্মক আধানে আহিত-

    A
    `Na^+`

    B
    `CI^-`

    C
    `Ca^(2+)`

    Note: Not available
    1. Report
  5. Question: ক ও খ দুটি আহিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করছে। কারণ-

    A
    ক ঋণাত্মক এবং খ ধনাত্মক

    B
    ক ঋণাত্মক এবং খ ঋণাত্মক

    C
    ক ধনাত্মক এবং খ ধনাত্মক

    Note: Not available
    1. Report
  6. Question: কাচদন্ডকে সিল্ক দ্বারা ঘর্ষণ করলে-

    A
    সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হয়

    B
    কাচদন্ড ধনাত্মক চাজের্ক চার্জিত হয়

    C
    চার্জিত কাচদন্ড শোলাবলকে আকর্ষণ করে

    Note: Not available
    1. Report
  7. Question: ফ্লানেলকে পলিথিন দ্বারা ঘর্ষণ করলে-

    A
    পলিথিন ধনাত্মক আধানে আহিত হয়

    B
    পলিথিন ঋণাত্মক আধানে আহিত হয়

    C
    ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়

    Note: Not available
    1. Report
  8. Question: তড়িৎ আবেশ প্রক্রিয়ায়-

    A
    কোনো ধরনের নতুন আধান উৎপন্ন হয় না

    B
    সমপরিমাণ বিপরীত জাতীয় আধান একই প্রান্তে সরে আসে

    C
    সমপরিমাণ বিপরীত জাতীয় আধান পৃথক হয়ে পরিবাহীর দুই প্রান্তে সরে যায়

    Note: Not available
    1. Report
  9. Question: ফুলানো বেলুনকে জামার সাথে ঘষে দেয়ালের সাথে একটু চেপে ধরলে দেখা যায় বেলুনটি দেয়ালে আটকে থাকে কারণ-

    A
    বেলুন সৃষ্ট ঋণাত্মক আধান দেয়ালে আবেশ সৃষ্টি করে

    B
    দেয়ালে আবিষ্ট ঋণাত্মক আধান বেলুনকে আকর্ষণ করে

    C
    দেয়ালে আবিষ্ট ধনাত্মক বেলুনকে আকর্ষণ করে

    Note: Not available
    1. Report
  10. Question: তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট দন্ডের-

    A
    মোট চার্জ পরিবর্তন হয়

    B
    মোট চার্জ পরিবর্তন হয় না

    C
    দুই প্রান্তে দুই ধরনের চার্জে চার্জিত হয়

    Note: তড়িৎ আবেশ প্রক্রিয়ায় একটি অনাহিত বস্তুকে স্পর্শ না করে আহিত করা হয়। যেহেতু স্পর্শ করা হয় না তাই ইলেকট্রনের আদান প্রদান হয় না। সুতরাং বস্তুর মোট চার্জের কোন পরিবর্তন হয় না। ঐ বস্তুর এক পাশে ধনাত্মক আধান জমা হলে অপর পাশে ঋণাত্মক আধান জমা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd