Question: নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
A
ভর
B
গতি
C
ঘর্ষণ
D
ওজন
Note: ঘর্ষন হল এক ধরনের বাধাদানকারী বল, যা বস্তুর গতিকে মন্থর করে। নিরাপদ ভ্রমণের জন্য যানবাহনের গতি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। গতি নিয়ন্ত্রণের জন্য ব্রেক কষতে হয়। ব্রেক প্রয়োগ করলে প্যাড চাকায় অবস্থিত চাকতিকে ধাক্কা দেয়। প্যাড ও চাকতির মধ্যবর্তী ঘর্ষণ চাকার গতিকে কমিয়ে দেয়।