বল
 
  1. Question: ঘর্ষণ আছে বলেই-

    A
    দেয়ালে একটি পেরেক স্থিরভাবে আটকে থাকে

    B
    পাকা দালান ও বাড়ি ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে

    C
    কাগজে পেনসিল বা কলম দিয়ে লিখতে পারছি

    Note: Not available
    1. Report
  2. Question: জুতা পুরনো হয়ে গেলে-

    A
    খাঁজগুলো অনেকাংশ মিলিয়ে যায়

    B
    প্রয়োজনীয় ঘর্ষণ বলের যোগান দিতে পারে না

    C
    রাস্তায় চলাচল পূর্বের তুলনায় সুবিধাজনক হয়

    Note: Not available
    1. Report
  3. Question: অতিরিক্ত ঘর্ষণের কারণে-

    A
    যানবাহন সহজে চলতে পারে না

    B
    যন্ত্রপাতির গতিশীল অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়

    C
    জ্বালানির খরচ কমে যায়

    Note: Not available
    1. Report
  4. Question: ঘর্ষণের ফলে-

    A
    জ্বালানির শক্তির অপচয় হয়

    B
    জুতায় সোল ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়

    C
    জ্বালানি অপচয় হয় না

    Note: Not available
    1. Report
  5. Question: ঘর্ষণের ফলে শক্তির যে অচয় হয় তা কী রূপে আবির্ভূত হয়?

    A
    আলো

    B
    তাপ

    C
    শব্দ

    D
    বিকিরণ

    Note: Not available
    1. Report
  6. Question: ঘর্ষণের ফলে কোনটি ঘটে?

    A
    যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়

    B
    ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যাধিক উত্তপ্ত হয়ে ওঠে

    C
    ইঞ্জিনের দীর্ঘস্থায়ীত্ব বৃদ্ধি পায়

    D
    শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয়

    Note: Not available
    1. Report
  7. Question: ঘির্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?

    A
    শব্দ শক্তি

    B
    আলোক শক্তি

    C
    তাপশক্তি

    D
    রাসায়নিক শক্তি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd