বল
 
  1. Question: প্যারাসুট বায়ুর বাধাকে কাজে লাগিয়ে কাজ করে। এক্ষেত্রে-

    A
    বায়ুর বাধা হলো এক ধরনের ঘর্ষণ বল যা পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে

    B
    খোলা অবস্থায় প্যারাসুটের বাহিরের তলের ক্ষেত্রফল অনেক বেশি হওয়ায় বায়ুর বাধার পরিমাণ বেশি হয়

    C
    প্রবাহী ঘর্ষণ বল ক্রিয়া করে

    Note: Not available
    1. Report
  2. Question: ঘর্ষণ বল সবসময়-

    A
    গতির বিপরীত দিকে কাজ করে

    B
    গতিকে বাধা দেয়

    C
    ত্বরণ সৃষ্টি করে

    Note: Not available
    1. Report
  3. Question: কোনো তলের উঁচু-নিচু খাঁজ মত বেশি হবে এবং গভীর হবে-

    A
    তলটির ওপর দিয়ে অন্য একই তলের গতি তত বেশি বাধাগ্রস্ত হবে

    B
    ঘর্ষণ বলের মান তত বেড়ে যাবে

    C
    তলটি দিয়ে পিছলিয়ে চলা তত বেশি সহজ হবে

    Note: Not available
    1. Report
  4. Question: ঘর্ষণের প্রকারভেদ-

    A
    স্থিতি ঘর্ষণ

    B
    আবর্ত ঘর্ষণ

    C
    প্রবাহী ঘর্ষণ

    Note: Not available
    1. Report
  5. Question: আবর্ত ঘর্ষণের উদহারণ-

    A
    সাইকেলের চাকার গতি

    B
    পুকুরে সাঁতার কাটা

    C
    মার্বেলের গতি

    Note: Not available
    1. Report
  6. Question: ঘর্ষণ-

    A
    এক ধরনের বাধাদানকারী বল, যা বস্তুর গতিকে মন্থর করে

    B
    আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে

    C
    চলাচল ও যানবাহন চালনার জন্য এর কোনো ভূমিকা নেই

    Note: Not available
    1. Report
  7. Question: রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান নিরর্ভর করে-

    A
    টায়ার পৃষ্ঠের ওপর

    B
    রাস্তার তলের বাহ্যিক অবস্থার ওপর

    C
    গাড়ির ওজনের ওপর

    Note: Not available
    1. Report
  8. Question: গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান নির্ভর করে-

    A
    টায়ারের মসৃণতার ওপর

    B
    রাস্তার মসৃণতার ওপর

    C
    গাড়ির ওজনের ওপর

    Note: Not available
    1. Report
  9. Question: ঘর্ষণ চাকার গতিকে-

    A
    কমিয়ে দেয়

    B
    কমিয়ে বেগ হ্রাস করে

    C
    প্রথমে বাড়ায় পরে কমায়

    Note: Not available
    1. Report
  10. Question: স্যুটকেসে চাকা লাগানোর ফলে-

    A
    চাকার বৃত্তাকার আকার ঘর্ষণ বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে

    B
    ঘর্ষণের মান বেড়ে যায় এবং এটি টানা সহজতর হয়

    C
    আবর্ত ঘর্ষণের মান অনেক কম হয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd