Question: 100kg, 125kg, 150kg, 160kg, ভরের চারটি মোটর সাইকেল সমবেগে থাকলে কোনটির বেগ সহজে পরিবর্তন করা যাবে?
Note: বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ায় যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। কোন বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। যে বস্তু ভর বেশি তার জড়তা বেশি। যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ হ্রাস বা বৃদ্ধি করা কিংবা বেগের দিক পরিবর্তন করা তত কঠিন। সে অনুযায়ী 100g ভরের মোটর সাইকেলের বেগ সহজে পরিবর্তন করা যাবে।