1. Question:11. -7x+8y=9 5x-4y=-3 

    Answer
    সমাধান: দেওয়া আছে, -7x+8y=9................(i)
                              
              5x-4y=-3................(ii)
       
           (i) নং ও (ii) নং সমীকরণকে পক্ষান্তর করে পাই,
                      
             -7x+8y-9=0
                        
             5x-4y+3=0
     
           এখন, উপরউক্ত সমীকরণদ্ধয়ে আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
        
          `x/(8xx3-(-4)xx(-9))=y/((-9)xx5-3xx(-7))`
    
           `=1/((-7)xx(-4)-5xx8)`
    
           বা,  `x/(24-36)=y/(-45+21)=1/(28-40)`
      
           বা, `x/-12=y/-24=1/-12`
        
          `:.x/-12=1/-12`  বা, `x=-12/-12=1` এবং `y/-24=1/-12` 
    
           বা, `y=-24/-12=2`
    
           
          :. নির্ণেয় সমাধান :(x,y)=(1,2)

    1. Report
  2. Question:12. 3x-y-7=0=2x+y-3 

    Answer
    সমাধান: প্রদত্ত সমীকরণদ্ধয়
         
             3x-y-7=0=2x+y-3
         
            :.3x-y-7=0..............(i)
       
            2x+y-3=0.................(ii)
    
          সমীকরণদ্ধয়ের আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
    
         `:.x/((-1)xx(-3)-1xx(-7))=y/((-7)xx2 - 3xx(-3))`
    
          `=1/(3xx1-2xx(-1))`
    
          বা,`x/3+7=y/(-14+9)=1/3+2`
      
         বা, `x/10=y/-5=1/5`
      
      ` :. x/10=1/5  এবং y/-5=1/5`
        
         বা, `x=10/5  বা, y=-5/5`
          
        :. x=2   :. y=-1
      
      :. নির্ণেয় সমাধান: (x,y)=(2,-1)

    1. Report
  3. Question:`13. ax+by=a^2+b^2` 2bx-ay=ab 

    Answer
    সমাধান: দেওয়া আছে,
    
             `ax+by=a^2+b^2.................(i)`
                               
              2bx-ay=ab.....................(ii)
       
             (i) নং ও (ii) সমীকরণকে পক্ষান্তর করে পাই,
             
            `ax+by-(a^2+b^2)=0`
                
              2abx-ay-ab=0
     
            এখন,উপরিউক্ত সমীকরণদ্ধয়ে আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
             
           `x/(bxx(-ab)-(-a)xx{-(a^2+b^2)})`
              
           `=y/(-(a^2+b^2)xx2b-(-ab)xxa)=1/(-axxa-2bxxb)`
           
            বা,` x/(-ab^2-a^3-ab^2)=y/(2a^2b-2b^3+a^2b)=1/(a^2-2b^2)`
           
            বা,`x/(-a^3-2ab^2)=y/(-a^2b)=1/(-a^2-2b^2)`
          
            বা,`x/(-a(a^2+2b^2))=y/(-b(a^2+2b^2))=1/(-(a^2+2b^2))`
            
            বা,`x/a=y/b=1/1` [ত্রিপক্ষকে `-(a^2+2b^2))` দ্ধারা গুণ করে ]
                
            `:. x/a=1/1` বা , x=a  এবং` y/b=1/1` বা ,y=b
                   
            ;. নির্ণেয় সমাধান: (x,y)=(a,b)

    1. Report
  4. Question:y(3+x)=x(6+y) 3(3+x)=5(y-1) 

    Answer
    সমাধান:দেওয়া আছে,
    
             y(3+x)=x(6+y)..............(i)
                           
             3(3+x)=5(y-1)....................(ii)
         
            (i) নং সমীকরণ হতে পাই,
                  
            3y+xy=6x+xy
                 
            বা, 6x+xy-3y-3y-xy=0
                  
            বা, 6x-3y=0
       
           (ii) নং সমীকরণ হতে পাই,
                 
            9+3x=5y-5
            
            বা, 3x-5y+9+5=0
               
            বা, 3x-5y+14=0
      
            আথাৎ(i) নং এবং (ii) নং সমীকরণ দুইটির ভিন্ন রুপ হলো :
                 
            6x-3y+0=0...............(i)
                 
            3x-5y+14=0...............(iv)
     
            এখন (iii) নং এবং (iv) নং সমীকরণে আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
              
            `x/((-3)xx14-(-5)xx0)=y/(3xx0-6xx14)`
                 
             `=1/(6xx(-5)-3xx(-3)`
               
               বা,`x/(-42+0)=y/(0-84)=1/(-30+9)`
                  
               বা,`x/-42=y/-84=1/-21`
               
               `:. x/-42=1/-21`
                 
                 বা,`x=(-42)/(-21)=2`
                  
                  এবং`y/-84=1/-21`
               
                  বা,` y=(-84)/(-21)=4`
              
                 :. নিণেয় সমাধান: (x,y)=(2,4)

    1. Report
  5. Question:15..(x+7)(y-3)+7=(y+3)(x-1)+5 5x-11y+35=0 

    Answer
    সমাধান:দেওয়া আছে,
    
       (x+7)(y-3)+7=(y+3)(x-1)+5....................(i)
                
        5x-11y+35=0......................(ii)
      
        (i) নং সমীকরণ থেকে,
         
        (x+7)(y-3)+7=(y+3)(x-1)+5
      
         বা,xy-3x+7y-21+7=xy-y+3x-3+5
       
         বা,xy-3x+7y-14-xy+y-3x+3-5=0
        
         বা,-6x+8y-16=0
       
          বা, -2(3x-4y+8)=0
        
          :.3x-4y+8=0..................(iii)
        
           এবং  5x-11y+35=0......................(iv)
        
           এখন (iii) নং (iv) নং সমীকরণে আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
            
           `x/(35xx(-4)-(-11)xx8)=y/(5xx8-3xx35)`
               
            `=1/((-11)xx3-5xx(-4))`
               
             বা, `x/(-140+88)=y/(40-105)=1/(-33+20)`
               
             বা, `x/-52=y/-65=1/-13`
                
             বা, `x/52=y/65=1/13 [ ]`
              
           `:. x/52=1/13` বা, `x=52/13=4` এবং `y/65=1/13` বা, `y=65/13=5`
           
             :. নির্ণেয় সমাধান:(x,y)=(4,5)

    1. Report
  6. Question:x-2y+1=0 2x+y-3=0 একটি সমীকরণজোট । ক. সমীকরণজোটটিকে `a_1x+b_1y+c_1`=0 `a_2x+b_2y+c_2`=0} জোটের সাথে তুলনা করে `a_1`,`a_2`, `b_1`,`b_2`,=0 এর মান বের করতে হবে । খ. সমীকরণজোটটি সাম্নজ্যস কিনা তা যাচাই কর । পরস্পর নির্ভরশীলতা যাচাই করে সমীকরণজোটের সমাধান সংখ্যা নির্ণয় কর । গ. সমীকরণজোটটি সমাধান কর । 

    Answer
    ক, খ. শ্রেনির কাজ অংশের সমাধান দ্রষ্টব্য ।
     
      গ.  খ,  এর (i) হতে x=1+2y................(v)
    
      (ii) ও  (v) হতে 2(-1+2y)+y-3=0
    
      বা,  -2+4y+y-3=0
    
      বা, 5y=5
         
       :. y=1
      
      y এর মান (v) নং এ বসিয়ে পাই, 
        
      x=1+2.1=1
    
      নির্ণেয় সমাধান : (x,y)=(1,1) Ans

    1. Report
  7. Question:দুইটি চলকের প্রথমটির 3 গুণ থেকে দ্বিতীয়টির 5 গুণের বিয়োগফল 7 এর সমান এবং প্রথমটির 6 গুণ থেকে দ্বিতীয়টির 10 গুণের বিয়োগফল 15 এর সমান বীজগণিতিক সমীকরণ গঠন করে । ক. চলক দুইটি যথাক্রমে x ও y হলে বীজগাণিতিক সমীকরণজোট গঠন কর । খ. সমীকরণজোটটি সামন্জ্যস কিনা ব্যাখ্যা কর । গ. সমীকরণজোটের সমাধানের সংখ্যা নির্দেশ কর । 

    Answer
    ক. মনে করি ,প্রথম চলক x এবং দ্বিতীয় চলক y
      
       :. ১ম সমীকরণ, 3x-5y=7
       
       এবং ২য় সমীকরণ, 6x-10y=15
     
       :. প্রাপ্ত সমীকরণজোট, 
       
       {3x-5y=7
          
        6x-10y=15
    
      খ. প্রাপ্ত সমীকরণজোট,
       
         3x-5y=7
     
         6x-10y=15
         
        x এর সহগদ্ধয়ের অনুপাত  `3/6`বা, `1/2`
    
        y ;  ;   ; ; ; ; ;  `(-5)/(-10)` বা, `1/2`
    
        এবং ধ্রবক পদদ্ধয়ের অনুপাত, `7/15`
    
        :.`3/6`=`(-5)/(-10)!=7/15 `
        
        :. সমীকরণজোটটি অসামন্জস্য । Ans

    1. Report
  8. Question:দুইটি চলকের সমষ্ঠি 10 ও বিয়োগফল 4 যেখানে প্রথম চলক> দ্বিতীয় চলক । ক. উদ্দিপকটিকে সমীকরণজোট আকারে প্রকাশ কর । খ. সমীকরণজোটটির প্রকৃতি কিরূপ এর সমাধান কয়টি ? গ. দুইটি চলকের সমষ্ঠি 14 এবং দ্বিতীয় চলক ও প্রথম চলকের বিয়োগফলের দ্বিগুণ সমান 8 (দ্বিতীয় চলক > প্রথম চলক ) হলে সমীকরণজোটটির সমাধান ‘খ’ এর অনুরূপ হবে কী-ব্যাখ্যা কর ।8 

    Answer
    ক.ধরি ,চলকদ্বয়ের ১মটি x এবং ২য়টি y যেখানে x> y
     
      উদ্দিপকের আলোকে গঠিত সমীকরণজোট :
      
      x+y=10.................(i)
    
      x-y=4...................(ii)} (Ans)
    
      খ.   ‘ক’ এর সমীকরণজোটে, 
     
      x   এর সহগদ্বয়ের অনুপাত`1/1`
     
      এবং y ,, ,,  ,,   ,, `1/(-1)`
    
      আমরা পাই,`1/1!=1/(-1)`
    
      সুতরাং সমীকরণজোট সামন্জ্যস ও পরস্পর অর্ভিরশীল এবং একটিমাত্র সমাধান আছে । (Ans)
    
    
     গ. প্রদত্ত তথ্যের আলোকে গঠিত সমীকরণজোট :
        
        x+y=14.................(iii)
     
       2(y-x)=8
     
      বা, -2x+2y=8............(iv)
    
      এখানে,x এর সহগদ্বয়ের অনুপাত `1/(-2)`
    
      y  এর সহগদ্বয়ের অনুপাত 
    
      আমরা পাই,`-1/1!=1/2` 
    
     এক্ষেত্রে সমীকরণজোট সামন্জস্য ও পরস্পর অনির্ভরশীল এবং একটি সমাধান আছে । 
    
     :. সমীকরণজোটটির সমাধান ‘খ’ এর অনুরূপ ।

    1. Report
  9. Question:দুইটি চলকের প্রথমটির সাথে দ্বিতীয়টির 3 গুণের যোগফল 1 এর সমান এবং প্রথটির দ্বিগুণের সাথে দ্বিতীয়টির 6 গুণের যোগফল 2 এর সমান বীজগাণিতিক সমীকরণ গঠন করে । ক. প্রথম চলক x এবং দ্বিতীয় চলক y হলে বীজগাণিতিক সমীকরণজোটে গঠন কর । খ. সমীকরণজোটটি সামন্জস্য কিনা ব্যাখ্যা কর । গ. সমীকরণজোটের সমাধানের সংখ্যা নির্দেশ কর । 

    Answer
    উত্তর: ক. x+3y=1
           
           2x+6y=2}
    
           খ. সামন্জস্য;
         
           গ. অসংখ্য সমাধান ।

    1. Report
  10. Question:শিক্ষক, মনিরকে একটি সমীকরণের তথ্য দিলেন এই ভাবে x এর তিন গুণ থেকে y এর চার গুণ বিয়োগ করলে বিয়োগফল 10 হয় এবং x গুণ থেকে y এর 8 গুণ বিয়োগ করলে 18 হয় । ক. মনির তথ্যগুলো সমীকরণ আকারে প্রকাশ করলে কি দাড়াবে ? খ. সমীকরণজোটটির প্রকৃতি কিরূপ এবং এর কয়টি সমাধান আছে ? গ. শিকাষক ২য় সমীকরণের বিয়োগফল 18 এর পরিবর্তে 20 দিলে সমীকরণজোটের প্রকৃতি কি পূর্বের মতো হবে ? 

    Answer
    ক. প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণজোট হলো:
    
        `3x-4y=10................(i)`
    
        `6x-8y=18................(ii)`} (Ans)
    
     খ.  ‘ক’ থেকে প্রাপ্ত সমীকরণজোটে
          
         x এর সহগদ্বয়ের অনুপাত `3/6` বা, `1/2`
        
         y,, ,,   ,,   ,,   ,,  ,,`(-4)/(-8)` বা,`1/2`
         
         এবং ধ্রবক পদদ্বয়ের অনুপাত `10/18`=`5/9`
         
         আমরা পাই, `1/2`=`1/2!=5/9`
        
         সুতরাং সমীকরণজোট অসামন্জস্য ও পরস্পর অনির্ভরশীল এবং সমাধান নেই ।(Ans)
    
      গ. ‘ক’ (ii) এর নং সমীকরণের পরিবর্তিত রূপ, `6x-8y=20......(iii)`
    
         এখন নতুন সমীকরণজোট:
    
        `3x-4y=10...............(i)`
    
        `6x-8y=20..............(iii)`
    
      এখানে x এর সহগদ্বয়ের অনুপাত`3/6` বা,`1/2`
    
      y  ,,    ,,      ,,      ,, `(-4)/(-8)` বা, `1/2`
    
      এবং ধ্রবক পদদ্বয়ের অনুপাত `10/20` বা, `1/2`
    
       আমরা পাই,`1/2`=`1/2`=`1/2`
    
       এক্ষেত্রে সমীকরণজোট সামন্জস্য ও নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান ।
    
       :. সমীকরণজোটের প্রকৃতি পূর্বের মত নয় ।(Ans)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd