1. Question:দুইটি চলকের প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টির 5 গুণের বিয়োগফল 3 এর সমান এবং প্রথমটির সাথে দ্বিতীয়টির 3 গুণের যোগফল 1 এর সমান বীজগাণিতিক সমীকরণ গঠন কর । ক. প্রথম চলক a এবং দ্বিতীয় চলক b হলে বীজগাণিতিক সমীকরণজোট গঠন কর । ২ খ. সমীকরণজোটটি সামন্জস্য কিনা ব্যাখ্যা কর । ৪ গ. সমীকরণজোটির নির্ভরশীলতা/অনির্ভরশীলতা উল্লেখপূবক সমাধানের সংখ্যা নির্দেশ কর । ৪ 

    Answer
    উত্তর: ক. 2a-5b=3
          
          a+3b=1 }
    
          খ.   সামন্জস্য
    
          গ. একটিমাত্র (অনন্য) সমাধান ।

    1. Report
  2. Question:`-1/2x+y`=-1 `(x-2y)/2`=1 } একটি সমীকরণজোট ক. উদ্দীপকের সমীকরণজোটকে x+by=p আকারে প্রকাশ কর । ২ খ. সমীকরণজোটটি সামন্জস্য কিনা ব্যাখ্যা কর । ৪ গ. উপরউক্ত সমীকরণজোটে সমাধান কয়টি ? যদি উদ্দিপকের ১ম সমীকরণের y চলকের সহগ -1 হয়, তবে সমীকরণজোটের সমাধান কীরূপ হবে ? ৪ 

    Answer
    উত্তর; ক.x-2y=2
          
           x-2y=2 }
      
           খ.  সমন্জস্য
    
           গ.  সমাধান অসংখ্য; সমীকরণজোট সমন্জস্য এবং সমাধান একটি ।

    1. Report
  3. Question:y=`(x-2)/2` y=5-x } একটি সমীকরণজোট । ক. সমীকরণদ্বয়কে ax+by=p আকারে প্রকাশ কর । ২ খ. উপরিউক্ত সমীকরণজোটের প্রকৃতি ও সমাধানের সংখ্যা নির্ণয় কর । ৪ গ. সমীকরণজোট সমাধান করে ‘খ‘ এর সত্যতা যাচাই কর । ৪ 

    Answer
    উত্তর : ক.  x-2y=2
              
             x+y=5 }
    
        খ.  সমন্জস্য, পরস্পর অনির্ভরশীল ও সমাধান একটি

    1. Report
  4. Question:নিচের তিনটি সমীকরণজোট দেওয়া হলো 3x+2y=1 2x-y=6 2x-y=12 x+y=-1; 4x-2y=12; 4x-2y=5 ক. সমীকরণজোটগুলোকে x এর সহগদ্বয় y এর সহগদ্বয় ও ধ্রবক পদগুলো অনুপাত আকারে লিখ । ২ খ. ১ম দুইটি সমীকরণজোটের প্রকৃতি সমন্জস্য কিন্তু সমাধানের সংখ্যার ভিন্নতা ব্যাখ্যা কর । ৪ গ. ৩য় সমীকরণজোটটির প্রকৃতি ও সমাধান অপর দুইটি সমীকরণ থেকে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা কর । ৪ 

    Answer
    উত্তর; ক. `3/1`=`2/1`=`1/(-1)`,`2/4`=`(-1)/(-2)`=`6/12`,`2/4`=`(-1)/(-2)`=`12/5`

    1. Report
  5. Question:`7x-8y=-9` `5x-4y=-3` ক. সমীকরণজোটটির প্রকৃতি উল্লেখ কর এবং জোটের সমাধান সংখ্যা নির্ণয় কর । ২ খ. অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান নির্ণয় কর । ৪ গ. বজ্রগুণনের সাহায্যে সমাধান কর এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা দেখাও । ৪ 

    Answer
    ক. `7x-8y=-9`
    
        `5x-4y=-3` 
    
       x এর সহগদ্ধয়ের অনুপাত `7/5`
    
       y এর সহগদ্বয়ের  অনুপাত `(-8)/(-4)=2`
      
     `:. 7/3!=2`
      
      `:.` সমীকরণ জোটটি সমন্জস্য ও পরস্পর অনির্ভরশীল এবং সমীকরণ জোটটি 
    
       একটিমাত্র (অনন্য) সমাধান আছে ।
    
     খ.  প্রদত্ত সমকিরণদ্বয়,
    
       `7x-8y=-9..........(i)`
    
       `5x-4y=-3..........(ii)`
    
      প্রদত্ত সমীকরণ (ii) নং এর উভয় পক্ষকে 2 দ্ধারা গুন করে  (i) নং থেকে বিয়োগ করি ,
    
      `(7x-8y=-9)`
    
     `(10x-8y=-6)/(-3x=-3)` [বিয়োগ করে]
    
      বা, x=1 [উভয়পক্ষকে (-3) দ্ধারা ভাগ করে ]
    
      `:. x=1`
    
      x  এর মান (ii) নং এ বসিয়ে পাই,
    
     `5.1-4y=-3`
    
      বা, `5-4y=-3`
    
      বা, `-4y=-3-5`
    
      বা, `-4y=-8`
    
      বা, `y=2` [উভয়পক্ষকে (-4) দ্ধারা ভাগ করে ]
    
     `:. y=2`
    
     `:.` নির্ণেয় সমাধান `(x,y)=(1,2)`
    
    
    গ. `7x-8y+9=0`
       
       `5x-4y+3=0`
    
      উপরিউক্ত সমীকরণদ্বয়ের বজ্রগুণন/আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
       
       `x/(-24+36) = y/(945-21) = 1/(-28+40)`
       
         বা,`x/1 = y/24 = 1/12`
                 
          `:. x/12 = 1/12`
        
          `:. x=1`
                  
           বা, `y/24 = 1/12`
               
          এবং  `y= 24/12 = 2`
       
          :. নির্ণেয় সমাধান `(x,y)=(1,2)`
    
          শুদ্ধি পরীক্ষা:
    
          `x=1,y=2`
      
      ১ম সমীকরণের বামপক্ষ  =`7.1-8.2`
                              
                                =`7-16=-9`
                               
                              `:. 7x-8y=-9`= ডানপক্ষ
        
      ২য় সমীকরণের বামপক্ষ  `=5.1-4.1`
                                  
                                 `=5-8`
                                  
                                 `=-3`
                           
                               `:. 5x-4y=-3`=ডানপক্ষ
                       
                               `:.` সমাধান শুদ্ধ হয়েছে ।( দেখাণো হলো)

    1. Report
  6. Question:a(x+y)=b(x-y)=2ab দুই চলক বিশিষ্ট সমীকরণজোট । ক. প্রদত্ত সমীকরণজোট থেকে পৃথক দুইটি সমীকরণ গঠন কর । ২ খ. প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণজোট সমাধান কর । ৪ গ. আড়গুণন পদ্ধতিতে সমীকরণজোটের সমাধান বের করে পুর্বের সমাধানের সত্যতা যাচাই কর । ৪ 

    Answer
    ক. দেওয়া আছে, a(x+y)=b(x-y)=2ab
               
               অথাৎ a(x+y)=2ab
                 
                     :. x+y=2b
                 
                  এবং b(x-y)=2ab
                
                      :. x-y=2a
                
       :.  সমীকরণদ্বয়, x+y=2b
                  
                      x-y=2a (Ans)
    
     খ. ‘ক’ হতে পাই,
                       x+y=2b.......................(i)
                      
                       x-y=2a........................(ii)
    
      (ii) নং সমীকরণ হতে পাই,
                 
                         x-y=2a
                
                        :.x=2a+y..................(iii)
                 
                        x=2a+y,(i) নং সমীকরণে বসিয়ে পাই,
                     
                        2a+y+y=2b
                
                        বা,2y+2a=2b
               
                        বা, y+a=b
              
                         :.y=b-a
        
                       y এর মান  (iii) নং এ বসিয়ে পাই,
                 
                        x=2a+b-a
               
                       বা,x=b+a
              
                       :.x=a+b
      
                  :. নির্ণেয় সমাধান  (x,y)=(a+b,b-a)  (Ans)
    
       গ. ‘খ’ এর (i)  ও (ii) নং সমীকরণ হতে পাই,
    
            x+y-2b=0
    
            x-y-2a=0
      
          উপরিউক্ত সমীকরণদ্বয়ে আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
         
         `x/(1(-2a)-(-1)(-2b))`=`y/(1(-2b)-1(2a))`=`1/(1(-1)-1xx1)`
    
         বা, `x/(-2a-2b)`=`y/(-2b+2a)`=`1/(-1-1)`
    
         বা,`x/(-2(a+b))`=`y/(-2(b-a))`=`1/(-2)`
       
         :.`x/(-2(a+b))`=`1/(-2)`এবং  `y/(-2(b-a))`=`1/(-2)`
     
         বা,`x/(a+b)`=1                 বা, `y/(b-a)`=1
     
         :.x=a+b                             :.y=b-a
    
         :. নির্ণেয় সমাধান  (x,y)=(a+b,b-a)
     
          অথাৎ পূর্বের সমাধানের সত্যতা যাচাই হলো ।

    1. Report
  7. Question:x+5y=36 `(x+y)/(x-y)`=`5/3`দুই চলক বিশিষ্ট সমীকরণজোট । ক. প্রদত্ত জোটের ২য় সমীকরণ থেকে দেখাও যে, x=4y ২ খ. সমীকরণজোটের সমাধান (x,y) নির্ণয় কর । ৪ ঘ. আড়গুণন পদ্ধতিতে সমাধান (x,y) নির্ণয় কর ও পূর্বের সমাধানের সত্যতা যাচাই হলো । ৪ 

    Answer
    ক. দেওয়া আছে, x+5y=36..............(i)
                   
                `(x+y)/(x-y)`=`5/3`..................(ii)
       
              (ii) নং সমীকরণ হতে পাই,
              
              `(x+y)/(x-y)`=`5/3`
            
              বা,5x-5y=3x+3y
            
              বা,5x-3x=5y+3y
             
              বা,2x=8y
            
              :. x=4y
    
      খ. ‘ক’ হতে পাই,
             x=4y..................(iii)
            
             x=4y,(i) নং সমীকরণে বসিয়ে পাই,
              
             4y+5y=36
             
             বা,9y=36
            
            :. y=4
     
          y  এর মান (iii) নং সমীকরণ বসিয়ে পাই,
               
            x=4xx4
               
            :. x=16
      
        :. নির্ণেয় সমাধান  (x,y)=(16,4) (Ans)
    
      গ. ‘ক’ এর (i) নং থেকে পাই,
            
         x+5y-36=0
      
      খ, এর (iii) নং থেকে পাই,
          
         x-4y+0=0
    
       উপরিউক্ত সমীকরণদ্বয়ের আড়গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,
         
       `x/(5xx0-(-4)xx(-36))`=`y/((-36)xx1-0xx1)`=`1/(1xx(-4)-1xx5)`
         
        বা,`x/(-144)`=`y/(-36)`=`1/(-4-5)`
         
        বা,`x/(-144)`=`y/(-36)`=`1/(-9)`
        
         ;. `x/(-144)`=`1/(-9)` এবং  `y/(-36)`=`1/(-9)`
       
          বা,  x=`144/9`              বা,   y=`36/9`
            
              :. x=16                       :. y=4
        
          :. নির্ণেয় সমাধান  (x,y)=(16,4)
        
           :. পূর্বের সমাধানের সত্যতা যাচাই হলো ।

    1. Report
  8. Question:`ax+by=ab` দুইটি চলক বিশিষ্ট সমীকরণজোট। `bx+ay=ab` [ যেখানে `a!=b`] ক. y অপনীত বা অপসারিত করতে হলে কোন কোন সংখ্যা দ্ধারা সমীকরণ দুইটিকে গুণ করতে হবে ? খ. তথ্যাবলে দেখাও যে,`x=y` গ. অপনয়ন পদ্ধতিতে সমাধান `(x,y)` নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে,
    
       `ax+by=ab...(i)`
    
       `bx+ay=ab...(ii)`
    
       y অপনীত বা অপসারিত করতে হলে  (i) নং সমীকরণকে  a দ্ধারা এবং
    
       (ii) নং সমীকরণকে b দ্ধারা গুণ করে বিয়োগ করতে হবে ।   (Ans)
    
     খ. দেওয়া আছে,
        
         `ax+by=ab`
        
         ` bx+ay=ab`
    
       সমীকরণদ্বয় থেকে পাই,
        
        `ax+by=bx+ay`
      
         বা,`ax-bx+by-ay=0`
      
         বা,`x(a-b)-y(a-b)=0`
      
        বা,`(x-y)(a-b)=0` [ কিন্তু `a-b!=0` কারণ `a!=b`]
        
         `:. x-y=0`
        
          `:. x=y` [ দেখানো হলো]
    
     গ. (i)  নং সমীকরণকে a এবং (ii) নং সমীকরণকে  b দ্ধারা গুণ করে পাই,
    
          `a^x+aby=a^2b...(iii)`
          
         `b^2x+aby=ab^2...(iv)`
    
    (iii) নং হতে (iv) নং বিয়োগ করে পাই,
    
         `(a^2x+aby)-(b^2x+aby)=a^2b-ab^2`
         
          বা,`a^2x+aby-b^2x-aby=a^2b-ab^2`
         
          বা,`a^2x-b^2x=a^2b-ab^2`
         
          বা,`x(a^2-b^2)=ab(a-b)`
         
          বা,`x(a+b)(a-b)=ab(a-b)`
         
          বা,x=`ab((a-b))/((a+b)(a-b))`
           
           `:. x=(ab)/(a+b)` [`:. a+b!=0`]
    
             খ, হতে পাই,`x=y`
              
             `:. y=(ab)/(a+b)`
    
          `:.` নির্ণেয় সমাধান  `(x,y)=((ab)/(a+b),(ab)/(a+b))`  (Ans)

    1. Report
  9. Question:একটি সমীকরণজোট,`x/2+y/3`=1 `x/3+y/2`=1 ক. সমীকরণজোটকে সরলীকরণ কর । খ.প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরনজোটকে সমাধান কর । গ. সমাধানের শুদ্ধি পরীক্ষা কর । 

    Answer
    ক. প্রদত্ত সমীকরণজোট,
        
       `x/2+y/3`=1.................(i)
          
        `x/3+y/2`=1...............(ii)
      
         (i) নং সমীকরণ থেকে পাই,
         
         `(3x+2y)/6`=1
          
           বা,3x+2y=6
         
           :. 3x+2y=6.............(iii)
       
          (ii) নং সমীকরণ থেকে পাই,
        
          `(2x+3y)/6`=1
           
            2x+3y=6
        
          :. 2x+3y=6.............(iv) (Ans)
    
    
     খ. (i) নং সমীকরণ থেকে পাই,
       
         `x/2 = 1-y/3`
      
          বা`,x/2 = (3-y)/3`
        
          বা,`x=(6-2y)/3..............(iv)`
         
         ` x=(6-2y)/3`  (ii) নং এ বসিয়ে পাই,
       
          `(6-2y)/(3/3) + y/2=1`
      
          বা` (6-2y)/(3xx1/3) + y/2 = 1` 
    
          বা,` (6-2y)/9+y/2`=1
        
          বা, `(12-4y+9y)/18`=1 
    
           বা, 12 + 5y=18
         
           বা,  5y=18-12 
    
           বা, 5y=6
            
            :. y=`6/5`
         
            y এর মান (v) নং এ বসিয়ে পাই,
           
            x=`6-26/(5/3)` 
    
           বা, x=`6-12/(5/3)`
            
            x= `(30-12)/(5/3)`
           
            x=`18/(5/3)` 
    
            বা, x=`18/(5xx1/3)`
          
            `:.  x= 6/5`
        
          :. নির্ণেয় সমাধান  (x,y)=`((6/5,6/5))`(Ans)

    1. Report
  10. Question:`a^1x+b^1y=c^1` `a^2x+b^2y=c^2}` `x=0 y` `a_1=2,b_1=3,c_1=7, a_2=5,b_2=-2,c_2=8` 

    Answer
    x=0(i) 0,`a_1+b_1y`=`c_1`
    
      (ii) 0=`a_2+b_2y`=`c_2`
     
      `b_1y`=`c_1`
      
      `b_2y`=`c_2`/b_1y+b_2y`=`c_1+c_2`
     
       `y(b_1+b_2)`=`c_1=c_2`
     
       :. y=`c_1+c_2/b_1+b_2`(Ans)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd