স্থির তড়িৎ
  1. Question:ট্যাংকারে জ্বালানী পূর্ণ করার পূর্বে ট্যাংকারকে ভূ-সংযুক্ত করা হয় কেন? 

    Answer
    ট্যাংকারে জ্বালানী পূর্ণ করার সময় স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়ে জ্বালানীতে আগুন ধরে যেতে পারে বলে ট্যাংকারকে ভূ-সংযুক্ত করা হয় যেন উৎপন্ন বিদ্যুৎ নিউট্রাল হয়ে যায়।

    1. Report
  2. Question:তড়িৎ আবেশ কাকে বলে? 

    Answer
    েএকটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।

    1. Report
  3. Question:স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে কীভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়- ব্যাখ্যা কর। 

    Answer
    একটি কাঁচদন্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদন্ডে ধনাত্মক আধানের উদ্ভব হয়। িঐ আহিত কাচদন্ডকে তড়িৎবীক্ষণের চাকতি বা গোলকের গায়ে স্পর্শ করালে দন্ড হতে খঅনিকটা আধান চাকতিতে চলে যায়। এই আধান সুপরিবাহী ধাতব দন্ডের মধ্য দিয়ে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সোনার পাতদ্বয়ে পৌঁছে। ফলে সোনার পাত দুটি একই জাতীয় আধান পেয়ে পরস্পরকে বিকর্ষণ করে এবং পরস্পর থেকে দূরে সরে যায়। এ অবস্থায় কাঁচদন্ড সরিয়ে নিলে যদি পাতদ্বয়ের মধ্যবর্তী ফাঁক না কমে, তাহলে যন্ত্রটি ধনাত্মক আধানে আহিত হয়েছে সিদ্ধান্ত নেয়া যায়।

    1. Report
  4. Question:পৃথিবীর বিভব কত? 

    Answer
    পৃথিবীর বিভব শূন্য।

    1. Report
  5. Question:তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বর্ণপাত ব্যবহার করা হয় কেন? 

    Answer
    তড়িৎবীক্ষণের পাত দুটি খুব হালকা ও পাতলা হওয়া দরকার। পাত দুটিতে সমপ্রকৃতির আধান থাকে বলে বিকর্ষণ বলের প্রভাবে পাত দুটি বিস্ফোরিত হয়। পাত দুটি হালকা হলে বিস্ফোরণ বেশি হবে এবং পর্যবেক্ষণের সুবিধা হবে। স্বর্ণকে খুব পাতলা পাতে পরিণত করা যায়। উপরন্তু এ ধাতুর সঙ্গে বায়ুর কোনো রাসায়নিক ক্রিযা না হওয়ায় পাতটি সহজে নষ্ট হয় না। এসব কারণে তড়িৎবীক্ষণে স্বর্ণপাত ব্যবহার করা হয়।

    1. Report
  6. Question:বিদ্যুৎ চমক কী? 

    Answer
    তাড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে তাদের মধ্যে তড়িৎক্ষরণ হয়, তখন বিরাট অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। একে বিদ্যুচ্চমক বলে।

    1. Report
  7. Question:আবেশ প্রক্রিয়ায় কোনো নতুন আধানের উদ্ভব হয় না- ব্যাখ্যা কর। 

    Answer
    একটি কাচদন্ডকে রেশমের কাপড় দ্বারা ঘষে অনাহিত পরিবাহক দন্ড AB এর A প্রান্তের নিকট আনলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো কাচদন্ডের ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়ে A প্রান্তে সরে আসে। এখানে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না। আহিত কাচদন্ডের উপস্থিতির কারণে সমপরিমাণ বিপরীত জাতীয় আধান পৃথক হয়ে পরিবাহকের দুপ্রান্তে অবস্থান করে। কাচদন্ডকে সরিয়ে নিয়ে কোনো তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পপরীক্ষা করলে AB পরিবাহকে কোনো আধানের অস্তিত্বের সন্ধান পাওয়া যায় না। অর্থাৎ আধানগুলো একত্রিত হয়ে পরিবাহককে পুনরায় অনাহিত অবস্থায় ফিরিয়ে আনে।
    সুতরাং বলা যায়, আবেশ প্রক্রিয়ায় কোনো নতুন আধানের সৃষ্টি হয় না।

    1. Report
  8. Question:সমধর্মী দুটি আধানের মাঝে কী ধরনের বল ক্রিয়া করে? 

    Answer
    সমধর্মী দুটি আধানের মাঝে বিকর্ষণ বল ক্রিয়া করে।

    1. Report
  9. Question:কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। 

    Answer
    নির্দিষ্ট মাধ্যমে দুৎটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিযা করে।

    1. Report
  10. Question:এক কুলম্ব এর সংজ্ঞা দাও। 

    Answer
    সমপরিমাণ এবং সমধর্মী দুৎটি আধান শূন্য মাধ্যমের পরস্পর 1m দূরত্বে ্যেথকে পরস্পর যদি পরস্পরকে `9xx10^9N` বলে বিকর্ষণ করে তবে আধান দুৎটির প্রত্যেককে 1 কুলম্ব বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd