পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী পদার্থ কাকে বলে? 

    Answer
    পরিবাহী: যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎপ্রবাহ চলতে পারে তাদেরকে পরিবহাী বলে। যেমন- তামা, রূপা, অ্যালুমিনিয়অম প্রভৃতি।
    অপরিবাহী: যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। যেমন- প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ ইত্যাদি।
    অর্ধপরিবাহী: যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি।

    1. Report
  2. Question:পরিবাহকত্বের একক কী? 

    Answer
    পরিবাহকত্বের একক `(Omega)^(-1)`

    1. Report
  3. Question:বৈদ্যুতিক মিস্ত্রিগণের স্ক্র ড্রাইভার প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা মোড়ানো থাকে কেন? 

    Answer
    প্লাস্টিক এক ধরনের অন্তরক। এ ধরনের পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। প্লাস্টিক জাতীয় পদার্থের ম্যধ দিয়ে সহজে ইলেকট্রন প্রাবহিত হতে পারে না। যার ফলে প্লাস্টিক হলো বিদ্যুতের জন্য অপরিবাহী পদার্থ িএবং এ ধরনের মোড়ক বৈদ্যুতিক শক বা তড়িতাহত হওযার আশংকা দূরীভূত করা। এ কারণে বৈদ্যুতিক মিস্ত্রিগণের স্ক্রু ড্রাইভার প্লাষ্টিক জাতীয় পদার্থ দ্বারা মোড়ানো থাকে।

    1. Report
  4. Question:পরিবাহকত্ব কী? 

    Answer
    আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে।

    1. Report
  5. Question:তড়িতের সিস্টেম লস কিভাবে কমানো যায়? 

    Answer
    বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে সকল পরিবাহী তার ব্যবহার করা হয় তাদের একটি নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে। ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎশক্তির একটি অংশ তাপে রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তির লস বা ক্ষয় হয়। এই লসই হলো তড়িতের সিস্টেম লস।
    সঞ্চালন লাইনের ভোল্টেজকে বৃদ্ধি করে সিস্টেম লস কমানো যেতে পারে এবং এ উদ্দেশ্যে একটি স্টেপ-আপ ট্রান্সফর্মার ব্যবহার করা যায়।

    1. Report
  6. Question:পরিবাহকত্ব কিসের ওপর নির্ভরশীল? 

    Answer
    পরিবাহকত্ব পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল।

    1. Report
  7. Question:ক্যাবল উত্তপ্ত হয়ে তড়িৎ শক্তি কিভাবে বিপজ্জনক হতে পারে? 

    Answer
    যখন অস্বাভাবিকভাবে বেশি পরিমাণ তড়িৎপ্রবাহ বৈদ্যুতিক ক্যাবল বা পরিবাহিত তার দিয়ে যায় তখন এটি উত্তপ্ত হয়। অত্যাধিক উত্তপ্ত হয়ে গেলে ক্যাবলের অন্তরক ব্যবস্থা গলে যায় এবং অগ্নিকান্ড ঘটায়। উদাহরণস্বরূপ- যখন বৈদ্যুতিক পাখার মোটর অতি উত্তপ্ত হয় এবং গলে যায়, ফলশ্রুতিতে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার একত্রিত হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে উচ্চমানের তড়িৎ প্রবাহিত হয়ে বিপজ্জনক রূপ ধারণ করে।

    1. Report
  8. Question:লোড শেডিং কী? 

    Answer
    কোনো নির্দিষ্ট এলাকার বিদ্যুতেরে চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভবপর হয়ে উঠে না। তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয়। একে লোড শেডিং বলে।

    1. Report
  9. Question:বৈদ্যুতিক বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? 

    Answer
    যখন কোনো বর্তনীতে নির্দিষ্ট মানের অধিক তড়িৎ প্রবাহিত হয় তখন সার্কিট ব্রেকার বর্তনীর তড়িৎ সরবরাহ বন্ধ করে দেয়। বর্তনীতে সার্কিট ব্রেকার না থাকলে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য বাড়ির তড়িৎ সরঞ্জাম বিনষ্ট হয়ে যেতে পারে, এমনকি অগ্নিকান্ডও ঘটতে পারে। এজন্য বৈদ্যুতিক বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।

    1. Report
  10. Question:রিওস্টেট কী? 

    Answer
    যে সকল রোধকের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় তাদেরকে রিওস্টেট বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd