পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:কোনো পরিবাহকের রোধ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে? 

    Answer
    একটি পরিবাহকের রোধ চারটি বিষয়ের ওপর নির্ভর করে।

    1. Report
  2. Question:তামার আপেক্ষিক রোধ `1.54xx10^(-8)Omegam` বলতে কী বোঝ? 

    Answer
    আপেক্ষিক রোধ পদার্থের উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য। তামার আপেক্ষিক রোধ `1.54xx10^(-8)Omegam` বলতে বোঝায়; 1m দৈর্ঘ্য এবং `1m^2` প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারের রোধ হবে `1.54xx10^(-8)Omega`।

    1. Report
  3. Question:তড়িৎ পরিবাহিতা কাকে বলে? 

    Answer
    পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে তড়িপ্রবাহ সহজসাধ্য হয় অর্থাৎ কম বাধাপ্রাপ্ত হয় তাকে ঐ পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বলে।

    1. Report
  4. Question:কোনো পরিবাহকের পরিবাহকত্বের মান কিসের ওপরে নির্ভর করে ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো পরিবাহকের পরিবাহিতার মান নির্ভর করে পরিবাহকের উপাদান এবং তাপমাত্রার ওপরে। সাধারণভাবে সকল ধাতুই ভালো পরিবাহক অর্থাৎ ধাতব পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বেশি। অপরদিকে অধাতব পদার্থের পরিবাহকত্ব কম। তাপমাত্রা বাড়লে পরিবাহকত্ব কমে যায়।

    1. Report
  5. Question:বর্তনীতে ব্যবহৃত রোধক কত প্রকার? 

    Answer
    বর্তনীতে ব্যবহৃত রোধক দুই প্রকার।

    1. Report
  6. Question:পরিবর্তী রোধক ব্যবহারের উদ্দেশ্য উদাহরণসহ ব্যাখ্যা কর। 

    Answer
    যে রোধকের মান পরিবর্তনযোগ্য, তাকে পরিবর্তী রোধক বলা হয়। ওহমের সূত্রানুসারে (1-V/R) বিভবপার্থক্য নির্দিষ্ট মানের হলে তড়িৎপ্রবাহের মান রোধের মানের উপর নির্ভর করে। ব্যবহারিক ক্ষেত্রে প্রবাহের মানের পরিবর্তন প্রয়োজন হয়, সেক্ষেত্রে পরিবর্তী রোধক ব্যবহার করা হয়। যেমন, ফ্যানের গতি নিয়ন্ত্রণে রেগুলেটরে।

    1. Report
  7. Question:তড়িচ্চালক শক্তি কাকে বলে? 

    Answer
    েএক কুলম্ব আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় অর্থাৎ তড়িৎ কোষ যে তড়িৎ শক্তি সরবরাহ করে, তাকে ঐ কোষের তড়িচ্চালক শক্তি বলে।

    1. Report
  8. Question:একটি তারকে টেনে সুষমভাবে লম্বা করলে এর রোধের কী পরিবর্তন হবে? ব্যাখ্যা কর। 

    Answer
    একটি তারকে সুষমভাবে টেনে লম্বা করলে রোধের দৈর্ঘ্যের সূত্রানুসারে রোধ পরিবাহকের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আবার পরিবাহকটিকে টেনে লম্বা করার ফলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে। ফলে প্রস্থচ্ছেদের সূত্রানুসারে পরিবাহকের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অতএব তারটিকে টেনে সুষমভাবে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পাবে। যেমন কোনো তারকে টেনে লম্বা করে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের তিনগুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পূর্বমানের এক-তৃতীয়াংশ হওয়ায় রোধ পূর্বের তুলনায় (3x3) বা 9 গুণ হবে।

    1. Report
  9. Question:অর্ধপরিবাহী কী? 

    Answer
    যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রার পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি যে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে।

    1. Report
  10. Question:কোষের তড়িচ্চালক শক্তি 2V বলতে কি বুঝায়? 

    Answer
    কোষের তড়িৎচ্চালক শক্তি 2V বলতে বুঝায় 1C আধানকে বর্তনীর নির্দিষ্ট কোনো বিন্দু থেকে কোষ সমেত বর্তনী ঘুরিয়ে আনতে কৃতকাজের পরিমাণ হয় ২ জুল।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd