পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:কোনো বৈদ্যুতিক পাখার গায়ে লেখা 220V-60W AC এর অর্থ ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বৈদ্যুতিক পাখার গায়ে 220V-60W AC এর অর্থ হচ্ছে যখন পাখাটি ভোল্ট 220V ভোল্ট-এর অধিক বিভবে যুক্ত করা হলে পাখাটি ক্ষতিগ্রস্থ হতে পারে।

    1. Report
  2. Question:অপরিবাহী পদার্থ কাকে বলে? 

    Answer
    যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদের অপরিবাহী পদার্থ বলে।

    1. Report
  3. Question:’তামার তৈরি সকল পরিবাহকের আপেক্ষিক রোধ একই কিন্তু রোধ ভিন্নমানের কথাটি ব্যাখ্যা কর। 

    Answer
    আপেক্ষিক রোধ বস্তুর ধর্ম নয়, বরং এটি বস্তুর উপাদান বা পদার্থের ধর্ম। তাই তামার তৈরি সকল পরিবাহীর আপেক্ষিক রোধ একই মানের। কিন্তু রোধ বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। যেমন, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। সুতরাং তামার তৈরি ভিন্ন ভিন্ন পরিবাহী বা বস্তুর রোধ বিভিন্ন মানের হবে।

    1. Report
  4. Question:রোধের বিপরীত রাশিকে কী বলে? 

    Answer
    রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে।

    1. Report
  5. Question:সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে কম হয় কেন? 

    Answer
    একটি রোধের বদলে রোধের একটি সমান্তরাল সমবায়ের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দিয়ে আধান বা ইলেকট্রন একাধিক বিকল্প পথে প্রবাহের সুযোগ পায়। এক্ষেত্রে যে পথে কম রোধ রয়েছে সেখান দিয়ে বেশি মানের তড়িৎ প্রবাহিত হয়। প্রকৃতপক্ষে কতগুলো রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা কোনো একটি রোধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সমতুল্য। বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ থাকায় সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে কম হয়।

    1. Report
  6. Question:তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে? 

    Answer
    তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে।

    1. Report
  7. Question:বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ অন্তর্ভূক্ত করা হয় কেন? 

    Answer
    বৈদ্যুতিক বর্তনীতে অধিক তড়িৎপ্রবাহ প্রতিরোধের জন্য ফিউজ ব্যবহার করা হয়।

    1. Report
  8. Question:লোড শেডিং ব্যাখ্যা কর। 

    Answer
    বিদ্যুৎ উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেওয়াকে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে লোড শেডিং বলে।
    প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্র একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। সবগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। বিভিন্ন এলাকার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উপকেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে। পরবর্তীতে বিদ্যুৎ উপকেন্দ্র গ্রাহক গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে। পরবর্তীতে বিদ্যুৎ উপকেন্দ্র গ্রাহক গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে। পরবর্তীতে বিদ্যুৎ উপকেন্দ্র গ্রাহক পর্যায়ে এ বিদ্যুৎ সংগ্রহ করে। পরবর্তীতে বিদ্যুৎ উপকেন্দ্র গ্রাহক পর্যায়ে েএ বিদ্যুৎ ফৌছে দেয় বা বিতরণ করে। কোনো নির্দিষ্ট এলাকায় বিদ্যুতের চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় কম হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয় না। ফলে লোড শেডিং হয়।

    1. Report
  9. Question:রোধের একক ক? 

    Answer
    রোধের একক ওহম।

    1. Report
  10. Question:পরিবাহীতে বিদ্যুৎপ্রবাহের সময় কিভাবে রোধের উদ্ভব ঘটে? 

    Answer
    তড়িৎপ্রবাহ হলো ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় এর অভ্যন্তরের অনু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এদের গতি বাধাগ্রস্ত হয় এবং তড়িৎ প্রবাহ বিস্মিত হয়। এভাবে পরিবাহীর অভ্যন্তরে রোধের সৃষ্টি হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd