পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তাড়িৎচুম্বকের প্রাবল্য কীভাবে বাড়াবে? 

    Answer
    তাড়িৎচুম্বকের প্রাবল্য বাড়ানো যায়, (১) তড়িৎপ্রবাহ বাড়িয়ে, (২) সলিনয়েডের পেঁচের সংখ্যা বাড়িয়ে এবং (৩) ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে এবং চুম্বক মেরু দুটিকে আরো কাছাকাছি এনে।

    1. Report
  2. Question:একটি বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা কীভাবে বাড়াবে? 

    Answer
    বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নিম্নোক্ত উপায়ে বাড়াতে হবে, (১) তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, (২) কয়েলে লুপ বা পেঁচের সংখ্যা বৃদ্ধি করে, (৩) অধিকতর শক্তিশালী চুম্বক বা অধিক সংখ্যক পেঁচবিশিষ্ট তড়িৎ চুম্বক ব্যবহার করে (৪) কয়েলের দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে।

    1. Report
  3. Question:জেনারেটরের কার্যপ্রণালি সংক্ষেপে ব্যাখ্যা কর। 

    Answer
    জেনারেটরের আর্মেচারটিকে যখন ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি থেকে পরিবাহী প্রবাহ উৎপন্ন হয়।

    1. Report
  4. Question:ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীতে কীভাবে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়? 

    Answer
    ট্রান্সফর্মারে মুখ্য কুন্ডলীতে পরিবাহী বিভব প্রয়োগ করার ফলে যে প্রবাহ পাওয়া যায় তা মজ্জাটিকে চুম্বকিত করে চৌম্বক বলরখা উৎপন্ন করে যা মুখ্য কুন্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িচ্চালক শক্তি উৎপন্ন করে। চৌম্বক বলরেখার যদি কোনো ক্ষরণ না হয় তাহলে গৌণ কুন্ডলীর প্রতি পাকেও একই সংখ্যক বলরেখা সংযুক্ত হবে। ফলে গৌণ কুন্ডলীতেও ভোল্টেজ বা তড়িচ্চালক শক্তি আবিষ্ট হবে।

    1. Report
  5. Question:’জেনারেটরে তাড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করা হয়’- ব্যাখ্যা কর। 

    Answer
    পরিবর্তনশীল চৌম্বকক্ষে্রেতর দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালকশক্তি বা তড়িৎপ্রবাহ সৃষ্টির ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে। যখন জেনারেটরে আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িত চৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িতচ্চালক শক্তি আবিষ্ট হয়। সুতরাং জেনারেটরে তাড়িতচৌম্বক আবেশ ব্যবহার করা হয়।

    1. Report
  6. Question:’তাড়িতচৌম্বক আবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা’- ব্যাখ্যা কর। 

    Answer
    তাড়িৎচৌম্বক আবেশ সৃষ্টি করতে হলে পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে যোগান দিতে হবে। এটি বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন একটি বদ্ধ বর্তনীর সন্নিকটে দ্রুতগতিতে একটি চুম্বক নাড়াচাড়া করে। অথবা, দ্বিতীয় কোনো বর্তনীর মধ্য দিয়ে পরিবর্তী মানের তড়িৎ প্রবাহ চালিয়ে। েএছাড়া সমপ্রবাহের বর্তনীকে নাড়াচাড়া করিয়েও তাড়িত চৌম্বক আবেশ সৃষ্টি করা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে যতক্ষণ আপেক্ষিক গতি তথা পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে থাকবে ততক্ষণই তাড়িতচৌম্বক আবেশ ঘটতে থাকবে। তাই এটি ক্ষণস্থায়ী ঘটনা।

    1. Report
  7. Question:ট্রান্সফর্মারে বিভব ও প্রবাহের রূপান্তর কিভাবে পাকসংখ্যার অনুপাতের উপর নির্ভর করে? 

    Answer
    ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলী ও মুখ্য কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত যত বেশি হবে, মুখ্য কুন্ডলীতে প্রযুক্ত বিভব ততগুণ বাড়বে এবং প্রবাহ ততগুণ কমবে। যেমন কোনো ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত 1:10 এবং মুখ্য কুন্ডলীর বিভব ও প্রবাহ যথাক্রমে 1V এবং 10A হলে গৌণ কুন্ডলীতে বিভব ও প্রবাহের মান হবে যথাক্রমে 10V এবং 1A।

    1. Report
  8. Question:উদাহরণসহকারে তাড়িতচৌম্বক আবেশ ব্যাখ্যা কর। 

    Answer
    একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িচ্চালকশক্তি সৃষ্টি করতে পারে যা একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িপ্রবাহ চালাতে পারে। পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালকশক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টির এই ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে। যেমন, একটি কুন্ডলীর দুই প্রান্তকে একটি গ্যালভানোমিটারের সাথে যুক্ত করে ঐ কুন্ডলীর মধ্য দিয়ে একটি দন্ডচুম্বক দ্রুগতিতে প্রবেশ করালে গ্যালভানোমিটারে বিক্ষেপ তৈরি হবে। অর্থাৎ এখানে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়েছে।

    1. Report
  9. Question:যোগাযোগ যন্ত্র কাকে বলে? 

    Answer
    যেসব যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়, তাদেরকে যোগাযোগ যন্ত্র বলে। যেমন: বেতার, টেলিভিশন, মোবাইল ফোন প্রভৃতি।

    1. Report
  10. Question:কীভাবে টেলিফোন কাজ করে ব্যাখ্যা কর। 

    Answer
    আমরা যখন কথা বলি তখন টেলিফোনের মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেত রূপান্তরিত করে। এ সংকেত টেলিফোনের তার দিয়ে অপর টেলিফোনের ইয়ারপিসে যায়। ইয়ার পিসের স্পীকার তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করে, ফলে গ্রাহক বা শ্রোতা শব্দ শুনতে পান এবং কথার জবাব দেন। এ জবাব শ্রোতার টেলিফোন সেটের মাউথপিসের মাইক্রোফোনের সাহায্যে তড়িৎসংকেত পরিণত হয়ে প্রেরকের টেলিফোনে ফিরে আসে এবং প্রেরকের ইয়ারপিসের স্পীকারে শব্দে পরিণত হয়, প্রেরক তখন গ্রাহকের কথা শুনতে পায়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd