পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তড়িৎ জেনারেটর মূলনীতি ব্যাখ্যা কর। 

    Answer
    তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে। শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্ট চৌম্বকক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বক ক্ষেত্রের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। দুইটি বিপরীত চৌম্বক মেরুর মাঝে চৌম্বকক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে স্থাপিত তড়িৎবাহী তার উপরের দিকে বল অনুভব করে। এভাবে তড়িৎশক্তি হতে যান্ত্রিক শক্তি পাওয়া সম্ভব এবং এটিই হলো তড়িৎ মোটরের মূলনীতি।

    1. Report
  2. Question:জেনারেটর কয় প্রকার? 

    Answer
    জেনারেটর দুই প্রকার।

    1. Report
  3. Question:নিম্নধাপী ট্রান্সফর্মার কোথায় ব্যবহৃত হয়? 

    Answer
    নিম্নধাপী ট্রান্সফর্মারে ব্যবহার: 
    ১. টেপরেকর্ডার, ভি.সিিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান প্রভৃতি নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতিতে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।
    ২. বাসাবাড়িতে 220V বিভবের তড়িৎ প্রবাহ ব্যবহার করতে হয়। কিন্তু সরবরাহকৃত তড়িৎ প্রবাহের বিভব বেশি থাকার ফলে বাসাবাড়িতে সংযোগ নেওয়ার পূর্বে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়।

    1. Report
  4. Question:তড়িৎ মোটর কয় প্রকার? 

    Answer
    তড়িৎ মোটর দুই প্রকারের।

    1. Report
  5. Question:সলিনয়েডের ভিতর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় ব্যাখ্যা কর। 

    Answer
    সলিনয়েডেরর্ ভিতরে কোনো বিন্দুর ওপর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য দুইভাবে বৃদ্ধি করা যায়।
    ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করলে এর চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়।
    ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচের সংখ্যা বৃদ্ধি করলে চৌম্বক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়।

    1. Report
  6. Question:তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া কী? 

    Answer
    কোনো তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের দরুন এর আশপাশ জুড়ে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয়, ফলে সন্নিকটে রাখা লোহার খন্ড চুম্বকরূপে আচরণ করে এবং তড়িৎ উৎস বিহীন বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।

    1. Report
  7. Question:তাড়িতচুম্বক কাকে বলে? এই চুম্বক কী কী কাজে লাগে? 

    Answer
    কোনো সোজা তার বা কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের দরুন সন্নিকটস্থ সাধারণ লোহার টুকরা ‍চুম্বক হিসেবে আচরণ করে। যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে, ততক্ষণই লোহার টুকরাটি চুম্বক হিসেবে আচরণ করে । তড়িৎপ্রবাহের মাধ্যমে এভাবে তৈরি ক্ষণস্থায়ী চুম্বককে তাড়িত চুম্বক বলে। বৈদ্যুতিক ঘন্টা তৈরি, লোহা বা ইস্পাতের ভারী জিনিস উঠানামা করা বা আবর্জনা সরানোর ক্রেন তৈরিতে তাড়িতচুম্বক ব্যবহার করা হয়। চোখের ভিতর লোহা বা ইস্পাতের গুঁড়া ঢুকলে তা বের করার কাজে এই চুম্বক ব্যবহার করা হয়। এছাড়া টেলিফোনের ইয়ারপিস ও দরজার তাড়িত চৌম্বক তালায় তাড়িত চুম্বক ব্যবহার করা হয়।

    1. Report
  8. Question:জেনারেটর কাকে বলে? জেনারেটর দিয়ে কী কাজ করা হয়? 

    Answer
    যে তড়িৎযন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে। তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।
    জেনারেটর দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদন করা হয়। জেনারেটর দুই প্রকার। এসি জেনারেটর ও ডিসি জেনারেটর। সুতরাং প্রকারভেদে জেনারেটর হতে িএসি বা ডিসি বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

    1. Report
  9. Question:জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য কী? 

    Answer
    জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
    ১. জেনারেটরে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় পক্ষান্তরে তড়িৎ মোটরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়।
    ২. তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। তড়িতবাহী তারের উপর চুম্বকের প্রভাবের উপর ভিত্তি করে তড়িৎ মোটর তৈরি করা হয়।
    ৩. জেনারেটর প্রধানত ব্যবহার করা হয় তড়িৎ উৎপাদন কেন্দ্রে। অর্থাৎ জেনারেটরের ব্যবহার অতি সীমিত; পক্ষান্তরে তড়িৎ মোটর প্রায় সর্বত্র এবং বহুবিধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

    1. Report
  10. Question:স্টেপআপ ও স্টেপডাউন ট্রান্সফর্মার দ্বারা কী কাজ করা হয়? 

    Answer
    স্টেপআপ ট্রান্সফর্মার দিয়ে অল্প বিভবের অধিক তড়িৎপ্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করা হয়। অপরপক্ষে স্টেপডাউন ট্রান্সফর্মার দিয়ে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্ব বিভবের অধিক তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে। তড়িৎ উৎপাদন কেন্দ্রে বা পাওয়ারা স্টেশনে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয় িএবং বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয় এবং বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্পেডাউন ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd