Question:বেকরেল কাকে বলে?
Answer
তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার নাম বেকরেল।
Question:বেকরেল কাকে বলে?
তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার নাম বেকরেল।
Question:’গামা রশ্মি এক প্রাকর তাড়িৎচৌম্বক তরঙ্গ’- ব্যাখ্যা কর।
গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং ভরবিহীন। এই রশ্মি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎ হয় না। এর দ্রুতি আলোর সমান অর্থাৎ `3xx10^8ms^(-1)` দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এরূপে গামা রশ্মির বেশিরভাগ ধর্ম তাড়িৎচৌম্বক তরঙ্গরূপে সনাক্ত করা যায়।
Question:গামা রশ্মি কী?
গামা রশ্মি এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ এবং আধান নিরপেক্ষ রশ্মি।
Question:তেজস্ক্রিয়তা প্রকৃতি নিয়ন্ত্রিত বলতে কী বুঝ?
তেজস্ক্রিয় বিকিরণ স্বতঃস্ফূর্ত ঘটনা। এটি নিউক্লিয়াস থেকে নির্গত হয়। কখন কোন নিউক্লিয়াসের ভাঙ্গন ঘটবে তা কেউ বলতে পারে না। বাহ্যিক কোনো চাপ, তাপ, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র বা অন্য কোন ক্ষেত্র এই রশ্মি নির্গমন বন্ধ বা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে না। তাই একে প্রকৃতি নিয়ন্ত্রিত বলা হয়।
Question:তেজস্ক্রিয়তা কী ব্যাখ্যা কর।
যেসব মৌলের পারমাণবিক ভর ৮২ বা এর চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের তেজকস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার ফলে ভারী মৌলসমূহ ভেঙ্গে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়।
Question:আলফা ও বিটা কণার পার্থক্য ব্যাখ্যা কর।
আলফা ও বিটা কণার মধ্যে পার্থক্য নিম্নরূপ- ১. আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস, অপরদিকে বিটা রশ্মি হলো ঋণাত্মক ইলেকট্রনের প্রবাহ। ২. বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় বেশি। আলফা কণা বাতাস ভেদ করতে না পারলেও বিটা রশ্মি তা পারে। ৩. আলফা রশি।মর কণাসমূহকে মারাত্মক ক্ষতিকর ও বিপদজনক বিবেচনা করা হলেও বিটা কণাসমূহকে এরূপ বিবেচনা করা হয় না। ৪. আলফা কণষার ভর হাইড্রোজেন পরমাণুর চারগুণ এবং বিটা কণার ভর ইলেকট্রনের সমান। ৫. আলফা কণার আধান `+3.2xx10^(-19)C` এবং বিটা কণার আধান `-1.6xx10^(-19)C`। ৬. আলফা কণার বেগ আলোর বেগের শতকরা ১০ ভাগ, পক্ষান্তরে বিটা কণার বেগ আলোর দ্রুতির শতকরা ৫০ ভাগ তবে ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে।
Question:সমন্বিত বর্তনী কী?
সমন্বিত বর্তনী বা আইসি হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জহায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।
Question:ইন্টারনেট কাকে বলে? এর দ্বারা কী কী কাজ করা যায়?
ইন্টারনেট হলো অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা সংযুক্ত করেছে বিভিন্ন দেশের প্রায় ৪,০০,০০০ এর বেশি ছোট ছোট নেটওয়ার্ককে। ইন্টারনেটের মাধ্যমে আরা ওয়েব সাইট ব্রাউজিং করতে পারি, ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করতে পারি ও ভিডিও কনফারেন্সিং করতে পারি। আড্ডা দিতে পারি এবং গল্প গুজব করতে পারি, ট্রেন, বাস বা প্লেনের টিকিট বুকিং দিতে পারি এবং ইলেট্রনিক কমার্স বা ব্যবসা-বাণিজ্য, ই-ব্যাংকিং ও শপিং করতে পারি। ইলেকট্রনিকভাবে যেকোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে ও গ্রহণ করতে পারি। এছাড়া যেকোনো সময় অনলাইন লাইব্রেরির হাজার হাজার বই, জার্নাল ও ম্যাগাজিন ইত্যাদির সন্ধান পেতে পারি এবং প্রয়োজনে পাঠ করতে পারি অথবা ‘ডাউনলোড’ করে ছেপে বের করে নিতে পারি।
Question:ফ্যাক্স কীভাবে কাজ করে বর্ণনা কর।
আধুনিক ফ্যাক্স মেশিন হলো একটি উন্নত প্রযুক্তির তড়িৎ আলোকীয় মেশিন। এখানে ইলেকট্রনিক উপায়ে মূল ডকুমেন্টকে স্ক্যানিং করা হয়। এরপর স্ক্যানকৃত সংকেতকে গ্রহণ করে মোডেমের সাহায্যে ডিমডুলেট করে মূল ডকুমেন্টে পরিণত করে। একটি প্রিন্টার এই মূল ডকুমেন্টকে হুবহু ছেপে বের করে।
Question:আলফা কণা কী?
আলফা কণা হলো দুই একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস।