Question:কম্পিউটারের সি.পি.ইউ কী?
Answer
কম্পিউটারের যে অংশে তথ্য প্রক্রিয়াজাত করা হয় তাকে বলা হয় সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট।
Question:কম্পিউটারের সি.পি.ইউ কী?
কম্পিউটারের যে অংশে তথ্য প্রক্রিয়াজাত করা হয় তাকে বলা হয় সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট।
Question:কম্পিউটারের ইনপুট কাকে বলে?
কম্পিউটারের যে অংশে তথ্য গ্রহণ করে তাকে বলা হয় কম্পিউটারের ইনপুট বা গ্রহণমুখ।
Question:কম্পিউটারের আউটপুট কাকে বলে?
কম্পিউটারের যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় কম্পিউটারের আউটপুট।
Question:কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে?
যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার।
Question:কম্পিউটারের সফটওয়্যার কী?
সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা বলে দেয়।
Question:ইন্টারনেট কী?
ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরি।
Question:তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বোঝ?
যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে। উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো মৌলে ১০০টি তেজস্ক্রিয় পরমাণু আছে। এর অর্ধেক অর্থাৎ ৫০টি পরমাণুর ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।
Question:তেজস্ক্রিয়তার উপকারিতা বর্ণনা কর।
তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার রয়েছে চিকিৎসাবিজ্ঞানে, কৃষিক্ষেত্রে ও শিল্পকারখানাতে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ে তেজস্ক্রিয়তার ব্যবহার আজ বহুল প্রচলিত। এছাড়া বিভিন্ন রোগ যেমন কিডনির ব্লকেড, থাইরয়েডের সমস্যা নির্ণয়ে তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে।
Question:তেজস্ক্রিয়তার অপকারিতা বর্ণনা কর।
তেজস্ক্রিয়তার অপকাররিতাঃ তেজস্ক্রিয়তার অনেক উপকারে লাগলেও এ থেকে মারাত্মক বিপদও ঘটতে পারে। উচ্চ মাত্রার তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে নানা রকম সমস্যার সৃষ্টি করে। এই বিকিরণ থেকে মরণঘাতি ক্যান্সার হতে পারে। সুতরাং তেজস্ক্রিয়তা সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।
Question:ডায়োড ও ট্রায়োডের তুলনা কর।
সর্বপ্রথম আবিষ্কৃত ভ্যাকুয়াম টিউবে দুইটি ইলেকট্রোড ছিল বলে প্রকৃত ডায়োড বলা হয়। এটি আবিষ্কারের দুই বছর পর তিনটি ইলেকট্রোডযুক্ত যে ভ্যাকুয়াম টিউব আবিষ্কৃত হয় তাকে ট্রায়োড বলে। এতে অ্যানোড ও ক্যাথোড ছাড়া গ্রিড নামে তৃতীয় আরেকটি ইলেকট্রোড ছিল। ডায়োড শুধু রেকটিফায়ার হিসেব কাজ করলেও ট্রায়োড অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে।