Question:বরফ বিন্দু কী?
Answer
প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাই বরফ বিন্দু।
Question:বরফ বিন্দু কী?
প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাই বরফ বিন্দু।
Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা `JK^(-1)` এর অর্থ কী?
কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা `JK^(-1)` যা বুঝি তা নিম্নরূপ- (ক) বস্তুটির তাপমাত্রা 1K বাড়াতে 5000J তাপের প্রয়োজন। (খ) বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলের মান হবে `JK^(-1)`।
Question:ফারেনহাইট স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত?
ফারেনহােইট স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা `98.4^0F`
Question:উষ্ণতার পার্থক্যের ওপর তাপের প্রবাহ কীভাবে নির্ভর করে?
একটি বস্তু হতে অপর বস্তুতে তাপের প্রবাহ বস্তুদ্বয়ের তাপের পরিমাণের ওপর নয়, বরং বস্তুদ্বয়ের উষ্ণতার পার্থক্যের ওপর নির্ভর করে। এক্ষেত্রে বেশি উষ্ণতার বস্তু হতে নিম্নতর উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহিত হয়। এ প্রবাহের ফলে বস্তুদ্বয়ের উষ্ণতার ব্যবধান কমতে থাকে এবং এক সময় বস্তুদ্বয়ের উষ্ণতা সমান হয়ে গেলে তাপের প্রবাহ পুরোপুরি থেমে যায়।
Question:তাপ ধারণ ক্ষমতা কাকে বলে?
কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
Question:অবস্থার পরিবর্তন হওয়ার জন্য সুপ্ততাপের প্রয়োজন হয় কেন?
একটি বিশেষ অবস্থায় পদার্থের অণুগুলো নিয়মিতভাবে সাজানো থাকে। তাপ প্রয়োগে অণুগুলো নিজ নিজ অবস্থানে থেকে দ্রুত কাঁপতে থাকে ফলে গতিশক্তি বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু যখন পদার্থটি তার অবস্থার পরিবর্তন করতে শুরু করে তখন অণুগুলোর নিয়মিত ঝ্যামিতিক সজ্জা ভেঙ্গে ফেলতে শক্তির প্রয়োজন হয়। সুপ্ততাপই এই শক্তি সরবরাহ করে। তাই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সুপ্ততাপের প্রয়োজন।
Question:তাপের প্রবাহ কিসের ওপর নির্ভর করে?
তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপ বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে গমন করে।
Question:তরলের আপাত প্রসারণ ঋণাত্মক হতে পারে কি? কেন?
তরলে তাপ দিতে হলে পাত্রে রেখে দিতে হয়। এতে তরলের সাথে পাত্রেরও আয়তন প্রসারণ ঘটে। পাত্রের প্রসারণ বিবেচনা না করে আপাত দৃষ্টিতে তরলের যে প্রসারণ দেখা যায় তা আপাত প্রসারণ। একই তাপমাত্রা বৃদ্ধিতে যদি তরলের তুলনায় পাত্রের প্রসারণ বেশি হয় তবে মনে হয়ে তরলের আয়তন হ্রাস পেয়েছে। সুতরাং বলা যায় তরলের আপাত প্রসারণ ঋণাত্মক হতে পারে।
Question:এক কেলভিন কাকে বলে?
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273 ভাগকে এক কেলভিন বলে।
Question:তরলের প্রকৃত প্রসারণ সহগ এর সংজ্ঞা দাও।
`1m^3` আয়তনের কোনো তরল পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধি করা হলে প্রকৃত পক্ষে তরলের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ তরলের প্রকৃত প্রসারণ সহগ বলে।