পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে ২টি পার্থক্য লিখ। 

    Answer
    তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের পার্থক্য নিম্নরূপ: 
    ক) তাপ ধারণ ক্ষমতা: কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে।
    আপেক্ষিক তাপ: 1Kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ।
    খ) তাপ ধারণ ক্ষমতা: তাপধারণ ক্ষমতার একক `JK^(-1)`।
    আপেক্ষিক তাপ: আপেক্ষিক তাপের একক `Jkg^1K^(-1)`।

    1. Report
  2. Question:বাষ্পায়ন কী? 

    Answer
    যে কোনো উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতলে থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে।

    1. Report
  3. Question:তরলের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় কেন? 

    Answer
    তরল পদার্থকে কোনো না কোনো পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হয়। ফলে তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তরলের সাথে সাথে পাত্র প্রসারিত হয়। পাত্রের এ প্রসারণের ফলে তরলের প্রকৃত প্রসারণ সহজে বোঝায় যায় না। তাই তরলের প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয়।

    1. Report
  4. Question:পাানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 

    Answer
    পারিন ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273K।

    1. Report
  5. Question:বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে তুলনা কর। 

    Answer
    নিম্নে বাষ।পায়ন ও স্ফুটনের মধ্যে তুলনা করা হলো:
    (খ) যে কোনো তাপমাত্রায় তরলের মুক্ততল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তর হওয়াকে বাষ্পায়ন বলে এবং স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমস্ত স্তর হতে দ্রুত বাষ্পে রূপান্তরিত হওয়াকে স্ফুটন বলে।
    (খ) বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটে কিন্তু স্ফুটন কেবল নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ঘটে।
    (গ) বাষ্পায়ন তরলের উপরিতলে ঘটে কিন্তু স্ফুটন তরলের সর্বত্র ঘটে।

    1. Report
  6. Question:সুপ্ত তাপ কী? 

    Answer
    তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থ এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে সুপ্ততাপ বলে।

    1. Report
  7. Question:ক ও খ নামক দুটি পাত্রের সমপরিমাণ পানি আছে। ক পাত্রের পানির তাপমাত্রা খ পাত্রের চেয়ে কম হলে তাপের পরিমাণ কোন পাত্রে বেশি? 

    Answer
    আমরা জানি বস্তুতে তাপের পরিমাণ `Q = mSDeltatheta`
    যদি ভর ও উপাদান অপরিবর্তিত থাকে তবে `Q prop Deltatheta`
    সুতরাং যেহেতু ক পাত্রের পানির তাপমাত্রা খ পাত্রের চেয়ে কম, সেহেতু খ পাত্রের পানির তাপ বেশি।

    1. Report
  8. Question:এক ক্যালরি সমান কত জুল? 

    Answer
    এক ক্যালরি সমান 4.2 জুল।

    1. Report
  9. Question:পুরু কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটি ফেটে যায় কেন? 

    Answer
    পুরু কাচের গ্লাসের গরম পানি ঢালার ফলে ঐ গ্লাসের ভিতরের অংশ গরম পানির সংস্পর্শে প্রসারিত হয়, কিন্তু কাচ তাপের কুপরিবাহক বলে ঐ তাপ বাইরের অংশে সঞ্চারিত হতে পারে না। তাই ভিতরের অংশ প্রসারিত হলেও বাইরের অংশ প্রসারিত হতে পারে না এবং এতে প্রসারণ বলের জন্য কাচ ফেঁটে যায়।

    1. Report
  10. Question:তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী? 

    Answer
    তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd