পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যকার প্রয়োজনীয় সম্পর্কটি বের করো। 

    Answer
    কোনো পাত্রের কিছু তরল পদার্থ নিয়ে তাতে তাপ প্রয়োগ করলে পাত্রটি প্রথমে তাপ গ্রহণ করে এবং প্রসারিত হয়। তাপ প্রয়োগ অব্যাহত রাখলে তরল প্রাথমিক উচ্চতা ছাড়িয়ে উপরে ওঠে। এ অবস্থায় তরলের প্রসারণ মনে হবে তরলের প্রাথমিক উচ্চতার উপরের অংশটুকু। কিন্তু প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণের পর তরল যখন নিচে নামল সেই উচ্চতা থেকে তরলের প্রসারণের ফলে তৈরি হওয়া সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত। অর্থাৎ, তরলের প্রকৃত প্রসারণ `DeltaV_r`, তরলের আপাত প্রসারণ `DeltaV_a` এবং পাত্রের প্রসারণ `DeltaV_g` হলে, `DeltaV_r` = `DeltaV_a` + `DeltaV_g`

    1. Report
  2. Question:আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও। 

    Answer
    1kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

    1. Report
  3. Question:তাপ পরিমাপে আপেক্ষিক তাপ জানা গুরুত্বপূর্ণ কেন? 

    Answer
    আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য। তাই সমান ভরের বিভিন্ন বস্তুর একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্যে বিভিন্ন পরিমাণ তাপ দরকার। তাই কেবল কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ জানা থাকলেই ঐ বস্তুর নির্দিষ্ট পরিমাণের জন্যে নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করা সম্ভব।

    1. Report
  4. Question:আপেক্ষিক তাপের একক কীভাবে পাওয়া যায়? 

    Answer
    তাপের একককে ভরের একক এবং তাপমাত্রার একক দিয়ে ভাগ করলে আপেক্ষিক তাপের একক পাওয়া যায়।

    1. Report
  5. Question:পানির উচ্চ আপেক্ষিক তাপের সুবিধা ব্যাখ্যা কর। 

    Answer
    পানির আপেক্ষিক তাপ খুব বেশি হওয়ার কারণে স্থলভাগে বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রার পরিবর্তনের তুলনায় দ্বীপ অঞ্চলের তাপমাত্রার পরিবর্তন খুব কম হয়। একারণে শীত ও গ্রীষ্মের সময় মধ্য এশিয়ায় তাপমাত্রার পার্থক্য যত হয়, দ্বীপ অঞ্চলে পার্থক্য তার চেয়ে অনেক কম হয়।
    পানির উচ্চ আপেক্ষিক তাপের কারণে শীতলীকারক হিসেবে পানি বহুল ব্যবহৃত হয়।

    1. Report
  6. Question:সুপ্ত তাপ কাকে বলে? 

    Answer
    যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ততাপ বলে।

    1. Report
  7. Question:বরফ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না কেন ব্যাখ্যা কর। 

    Answer
    বরফে অণুগুলোর ম্যধকার প্রবল আকর্ষণের জন্য অণুগুলো নিয়মিতভাবে সাজানো থাকে, যখন বরফ পানিতে পরিণত হয় তখন অণুগুলোর জ্যামিতিক সজ্জা ভেঙে ফেলতে যে শক্তির প্রযোজন হয় তা সুপ্ততাপ সরবরাহ করে বলে পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয় না, তাই বরফ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না।

    1. Report
  8. Question:তাপ পরিবাহকত্বের মাত্রা লিখ। 

    Answer
    তাপ পরিবাহকত্বের মাত্রা হল `MLT^(-3)theta^(-1)`

    1. Report
  9. Question:খড়ের ছাদযুক্ত ঘর গরমকালে ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    খড় তাপের কুপরিবাহক, এছাড়া ছাদ খড়ের তৈরী হলে খড়ের মাঝে মাঝে অনেক ফাঁক থাকে যাতে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের পরিবাহক বলে গরমের দিনে বাইরের তাপমাত্রা বেশি হলেও ছাদের মধ্য দিয়ে তাপ ভিতরে আসতে পারে না বলে ঘর ঠান্ডা মনে হয়। আবার শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকলেও ভিতরের তাপ বাইরে যেতে পারে না বলে গরম মনে হয়।

    1. Report
  10. Question:পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। 

    Answer
    যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানির বরফ, পানি এবং জলীয় বাষ্প রূপে সহাবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd