Question:প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যকার প্রয়োজনীয় সম্পর্কটি বের করো।
Answer
কোনো পাত্রের কিছু তরল পদার্থ নিয়ে তাতে তাপ প্রয়োগ করলে পাত্রটি প্রথমে তাপ গ্রহণ করে এবং প্রসারিত হয়। তাপ প্রয়োগ অব্যাহত রাখলে তরল প্রাথমিক উচ্চতা ছাড়িয়ে উপরে ওঠে। এ অবস্থায় তরলের প্রসারণ মনে হবে তরলের প্রাথমিক উচ্চতার উপরের অংশটুকু। কিন্তু প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণের পর তরল যখন নিচে নামল সেই উচ্চতা থেকে তরলের প্রসারণের ফলে তৈরি হওয়া সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত। অর্থাৎ, তরলের প্রকৃত প্রসারণ `DeltaV_r`, তরলের আপাত প্রসারণ `DeltaV_a` এবং পাত্রের প্রসারণ `DeltaV_g` হলে, `DeltaV_r` = `DeltaV_a` + `DeltaV_g`