পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে? 

    Answer
    তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে।

    1. Report
  2. Question:পারিন মধ্যে শব্দ হলে বাইরে থেকে ভালোমত শোনা যায় না কেন? 

    Answer
    পানির মধ্যে শব্দ হলে ঐ শব্দ বাইরে থেকে ভালোমতো শোনা যায় না। কারণ দুটি মাধ্যমের ঘনন্তের পার্থক্য বেশি হলে একটি মাধ্যমের ভেতর দিয়ে সঞ্চালিত শব্দ অপর মাধ্যমে সহজে বিস্তার লাভ করতে পারে না। দুই মাধ্যমের বিভেদতলে বেশি ভাগ তরঙ্গ প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে যায় । বায়ুর তুলনায় পানির ঘনত্ব বেশি। তাই পানির মধ্যে মধ্যে শব্দ হলে ঐ শব্দ পানির বাইরে বাতাসে প্রায় শোনা যায় না।

    1. Report
  3. Question:শব্দ তরঙ্গ কী ধরণের তরঙ্গ? 

    Answer
    শব্দ তরঙ্গ একটি চলমান অনুদৈর্ঘ্য তরঙ্গ।

    1. Report
  4. Question:শব্দের তীক্ষ্মতা বলতে কী বোঝায়? 

    Answer
    সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে তীক্ষ্মতা বা পীচ বলে। তীক্ষ্মতা উৎসের কম্পাঙ্কের ওপর নির্ভর করে। কম্পাঙ্ক যত বেশি হয়, সুর যত চড়া হয় এবং তীক্ষ্মতা বা পীচ ততো বেশি হয়।

    1. Report
  5. Question:তরঙ্গ কত প্রকার? 

    Answer
    তরঙ্গ ২ প্রকার। অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ।

    1. Report
  6. Question:অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য আলোচনা কর। 

    Answer
    অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গের দিকের সাথে লম্বদিকে স্পন্দিত হয়। ফলে অনুপ্রস্থ তরঙ্গ মাধ্যমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে সঞ্চালিত হয়। একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ মিলে একটি তরঙ্গদৈর্ঘ্য গঠন করে।

    1. Report
  7. Question:বেতার তরঙ্গ কী ধরনের তরঙ্গ? 

    Answer
    বেতার তরঙ্গ এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ।

    1. Report
  8. Question:পর্যাবৃত্ত গতি বলতে কী বোঝ- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একটি দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন- ঘড়ির কঁাটা এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে একই বেগে অতিক্রম করে বলে এর গতি পর্যাবৃত্ত। একই কারণে, অল্প বিস্তারে সরল দোলকের গতি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে।

    1. Report
  9. Question:কম্পাঙ্কের মাত্রা লিখ। 

    Answer
    কম্পাঙ্কের মাত্রা `{f} = T^(-1)`

    1. Report
  10. Question:কম্পাঙ্ক ও পর্যায়কাল কীভাবে সম্পর্কিত- ব্যাখ্যা কর। 

    Answer
    কম্পাঙ্ক ও পর্যায়কালকে যথাক্রমে f ও T দিয়ে প্রকাশ করা হয়। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কম্পনশীল বস্তুর যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে।
    এখন, T সেকেন্ডে সম্পন্ন হয় 1টি কম্পন।
    সুতরাং, 1 সেকেন্ডে সম্পন্ন হয় 1/T টি কম্পন।
    কম্পাঙ্কের সংজ্ঞানুসারে f = 1/T
    অর্থাৎ, কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd