পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:চুল আঁচড়ালে চিরুনী কাগজের টুকরোকে আকর্ষণ করে কিন্তু চুল আঁচড়ানোর আগে আকর্ষণ করে না, কেন? 

    Answer
    প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। পরমাণুর প্রোটন ও নিউট্রন নিরপেক্ষ অবস্থায় সমান থাকে। প্রোটনের আধান ধনাত্মক ও ইলেকট্রনকে আধান ধনাত্মক ধরা হয়। আর নিউট্রনের আধান নিরপেক্ষ। তাই স্বাভাবিক অবস্থায় কোনো পদার্থের পরমাণুতে তড়িৎ ধর্ম প্রকাশ পায় না। চুল আঁচড়ালে চিরুণীর ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা তারতম্য দেখা দেয় ফলে এটি তড়িৎগ্রস্ত হয় এবং কাগজের টুকরোকে আকর্ষণ করে।
    কিন্তু চুল আঁচড়ানোর আগে চিরুনীটি তড়িৎ নিরপেক্ষ থাকে বলে এটি কাগজের টুকরাকে আকর্ষণ করে না।

    1. Report
  2. Question:বজ্রপাত কী? 

    Answer
    তড়িতাহিত মেঘে যদি তড়িতের পরিমাণ বেশি হয়, তাহলে তা তড়িৎক্ষণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। একে বজ্রপাত বলে।

    1. Report
  3. Question:টেপ্রোলবাহী ট্রাকের সাথে ধাতব তার ঝুলানো থাকে কেন? 

    Answer
    টেপ্রোলবাহী ট্রাক যখন রাস্তা দিয়ে চলে তখন পেট্রোল ট্যাংকের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। ট্যাংকের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে আধান সঞ্চিত হয়। যদি ট্যঅংকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দূর্গটনা ঘটতে পারে এবং পেট্রোলে আগুন ধরে যেতে পারে। কাজেই পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয়। তাই ট্যাংকের পিছনে শিকল লাগিয়ে এই তড়িৎ ভূমিতে চলে যাবার পথ তৈরি করা হয়।

    1. Report
  4. Question:পরমাণুর নিউক্লিয়াসে কয় ধরনের কণা থাকে? 

    Answer
    পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণা থাকে।

    1. Report
  5. Question:উলের পুলওভারের সাথে চিরুনী ঘষে নিলে সেটি দ্বারা চুল আচরানো কষ্টকর কেন? 

    Answer
    উলের পুলওভারের সাথে চিরুনী ঘষলে চিরুনি স্থির তড়িৎপ্রাপ্ত হয়। ঐ চিরুণি চুলে স্পর্শ করালে চিরুনি হতে চুলে স্থিরতড়িৎ চলে আসে, ফলে সমধর্মী আধানের কারণে চুলগুলো একটি অপরটি হতে দূরে সরে যায় বা বিকর্ষণ করে বলে ঐ চিরুনী দ্বারা চুল আচড়ানো কষ্টকর।

    1. Report
  6. Question:আবেশী আধান কাকে বলে? 

    Answer
    যে আধান কোনো অনাহিত পরিবাহীতে তড়িৎ আবেশের সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে।

    1. Report
  7. Question:একটি সরল ধারক তৈরি করা হয় কীভাবে? 

    Answer
    একটি সরল ধারক তৈরি করা হয় দুটি আন্তরিত ধাতব পাতকে পরস্পর সমান্তরালে রেখে। যখন একটি ব্যাটারিকে এর দুটি পাতের সাথে সংযুক্ত করা হয়, তখন ব্যাটারির ঋণাত্মক দন্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ধারকের অন্য পাত থেকে ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দন্ডে প্রবাহিত হয়, ফলে েঐ পাত ধনাত্মকভাবে আহিত হয়। পাতগুলোকে কত আধান জমা হবে তা ব্যাটারির ভোল্টেজের উপর নির্ভর করে।

    1. Report
  8. Question:পরমাণুর গঠনের ভিত্তিতে কোনো বস্তুর আহিত হওয়ার ঘটনা ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান থাকলে পরমাণু নিস্তড়িত অবস্থায় থাকে। কিন্তু যখন পরমাণুতে এদের সংখ্যা অসমান হয় তখন পরমাণু তড়িৎগ্রস্থ বা আহিত হয়। কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা যায়। এ অবস্থাকে বলা হয় ধনাত্মক আধানে আহিত হওয়া। আবার বহিঃস্থ ইলেকট্রন কোনো পরমাণুর সাথে যুক্ত হলে ঐ পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আকে বলে ঋণাত্মক আধানে আহিত হওয়া।

    1. Report
  9. Question:কোনো বস্তুকে ঘর্ষণ পদ্ধতিতে কীভাবে আহিত করা যায় বর্ণনা কর। 

    Answer
    স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণে থাকে। তবে প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। দুটি বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হয়, তখন যার ইলেকট্রন আসক্তি বেশি তা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপরটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানে আহিত হয়।

    1. Report
  10. Question:তিড়িৎ আবেশ কী? 

    Answer
    একটি আহিত বস্তুকে কোনো পরিবাহকের নিকট রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd