পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয়? 

    Answer
    স্বাভাবিক অবস্থায় প্রতিটি পদার্থে সমান সংখ্যক প্রোটিন ও ইলেকট্রন থাকে। এর কারণে পদার্থসমূহ তড়িৎনিরপেক্ষ। কিন্তকু দুটি বস্তু যখন পরস্পরের সাথে ঘষা হয় তখন বস্তুদ্বয়ের ইলেকট্রন আসক্তি সমান না হওয়ায় একটি বস্তু ইলেকট্রন হারাবে এবং অপরটি গ্রহণ করবে। ইলেকট্রন হারানো বা লাভ করার ফলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান না হওয়ায় ব্সতু স্থির তড়িৎ লাভ করে।

    1. Report
  2. Question:চার্জ কাকে বলে? 

    Answer
    পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বা চার্জ বলে।

    1. Report
  3. Question:আধানযুক্ত কণিকা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    পরমাণুতে বিদ্যমান বিভিন্ন মেওলিক কণিকার মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অন্যতম। এর মধ্যে নিউট্রন আধান বিহীন, প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক একই সংখ্যক ইলেকট্রন থাকে, ফলে প্রোটনসমূহের মোট ধনাত্মক আধান ইলেকট্রনসমূহের মোট ঋণাত্মক আধানের সমান হয়। তাই আধানযুক্ত কণিকা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ।

    1. Report
  4. Question:আধান কী? 

    Answer
    পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক বা মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান।

    1. Report
  5. Question:ধনাত্মক বিভব কী? 

    Answer
    ধনাত্মক আধানে আহিত পরিবাহের বিভবকে ধনাত্মক বিভব বলে।

    1. Report
  6. Question:তড়িৎ বল কাকে বলে? 

    Answer
    আধানসমূহ পরস্পরের ওপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ বল বলে।

    1. Report
  7. Question:তড়িক্ষেত্রের কোনো বিন্দুর তীব্রতা কীভাবে নির্ণয় করবে- ব্যাখ্যা কর। 

    Answer
    তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাই হলো ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা। সুতরাং সংজ্ঞানুসারে, তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর তীব্রতা নির্ণয়ে ঐ বিন্দুতে একক মানে আধান স্থাপন করে ঐ আধান দ্বারা অনুভূত বল পরিমাপ করতে হবে। অথবা ঐ বিন্দুতে যেকোনো মানের আধান স্থাপন করে অনুভূত বল এবং আধানের মানের অনুপাত নির্ণয় করতে হবে।

    1. Report
  8. Question:পরমাণু কখন তড়িতগ্রস্থ হয়? 

    Answer
    পরমাণুতে িইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান না হলে পরমাণু তড়িৎগ্রস্ত হয়।

    1. Report
  9. Question:তড়িৎ ক্ষেত্র বলতে কী বোঝ? 

    Answer
    কোনো বস্তুতে আধান থাকার ফলে এর আশেপাশে যে অঞ্চল জুড়ে ঐ আধানের প্রভাব বিদ্যমান থাকে তাকে তড়িৎক্ষেত্র বলে। তাত্ত্বিক ভাবে এটি অসীম পর্যন্ত বিস্তৃত হলেও ব্যবহারিকভাবে এটি অত্যন্ত সীমিত ক্ষেত্রফলের। তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে দ্বিতীয় কোনো আধান রাখলে এটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে।

    1. Report
  10. Question:পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হলে কী হয়? 

    Answer
    পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্য াসমান হলে পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd