হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
  1. Question: লেনদেন বলতে কি বোঝায়?

    A
    কোন লেনদেন বুঝায়

    B
    কোন পরিসম্পদ বুঝায়

    C
    আর্থের মাপকাঠিতে নিরুপনযোগ্য ঘটনা বুঝায়

    D
    কোন ঘটনা বুঝায়

    Note: লেনদেন সংজ্ঞায় আছে, লেনদেন বলতে আর্থ বা আর্থের মাপকাঠিতে পরিমাপযোগ ঘটনার দ্বারা যদি আর্থিক আবস্থার পরিবর্তন হওয়া বুঝায়।
    1. Report
  2. Question: লেনদেন বলতে-

    A
    কোন দেনা বুঝায়

    B
    কোন পরিসম্পদ বুঝায়

    C
    অর্থের মাপকাঠিতে পণযোগ্য কোন ঘটনা বুঝায়

    D
    কোণ ঘটনা বুঝায়

    Note: Not available
    1. Report
  3. Question: নামিক হিসাবের একটি উদাহরণ হচ্ছে-

    A
    খুচরা নগদান

    B
    ব্যাংক জমা

    C
    মূলধন

    D
    বিক্রয় ফেরত

    Note: নগদান হিসাবের উদ্ধৃত্ত নগদ টাকার পরিমাণ নির্দেশ করায় এটিকে সম্পত্তি হিসেবে ধরা হয়। খুচরা নগদান হল খুচরা ব্যয় নির্বাহের জন্য রাখা হিসাব বই। ফলে এটিও সম্পত্তিবাচক হিসাব (খ) ব্যাংক জমা বা ব্যাংক হিসাব কে ব্যক্তিবাচক হিসাবে গণ্য করা হয় (গ) মূলধন বলতে মালিক কর্তৃক কারবারে সরবরাহকৃত মূলধনকে বুঝায়। তাই একে ব্যক্তি বাচক হিসাব বলে গণ্য করা হয় (ঘ) বিক্রয ফেরত কে নামিক হিসাব বলে গণ্য করা হয় কারণ এর দ্বারা বিক্রয় আয়- হ্রাস পাওয়া বুঝায়। ক্রয়-বিক্রয় হিসাব ও লাভ-ক্ষতি হিসাবের সকল এন্ট্রি নামিক হিসাবের অন্তর্গত।
    1. Report
  4. Question: এ লিমিটেড ব্যাংক হতে 60,000 টাকার ঋণ গ্রহণ করল এবং দায় পরিশোধের জন্য একটি নোটে স্বাক্ষর করল। হিসাব সমীকরণের সংখ্যা কোন পরিবর্তনটি সংঘটিত হবে-

    A
    60,000 টাকার সম্পত্তি হ্রাস পাবে এবং স্টক হোল্ডারদের দাবী 60,000 টাকায় বৃদ্ধি পাবে

    B
    6,000 টাকার দায় বৃদ্ধি পাবে এবং 60,000 টাকার সম্পত্তি হ্রাস পাবে

    C
    সম্পত্তি ও স্টক হোল্ডারদের দাবী 60,000 টাকায় বৃদ্ধি পাবে

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: ‘এ’ লিমিটেড অফিসের জন্য 10,000 টাকার অতিরিক্ত উপকরণ ক্রয় করল এবং এর জন্য 30 দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য একটি নোটে স্বাক্ষর করল। হিসাব সমীকরণের সংখ্যায় কোন পরিবর্তনটি সংঘঠিত হবে?

    A
    উদ্বর্তপত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হবে না

    B
    সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যয় হ্রাস পাবে

    C
    সম্পত্তি ও দায় উভয়ই বৃদ্ধি পাবে

    D
    দায় বৃদ্ধি পাবে ও সম্পত্তি হ্রাস পাবে

    Note: উপকরণ ক্রয় করায় উপকরণ (সরঞ্জাম) নামক হিসাব ডেবিট করতে হবে। ফলে উপকরণ (সরঞ্জাম) নামক সম্পত্তি বৃদ্ধি পাবে। এবং উপকরণ ক্রয়ের মূল্য পরিশোধের জন্য নোটে স্বাক্ষর করায় দেয়/প্রদেয় নোট হিসাব ক্রেডিট করতে হবে। ফলে দেয়/প্রদেয় নোট নামক দায় বৃদ্ধি পাবে। অর্থাৎ লেনদেনটির জন্য সম্পদ ও দায় উভয়ই বৃদ্ধি পাবে।
    1. Report
  6. Question: ‘এ’ লি. কোন এক কর্মচারীর নিকট হতে প্রাপ্ত সেবার জন্য অপরিশোধিত মজুরী বাবদ 500 টাকা দায় স্বীকার করল। এর ফলে-

    A
    সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি পাবে

    B
    স্টক হোল্ডোরদের দাবী ও দায় বৃদ্ধি পাবে

    C
    দায় ও সম্পত্তি বৃদ্ধি পাবে

    D
    স্টক হোল্ডারদের দাবী হ্রাস ও দায় বৃদ্ধি পাবে

    Note: লেনদেনটির ফলে প্রাপ্ত সেবার জন্য মজুরী ব্যায় নামক ব্যায় বৃদ্ধি পাবে ফলে স্টক হোল্ডারদে দাবী হ্রাস পাবে এবঙ ব্যাংটি অপরিশোধিত থাকায় অপরিশোধত মজুরী বাবদ 500 টাকা দায় বৃদ্ধি পাবে।
    1. Report
  7. Question: আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো:

    A
    সংশ্লিষ্ট পকষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা

    B
    বৎসর শেশে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা

    C
    সকল তথ্যের লিপিবদ্ধকরণ

    D
    মুনাফা অর্জন

    Note: (ক) তথ্য ব্যবহারকারীদের জানানোর জন্য কারবার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে (খ) বৎসর শেষে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করা হয় কারবারের উন্নতি ও অবনতি (অবস্থা) জানার জ্য ও তথ্য ব্যবহারকারীদের জানানোর জন্য (গ) সকল তথ্যসমূহ লিপিবদ্ধ করা হয়। (ঘ) মুনাফা অর্জন হলো ব্যাবসায়ের মূখ্য উদ্দেশ্য।
    1. Report
  8. Question: সাধারণ ভাবে হিসাবের তিনটি উপাদান থাকে। এই গুলো হল-

    A
    দাতা, গ্রহীতা এবং টাকার অংক

    B
    দাতা, গ্রহীতা এবং বিবরণী

    C
    নাম, দাতা ও গ্রহীতা

    D
    তারিখ, বিবরণী ও টাকার অংক

    Note: Not available
    1. Report
  9. Question: নিম্নোক্ত লেনদেনগুলোর মধ্যে কোনটির কারণে সম্পত্তি ও মালিকানা উভয়ই বৃদ্ধি পায়-

    A
    1,00,000 টাকার জমি ক্রয় করা হল

    B
    50,000 টাকার ক্রীত মাল 60,000 টাকায় বিক্রয়

    C
    50,000 টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি ব্যবসার নামে হস্তান্তর করা হল

    D
    কোনটিই নয়

    Note: ‘ক’ এই লেনদেনটির দ্বারা সম্পত্তি (জমি) বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস (নগদ টাকা) হয়েছে (খ) এটির দ্বারা দুটি পরিবর্তন হয়েছে। (i) 50,000 টাকার সম্পদ (মজুদ মাল) কমেছে এবং ‘বিক্রীত পন্যের ব্যয়’ নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা স্বত্ত্ব হ্রাস পেয়েছে। (ii) 60,000 টাকায় বিক্রি করায় নগদ/দেনাদার নামক সম্পদ বৃদ্ধি ও বিক্রয় নামক আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা স্বত্ত্ব 60,000 টাকা বেড়েছে। (এটিতে অবিরত/নিত্য মজুদ পদ্ধতিতে পন্য হিসাবভুক্ত করা হয়েছে। ‘গ’ তে 50,000 টাকার ব্যক্তিগত গাড়ি ব্যবসায় হস্তান্তর করায় 50,000 টাকার ব্যক্তিগত গাড়ি ব্যবসায়ে হস্তান্তর করায় 50,000 টাকা সম্পদ (গাড়ি) বৃদ্ধি ও মালিকানা স্বত্ত্ব বেড়েছে।
    1. Report
  10. Question: বাকিতে কলকব্জা ক্রয়ের ফলে-

    A
    একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অন্য একটি সম্পত্তি হ্রাস পাবে

    B
    একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মূলধন বৃদ্ধি পাবে

    C
    একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং একটি দায় হ্রাস পাবে

    D
    একটি সম্পত্তি বৃদ্ধি পাবে এবং একটি দায় বৃদ্ধি পাবে

    Note: বাকীতে কলকব্জা ক্রয়ের জন্য জবেদা দাখিল হবে- কলকব্জা বা যন্ত্রপাতি হিসাব ডেবিট; পাওনাদার বা দেয় হিসাব ক্রেডিট কলকব্জা হল দায় সম্পর্কিত হিসাব। ফলে এর দ্বারা সম্পত্তি বৃদ্ধি পাবে এবং পাওনাদার বা দেয় হিসাব সম্পর্কে সম্পর্কিত হিসাব, এর দ্বারা কারবারের দায় বৃদ্ধি পাবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd