আর্থিক বিবরণী
 
  1. Question: আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য-

    A
    শুধুমত্র মুনাফার পমিাণ নির্ধারণ

    B
    আয় ও খরচ সম্পর্কে তথ্য সরবরাহ করা

    C
    একটি স্বত্ত্বার একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলীর ফলাফল দেখানো

    D
    একটি স্বত্ত্বার একটি নির্দিষ্ট সময়ের পরিচালিত কার্যাবলীর ফলাফল দেখানো

    E
    একটি স্বত্ত্বার নির্দিষ্ট সময়ের নগদ আয় ও নগদ খরচের তথ্য সরবরাহ

    Note: যে বিবরণীতে একটি নির্দিষ্ হিসাবকালের অর্জিত আয়সমূহ এবং সংঘটিত ব্যয়সমূহ উপস্থাপন করার মাধ্যমে নীট লাভ বা নীট ক্ষতি নিরূপণ করা হয়, তাকে আয়-ব্যয় বিবরণী বলে। অর্থাৎ এটিতে একটি ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলীর ফলাফল দেখানো হয়।
    1. Report
  2. Question: অগ্রিম প্রদত্ত খরচ একটি-

    A
    স্থায়ী সম্পত্তি

    B
    চলতি সম্পত্তি

    C
    স্পর্শনীয় সম্পত্তি

    D
    কাল্পনিক সম্পত্তি

    E
    অস্পর্শনীয় সম্পত্তি

    Note: অগ্রিম প্রদত্ত খরচকে চলতি সম্পত্তি হিসাবে ধরা হয়।
    1. Report
  3. Question: নিচের কোন বিবরণীটি LAS-1 অনুযায়ী আর্থিক বিবরনীর অংশ নয়?

    A
    উদ্বর্তপত্র

    B
    ইকইটি পরিবর্তনের বিবরণী

    C
    পরিচালকের রিপোর্ট

    D
    আর্থিক বিবরণীর নোটসমূহ

    E
    নগদ প্রবাহ বিবরণীর নোটসমূহ

    Note: নিচের কোন বিবরণীটি LAS-1 অনুযায়ী আর্থিক বিবরণীসমূহ হলো- i) সম্পত্তি ও দায়বিবরণী বা উদ্বর্তপত্র ii) আয় ও ব্যয় বিবরণী লাভ বা ক্ষতিসহ iii) মালিকানা সত্ত্ব পরিবর্তনের বিবরণী iv) নগদ প্রবাহ বিবরণী v) আর্থিক বিবরণীর কোনট সমূহ (পৃথকভাবে)
    1. Report
  4. Question: বিক্রেতার কাছে মূসক একটি-

    A
    আয়

    B
    ব্যয়

    C
    দায়

    D
    সম্পদ

    Note: Not available
    1. Report
  5. Question: একটি মোটরগাড়ি ৮,০০০ টাকায় কেনা হয়েছে যার মধ্যে ৩৬ টাকা পেট্রোল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ মূল্য ৮,০০০ টাকা মোটরগাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। লাভ-ক্ষতি হিসাব এবং উদ্বর্তপত্রে এর কী প্রবাব পড়েছে?

    A
    লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা

    B
    লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা

    C
    লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা

    D
    লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা

    E
    লাভে কোন প্রভাব পড়েনি কিন্তু স্থায় সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা

    Note: পেট্রোল খরচ ৩৬ টাকা লাভ-ক্ষতি হিসাবে ডেবিট না করায় ৩৬ টকা লাভ বৃদ্ধি পেয়েছে। অপর দিকে পেট্রোল খরচ ৩৬ টাকা সম্পত্তির (মোটরগাড়ি) ভিতর অন্তভূক্ত করায় উক্ত সম্পত্তি ৩৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
    1. Report
  6. Question: নিম্নলিখিত তথ্যসমূহ হতে মোট বিক্রয় ও নিট মুনাফা কত টাকা হবে তা নির্ণয় কর: বিক্রিত পণ্যের ব্যয় ৮৩,৯০০ টাকা, মোট মুনাফা ৭৯,৬০০ টাকা এবং পরিচালনা খরচ ৩৯,৫০০ টাকা।

    A
    ৫৪,৩০০ ও ৪৩,৮০০

    B
    ১২০,০০০ ও ৯০,০০০

    C
    ১৩৬,৫০০ ও ১৪২,০০০

    D
    ১৬৩,৫০০ ও ৪০,১০০

    E
    ১৬৩,৫০০ ও ১,২৪,০০০

    Note: Not available
    1. Report
  7. Question: একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়:

    A
    নগদ প্রবাহ বিবরনী

    B
    উদ্বর্তপত্র

    C
    মালিকানা স্বত্ব বিবরণী

    D
    লাভ-লোকসান হিসাব

    E
    ক্রয়-বিক্রয় হিসাব

    Note: একটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র একটি নির্দিষ্ট সময় বিন্দুতে উদ্বর্তপত্র তুলে ধরে। সুতরাং কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যাবে উদ্বর্তপত্র থেকে।
    1. Report
  8. Question: রাজস্ব বলতে কি বুঝায়?

    A
    নগদে অন্তঃপ্রবাহ

    B
    সম্পদের অন্তঃ প্রবাহ কিন্ত অপরিহার্য বাবে নগদানে নহে

    C
    সম্পদের অন্তপ্রবাহ

    D
    সম্পদের অন্তঃপ্রবাহ, কিন্ত অপহিার্যভাবে নগদানে

    E
    ক্রেতাদের পন্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদেরঅন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্যভাবে নগদান নহে

    Note: ব্যীক্ত বা প্রতিষ্ঠানের শ্রম সেবা কোন পণ্য প্রদানের বিনিময়ে যাহা উপার্জন করা হয় তাই আয় বা রাজস্ব। ইহা সবসময় নগদে নাও পাওয়া যেতে পারে।
    1. Report
  9. Question: যখন নীট ক্ষতি হয়, আয় বিবরণী-

    A
    ডেবিট এবং মূলধন ক্রেডিট

    B
    ক্রেডিট এবং মূলধন ডেবিট

    C
    ডেবিট এবং উত্তোলন ক্রেডিট

    D
    ক্রেডিট এবং অবন্টিত আয় ডেটিব

    E
    ক্রেডিট এবং উত্তোলন ক্রেডিট

    Note: নীট ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তরের সময় আয়-বিবরণী ক্রেডিট ও মূলধন হিসাব ডেবিট করতে হয়। কারণ নীট ক্ষতি মূললধনকে হ্রাস করে।
    1. Report
  10. Question: নিচের কোন চলতি দায় নয়?

    A
    প্রদেয় মজুরি

    B
    সল্পমেয়াদি ঋণ

    C
    প্রদেয় কর

    D
    প্রদেয় বন্ড

    E
    বিবিধ পাওনাদার

    Note: এখানে, প্রদেয় মজুরি, স্বল্পমেয়াদি ঋণ, প্রদেয় কর, বিবিধ পাওনাদার সবই চলতি দায়ের উদাহরণ। কিন্তু প্রদেয় বন্ড হলো দীর্ঘ মেয়াদী দায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd