আর্থিক বিবরণী
 
  1. Question: যদি কোন হিসাবকালের শেষ কর্মদিবসে কোন কর্মচারী ৩,০০০ টাকা অর্জন করে তবে সঠিক সমন্বয় দাখিয়া কি হবে?

    A
    খরচ ডে: এবং দায় ক্রে:

    B
    খরচ ডে: এবং সম্পদ ক্রে:

    C
    দায় ডে: এবং সম্পদ ক্রে:

    D
    দায় ডে: এবং খরচ ক্রে:

    Note: যদি কোন হিসাব কালের শেষ কর্ম দিবসে কোন কর্মচারী যে কোন পরিমাণ টাকা অর্জন করে তা ঐ দিনই সাধারণত পরিশোধ করা হয় না। এজন্য সমন্বয় জাবেদা হবে- খরচ হিসাব টু দায় হিসাব বা খরচ হিসাব ডেবিট টু বকেয়া- খরচ হিসাব।
    1. Report
  2. Question: প্রাথমিক খরচ কোন ধরনের সম্পত্তি?

    A
    চলতি সম্পত্তি

    B
    স্থায়ী সম্পত্তি

    C
    অলীক সম্পত্তি

    D
    অস্পর্শনীয় সম্পত্তি

    Note: কোনো কম্পানির প্রাথমিক খরচাবলী হলো অলীক সম্পত্তি। প্রাথমিক খরচ ছাড়াও অন্যান্য অলীক সম্পত্তি হলো, শেয়ার বা ‍ৃণপত্রের বাট্টা বা অবহার, লাভ-লোকসান হিসাবের ডেবিট উদ্রৃত্ত প্রভৃতি।
    1. Report
  3. Question: ম্যাসন স্ট্রীট রেকর্ডিং স্টুডিও এর আর্থিক বিবরণী নিরীক্ষা করে দেখা গেল মোট মালিকানা স্বত্বকে কম এবং দায়কে বেশি দেখানো হয়েছে। নিচের কোন ভুলটি এর কারণ হতে পারে?

    A
    অবচয় খরচের সমন্বয় জাবেদায় দুইবার লেখা হয়েছে

    B
    প্রদেয় নোটের সুদ খরচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি

    C
    আয় অর্জিত হয়েছে কিন্তু তার বিলকরা হয়নি

    D
    অগ্রিম প্রাপ্ত আয়ের অর্জিত অংশ হিসাবে দেখানো হয়নি

    Note: অগ্রিম প্রাপ্ত আয় অর্জিত হলে আয় বেশি বা মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। যদি এর সমন্বয় না হয় তবে এর ‍ভুলের জন্য মালিকানা স্বত্বক কম ও দায় বেশি দেখানো হয়।
    1. Report
  4. Question: ২০০৩ সালের ১লা এপ্রিল ব্যবসায়ের জন্য ১,০০০ টাকা ধার করা হল, সুদের হার ১১%। ২০০৩ সাল পর্যন্ত সুদ খরচ হয়-

    A
    ৫৫.০০ টাকা

    B
    ৭২.৫০ টাকা

    C
    ১১০.০০ টাকা

    D
    ৮২.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্নের কোনটি সম্পদ নয়?

    A
    দীর্ঘ মেয়াদী বিনিয়োগ

    B
    অবন্টিত মুনাফা

    C
    নগদ অর্থ

    D
    প্যাটেন্ট

    Note: প্রিশ্নটি উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর (ক) (গ) (ঘ) সবুগলোই সম্পদ। শুধুমাত্র (খ) অবন্টিত মুনাফা সম্পদ নয়।
    1. Report
  6. Question: নিম্নের কোনটি সম্পদ নয়?

    A
    দীর্ঘ মেয়াদী বিনিয়োগ

    B
    অবন্টিত মুনাফা

    C
    নগদ অর্থ

    D
    প্যাটেন্ট

    Note: প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলো (ক) (গ) (ঘ) সবগুলোই সম্পদ। শুধুমাত্র (খ) অবন্টিত মুনাফা সম্পদ নয়।
    1. Report
  7. Question: ডেবিট মানে-

    A
    সম্পদ হ্রাস

    B
    ব্যয় হ্রাস

    C
    আয় বৃদ্ধি

    D
    কোনটি ব্যয়

    Note: হিসাববিজ্ঞানের ব্যবহৃত বিভিন্ন পরিভাষায় একটি হল- ডেবিট’। ডেবিট দ্বারা সম্পত্তি বৃদ্ধি, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি, দায় হ্রাস, সুবিধা গ্রহণকারী প্রভৃতিকে বোঝায়।
    1. Report
  8. Question: কোনটি দায়?

    A
    বিলম্বিত ব্যয়

    B
    অনার্জিত আয়

    C
    আয় বৃদ্ধি

    D
    কোনটি নয়

    Note: প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর- (ক) বিলম্বিত ব্যয় হল প্রতিষ্ঠানের সম্পদ যর সুবিধা একাধিক হিসাবকালে পাওয়া যাবে। (গ) সম্ভাব্য সম্পদ এটা সম্পদ হিসেবে গণ্য হয়। কিন্তু হিসাবে লেখা হয় না। (খ) অনার্জিত আয় অর্থ- যে আয় এখনও অর্জিত হয় নাই কিন্তু উক্ত আয় বাবদ নগদ টাকা অগ্রীম পাওয়া গেছে। ফলে এর জন্য সংশ্লিষ্ট পক্ষের নিকট দায় বদ্ধতাকে বোঝায়।
    1. Report
  9. Question: সাধারণভাবে কোন সম্পত্তির অবচয় হয় না?

    A
    সুনাম

    B
    ট্রেডমার্ক

    C
    লাভ-ক্ষতি হিসাবের ডেবিট ব্যালেন্স

    D
    জমি (Land)

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) (খ) ও (ঘ) সব গুলোর জন্যই অবচয় ব্যয় ধরা হয়। কারণ- এসব অর্জনের জন্য মূলধন জাতীয় ব্যয় করা হয়ে থাকে। কিন্তু Option (গ) লাভ-ক্ষতি হিসাবের ডেবিট উদ্বৃত্তকে সাময়িক ভাবে সম্পদ হিসাবে গণ্য করা হলেও এর উপর কোন অবচয় ধরা হয় না। উহা উদ্বর্তপত্রে মালিকের মূলধন বৃদ্ধি করার জন্য যোগ করে দেখানো হয়।
    1. Report
  10. Question: কোনটি আর্থিক প্রতিবেদন?

    A
    রেওয়ামিল

    B
    জাবেদা

    C
    খতিয়ান

    D
    ক্রয়-বিক্রয় হিসাব

    Note: (ক) রেওয়ামিল হল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচািই করার জন্য প্রস্তুতকৃত তালিকা বা বিবরণী মাত্র। ফলে এটি কোন আর্থিক প্রতিবেদন নয়। Option (খ) খেতিয়ানও কোন প্রতিবেদনরে অন্তর্ভুক্ত নয়। কেননা, খতিয়ানে লেনদেন সমূহকে বিশ্লেষণ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। (ঘ) ক্রয়-বিক্রয় হিসাব তৈরি করা হয় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা (মোট লাভ বা মোট ক্ষতি) নির্ণয় করার জন্য। যা প্রতিবেদন হিসেবে কাজ করে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd