আর্থিক বিবরণী
 
  1. Question: একটি জমুদ পণ্যের ক্রয় মূল্য ১,২৫০ টাকা ও বাজার মূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুদ পণ্যে গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুদ পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফায় কি ধরনের প্রভাব পড়বে?

    A
    মুনাফা ১,২৫০ টাকা বাড়বে

    B
    মুনাফা ১,০০০ টাকা বাড়বে

    C
    মুনাফা ২৫০ টাকা বাড়বে

    D
    মুনাফা ১,০০০ টাকা কমবে

    E
    মুনাফা ১,২৫০ টাকা কমবে

    Note: Not available
    1. Report
  2. Question: মুলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়?

    A
    ক্রয়-বিক্রয় হিসাব

    B
    লাভ-লোকসান হিসাব

    C
    উদ্বত্তপত্রের দায় পার্শে

    D
    উদ্বৃত্তপত্রের সম্পত্তি পার্শে

    E
    ক এবং খ উভয়ই

    Note: মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তি অর্জিত হয়। আর সম্পত্তি উদ্বৃত্তপত্রে দেখানো হয়। অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে দেখানো হহয়।
    1. Report
  3. Question: নিচের কোন উক্তিটি সত্য নয়?

    A
    নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নগদের অন্তপ্রবাহ ও বহিপ্রবাহের সংক্ষিপ্তিসার তথ্য বর্ণনা করে

    B
    উদ্বৃত্ত পত্র একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের প্রতিবেদন দেয়

    C
    লাভ লোকসান হিসাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার আয়, ব্যয় এবং নীট মুনাফা অথবা নীঠ লোকসান বর্ণনা করে

    D
    মালিকানা স্বত্ব বিবরণী একটি নির্দিষ্ট সময়ের মধ্যার মালিকানা স্বত্বের পরিবর্তন বর্ণনা করে

    E
    উত্তোলন এবং বিনিয়োগ লাভ লোকসান হিসাবের অন্তর্ভুক্ত নয়

    Note: উদ্বর্তপত্র এটি নির্দিষ্ট সময় বিন্দুতে কারবারের আর্থিক অবস্থা সম্পদ, দায় দেনা ও মালিানা স্বত্বের প্রতিবেদন দেয়।
    1. Report
  4. Question: আগুনে বিনষ্ট মজুদ পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। বীমা কোম্পানি ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এ বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে?

    A
    ৪,০০০ টাকা

    B
    ১৪,০০০ টাকা

    C
    ১০,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    E
    ৬,০০০ টাকা

    Note: ১০,০০০ - ১০,০০০ x ৬০% = = ৪,০০০ টাকা
    1. Report
  5. Question: চলতি সম্পত্তি- ভিত্তিতে তাকিাভুক্তি করা হয়-

    A
    তারল্য

    B
    গুরুত্ব

    C
    স্থায়ীত্ব

    D
    অক্ষর

    Note: সাধারণত চলতি সম্পত্তিসমূহ চলতি দায় পরিশোধের জন্য ধরা হয়। আর এ চলতি সম্পত্তিসমূহ তারল্যের ভিত্তিতে হিসাবভুক্ত করা হয়ে থাকে।
    1. Report
  6. Question: নিচের হিসাব সমূহের কোনটি আয় বিবরণীতে কখনো খরচ হিসাবে দেকানো হয় না?

    A
    আয়কর খরচ

    B
    সুদ খরচ

    C
    অবচয় খরচ

    D
    লভ্যাংশ খরচ

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) আয়কর খরচ (খ) অবচয় খরচ সবগুলোই আয় বিবরণীতে দেখানো হয়। শুধুমাত্র (ঘ) লভ্যাংশ প্রদান খরচ আয় বিবরণীতে দেখানো হয় না।
    1. Report
  7. Question: কোনটি চলতি সম্পদ নয়?

    A
    স্বল্প মেয়াদী বিনিয়োগ

    B
    অগ্রপ্রদত্ত ভাড়া

    C
    প্রক্রিয়াধীন মালামাল

    D
    আসবাবপত্র

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে Option (ঘ) আসবাবপত্র হল কারবার/ ব্যবসায়ের স্থায়ী সম্পদ। কারণ দ্রব্যের আসবাবপত্র ক্রয় করা হলে তা দীর্ঘদিন যাবত ব্যবহার করা যায় এবং ক্রটি অর্জনের জন্য মূলধন জাতীয় ব্যয় হয়।
    1. Report
  8. Question: রহমান লিঃ বাকীতে ৫০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। এই লেনদেন কেবলমাত্র কোন আর্থিক বিবরণীকে প্রভাবিত করে?

    A
    কেবলমাত্র আয়বিবরণী

    B
    কেবলমাত্র উদ্বর্ত-পত্র

    C
    কেবলমাত্র আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী

    D
    কেবলমাত্র আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং উদ্বর্ত-পত্র

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাববিজ্ঞানের ধারণায় সুনাম হল-

    A
    ব্যবসায়ের ধারনায় সুনাম হল-

    B
    ব্যবসায়ের সুনাম

    C
    অতিরিক্ত মুনাফা আয়ের ক্ষমতা

    D
    বাজারে পরিচিত

    Note: হিসাববিজ্ঞানের ধারণায় সুনাম বলতে কারবারের অতিরিক্ত মুনাফা আয়ের ক্ষমতা বোঝানো হয়।
    1. Report
  10. Question: আর্থিক বিবরণীতে কয়টি বিবরণী অন্তর্ভুক্ত?

    A
    পাঁচ

    B
    চার

    C
    তিন

    D
    দুই

    Note: আর্থিক বিবরণীতে সাধারণত চারটি বিবরণী থাকে। যেমন- (i) ক্রয়-বিক্রয় হিসাব, (ii) লাভ লোকসান বিবরণী (iii) লাভ-ক্ষতি বন্টন বিবরণী (iv) উদ্বর্তপত্র।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd