আর্থিক বিবরণী
 
  1. Question: সাধারণত লাভ-ক্ষতি হিসাবে যে সকল হিসাবগুলি দেখানো হয়, সেগুলি হল?

    A
    সম্পত্তিবাচক হিসাব

    B
    ব্যক্তিবাচক হিসাব

    C
    অনার্জিত আয় হিসাব

    D
    নামিক হিসাব

    Note: সাধারণত অস্থায়ী বা আয়-ব্যয় বাচক বা নামিক হিসাবসমূহ নিয়ে লাভ-ক্ষতি হিসাব তৈরি করা হয়। কারবারের লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য। সুতরাং Option (ক) ও (খ) সম্পত্তি বাচক হিসাব এবং (ঘ) দায় বাচক সিব য লাভ-ক্ষতি হিসাবে দেখানো হয়না। শুধুমাত্র নামিক হিসাব বা আয় -ব্যয় বাচক হিসাব যা লাভ-ক্ষতি হিসাব দেখানো হয়।
    1. Report
  2. Question: যে আইটেমটি উদ্বর্তপত্রে দেখানো হয়-

    A
    পরিবহন ব্যয

    B
    অগ্রীম বীমা খরচ

    C
    প্রাপ্ত সুদ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: সম্ভাব্য দেনা লিপিবদ্ধ করা হয়-

    A
    লাভ-লোকসান হিসাবে

    B
    রেওয়ামিলে

    C
    স্থিতিপত্রে

    D
    কোনটিই নয়

    Note: হিসাবরক্ষণের রক্ষণশীলতা অনুসারে সম্ভাব্য দেনা দায় হিসাব দেখানো হয়। আর পূর্ণ প্রকাশকরণ নীতি অনুসারে উহাকে চূড়ান্ত হিসাবের নিচে টিকা বা গণনা আকারে দেখানো হয়। সুতরাং প্রশ্নটির Option (ক), (খ) ও (গ) কোনটিতেই সম্ভাব্য দেনা দেখানো হয় না।
    1. Report
  4. Question: গোপন সঞ্চিতি তহবিল তৈরি করা হয়-

    A
    মূলধন জাতীয় ব্যয় মুনাফা হিসাবে ডেবিট করে

    B
    সম্পদের উপর অতাধিক অবচয় ধার্য করে

    C
    সমাপনী পণ্যের মূল্য কম ধরে

    D
    ‍পূর্বোক্ত সব কটি

    Note: প্রশ্নটি প্রদত্ত গুলোর মূধন জাতীয় ব্যয় মুনাফঅ হিসাবে ডেবিট করে (খ) সম্পদের উপর অত্যাধিক অবচয় চার্জ করে (গ) সমাপনী পণ্যের মূল্য কম ধরে সবগুলোর সাহায্যেই গোপন সঞ্চিতির তহবিল তৈরি করা হয়।
    1. Report
  5. Question: কোনটি ঘটনা সাপেক্ষ দায়?

    A
    বৈদ্যুতিক লােইন সংস্থাপন ব্যয়

    B
    বিজ্ঞাপন

    C
    জমিনদার হিসাবে দায়

    D
    নিবদ্ধন প্রস্তুতকরণ বিশেষজ্ঞের পরিশ্রমিক

    Note: প্রশ্নটিতে প্রদত্ত Option গুলোর মধ্যে জমিনদার হিসেবে দায় হল ঘটনা সাপেক্ষে দায়।
    1. Report
  6. Question: একটি ফার্মের বিক্রয় ৯,০০,০০০ টাকা। মাল ক্রয় ৫,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,০০,০০০ টাকা। বৎসরান্তে মজুদ ১,৫০,০০০ টাকা। বহি: পরিবহন ২৫,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ১০,০০০ টাকা। মোট মুনাফা কত?

    A
    ৩,২৫,০০০ টাকা

    B
    ৩,৫০,০০০ টাকা

    C
    ৩,১৫,০০০ টাকা

    D
    ৩,৪০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি ঘটনা সাপেক্ষ দায়?

    A
    বৈদ্যুতিক লােইন সংস্থাপন ব্যয়

    B
    বিজ্ঞাপন

    C
    জমিনদার হিসাবে দায়

    D
    নিবদ্ধন প্রস্তুতকরণ বিশেষজ্ঞের পরিশ্রমিক

    Note: প্রশ্নটিতে প্রদত্ত Option গুলোর মধ্যে জমিনদার হিসেবে দায় হল ঘটনা সাপেক্ষে দায়।
    1. Report
  8. Question: মুনামের টাকা সমান ভাবে (৫০% করে) সঞ্চিতি তহবিল ও মেয়ার প্রিমিয়ামের সাথে সমন্বয় করতে বলা হলে তাহা কোন কোন হিসাবে প্রতিফলিত হবে?

    A
    শুধুমাত্র উদ্বর্তপত্রে

    B
    লাভ লোকসান হিসাব ও উদ্বর্তপত্রে

    C
    শুধুমাত্র লাভ লোকসান আবন্টনে

    D
    লাভ লোকসান আবন্টন হিসাব ও উদ্বর্তপত্রে

    Note: সুমানের টাকা সঞ্চিতি তহবিল ও শেয়ার প্রিমিয়ামের সাথে সমানভাবে অবলোপন করতে বলা হয়েছে। এখা, সঞ্চিতি তহবিল ও শেয়া প্রিমিয়াম এবং মুনাম উভয়ই উদ্বর্তপত্রের বিষয়। সুতরাং শুধুমাত্র উদ্বর্তপত্রে তাহা প্রতিফলিত হবে।
    1. Report
  9. Question: মূলধন জাতীয় লেনদেনসমূহ কোথায় অন্তভূক্তি হয়?

    A
    লাভ-লোকসান হিসেবে

    B
    ক্রয়-বিক্রয় হিসেবে

    C
    স্থিতিপত্রে

    D
    কোনটিই নয

    Note: মূধন জাতীয় লেনদেন সমূহের ফলে সম্পত্তি অথবা দায়ের প্রত্যক্ষ পরিবর্তন সাধিত হয়। তাই এগুলো উদ্বর্তপত্রে বা স্থিতিপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
    1. Report
  10. Question: সুনামের টাকা সমান ভাবে (৫০% করে) সঞ্চিতি তহবিল ও শেয়ার প্রিমিয়ামের সাথে সমন্বয় করতে বলা হলে তাহা কোন কোন হিসাবে প্রতিফলিত হবে?

    A
    শুধুমাত্র উদ্বর্তপত্রে

    B
    লাভ-লোকসান সিাব ও উদ্বর্তপত্রে

    C
    শুধুমাত্র লাভ-লোকসান আবন্টনে

    D
    লাভ-লোকসান আবন্টন হিসাব ও উদ্বর্তপত্রে

    Note: সুনামের টাকা সঞ্চিতি তহবিল ও শেয়ার প্রিমিয়ামের সাথে সমানভাবে অবলোপন করতে বলা হয়েছে। এখানে, সঞ্চিতি তহবিল ও শেয়ার প্রিমিয়াম এবং সুনাম উভয়ই উদ্বর্তপত্রের বিষয়। সুতরাং শুধুমাত্র উদ্বর্তপত্রে তাহা প্রতিফলিত হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd