আর্থিক বিবরণী
 
  1. Question: মূলধন জাতীয় লেনদেনসমূহ কোথায় অন্তর্ভুক্ত হয়?

    A
    লাভ-লোকসান হিসেবে

    B
    ক্রয়-বিক্রয় হিসেবে

    C
    স্থিতিপত্রে

    D
    কোনটিই নয়

    Note: মূলধন জাতীয় লেনদেন সমূহের ফলে সম্পত্তি অথবা দায়ের প্রত্যক্ষ পরিবর্তন সাধিত হয়। তাই এগুলো উদ্বর্তপত্রে বা স্তিতিপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
    1. Report
  2. Question: ৩১ ডিসেম্বর ২০০৭ তারিখে জয় কোম্পানীর পাওনাদার ২৫০০ টাকা, দেনাদার ৫০০০ টাকা, মূলধন ১০০০০ টাকা, নগদ ২০০০ টাকা, মজুদ পণ্য ৪০০০ টাকা, যন্ত্রপাতি ৪০০০ টাকা এবং অবন্টিত মুনাফা ২৫০০ টাকা ছিল। উক্ত তারিখে কোম্পানীর চলতি সম্পদের পরিমাণ-

    A
    ১১,০০০ টাকা

    B
    ১৫,০০০ টাকা

    C
    ১৪,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: ট্রেডমার্ক-

    A
    মুনাফা জাতীয় ব্যয়

    B
    মুনাফা জাতীয় আয়

    C
    মুলধন জাতীয় ব্যয়

    D
    মূলধন জাতীয় আয়

    Note: ট্রেডমার্ক হলো কোম্পানীর জন্য একধরনের সম্পদ, আর কোন সম্পদ অর্জনের জন্য করা হয় মূলধন জাতীয় ব্যয়। সুতরাং ট্রেডমার্ক মূলধন জাতীয় ব্যয়।
    1. Report
  4. Question: করপূর্ব আয়ের উপর ২০% হারে করপ্রদান করা হয়। করপ্রদানের পর নীট মুনাফা ৮০০০ টাকা হলে করের পরিমাণ-

    A
    ১,৬০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ৮০০ টাকা

    D
    ১,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০- টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, লাভ বিক্রয়ের ১০% হলে সমাপনী মজুদের পরিমাণ কত?

    A
    ৪,০০০ টাকা

    B
    ৬,০০০ টাকা

    C
    ৫,৫০০ টাকা

    D
    ৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়?

    A
    সুনাম

    B
    প্যাটেন্ট

    C
    কপিরাইট

    D
    আসবাবপত্র

    Note: যেসব সম্পত্তির কোন বাহ্যিক রূপ নেই অর্থাৎ যেসব সম্পত্তি স্পর্শ করা যায় না তাদেরকে অস্পর্শনীয় সম্পত্তি (Intangible Assets) বলা হয়। যেমন: সুনাম, টেড্রডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ব্রান্ড না, প্রাথমিক খরচ, শেয়ার ও ঋণপত্রের বাট্টা বা অবহার, গ্রন্থস্বত্ত্ব প্রভৃতি।
    1. Report
  7. Question: কোনটি উদ্বর্তপত্রের উদ্দেশ্য নয়-

    A
    মোট অগ্রিম খরচের পরিমাণ দেখানো

    B
    মোট দেনার পরিমাণ দেখানো

    C
    মূলধন ও তার প্রকৃতি দেখানো

    D
    আয় ও ব্যয় সম্পর্কে তথ্য প্রদান

    Note: সম্পত্তি, দায় ও মূলধন প্রদর্শিত হয় ঋদ্বর্ত-পত্রে। কিন্তু উদ্বর্তপত্রের মাধ্যমে আয়-ব্যয় সম্পর্কে কোনরূপ তথ্য পাওয়া যায় না। অর্থাৎ আয়- ব্যয় সম্পর্কে তথ্য প্রদান করা উদ্বর্তপত্রের উদ্দেশ্য নয়।
    1. Report
  8. Question: যন্ত্রপাতি অবচয় একটি-

    A
    নগদ লেনদেন

    B
    বহিঃলেনদেন

    C
    বাকী লেনদেন

    D
    আন্তঃলেনদেন

    Note: যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হয়, এর মোট ব্যয়কে আয়ষ্কালের মধ্যে বন্টন করা জন্য। এই লেনদেনের ফলে কোন বহিঃপ্রবাহ হয় না। সুতরাং এটি একটি আন্তঃলেনদেন।
    1. Report
  9. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে প্রযোজ্য সূত্র-

    A
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)

    B
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়+সমাপনী মজুদ)

    C
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়-সমাপনী মজুদ)

    D
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়+সমাপনী মজুদ)

    Note: মোট মুনাফা নির্ণয়ে সূত্রটি হলো, মোট মুনাফা - বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)। অথবা, বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়।
    1. Report
  10. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে প্রযোজ্য সূত্র-

    A
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)

    B
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়+সমাপনী মজুদ)

    C
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়-সমাপনী মজুদ)

    D
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়+সমাপনী মজুদ)

    Note: মোট মুনাফা নির্ণয়ে সূত্রটি হলো, মোট মুনাফা - বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)। অথবা, বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd