Question: প্রারম্ভিক মুলধন ১৬,৫০০ টাকা, সমাপনী মুলধন ১১,৩৫০ টাকা, সমাপনী মজুদ ৩০০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হলে ঐ সময়ে-
A
B
C
D
ক্ষতি হবে ১,৮৫০ টাকা
B
ক্ষতি হবে ১,৮৫০ টাকা
C
ক্ষতি হবে ৪,৮৫০ টাকা
D
ক্ষতি হবে ১,৯৫০ টাকা
Note: আমরা জানি, একতরফা হিসাবের ক্ষেত্রে প্রারম্ভিক মুলধন ও অতিরিক্ত মুলধনের সমষ্টি এবং সমাপনী মুলধন ও উত্তোলনের পার্খক্য নির্ণয় করে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয। যদি প্রারম্ভিক মূলধন ও অীতরিক্ত মূলধনের সমষ্টি বড় হয় তবে ক্ষতি হয়, আর সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি বড় হয় তবে লাভ হয়।
প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের সমষ্টি = ১৬,৫০০ টাকা যেহেতু অতিরিক্ত মূলধন দেয়া নাই।
আবার সমাপন মূলধন ও উত্তোলনের সমষ্টি = (১১,৩৫০ + ৩,৩০০) টাকা
= ১৪,৬৫০ টাকা
অতএব, ক্ষতি = (৬,৫০০ - ১৪,৬৫০) টাকা = ১,৮৫০ টাকা