একতরফা দাখিলা পদ্ধতি
 
  1. Question: প্রারম্ভিক মুলধন ১৬,৫০০ টাকা, সমাপনী মুলধন ১১,৩৫০ টাকা, সমাপনী মজুদ ৩০০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হলে ঐ সময়ে-

    A
    ক্ষতি হবে ১,৮৫০ টাকা

    B
    ক্ষতি হবে ১,৮৫০ টাকা

    C
    ক্ষতি হবে ৪,৮৫০ টাকা

    D
    ক্ষতি হবে ১,৯৫০ টাকা

    Note: আমরা জানি, একতরফা হিসাবের ক্ষেত্রে প্রারম্ভিক মুলধন ও অতিরিক্ত মুলধনের সমষ্টি এবং সমাপনী মুলধন ও উত্তোলনের পার্খক্য নির্ণয় করে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয। যদি প্রারম্ভিক মূলধন ও অীতরিক্ত মূলধনের সমষ্টি বড় হয় তবে ক্ষতি হয়, আর সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি বড় হয় তবে লাভ হয়। প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের সমষ্টি = ১৬,৫০০ টাকা যেহেতু অতিরিক্ত মূলধন দেয়া নাই। আবার সমাপন মূলধন ও উত্তোলনের সমষ্টি = (১১,৩৫০ + ৩,৩০০) টাকা = ১৪,৬৫০ টাকা অতএব, ক্ষতি = (৬,৫০০ - ১৪,৬৫০) টাকা = ১,৮৫০ টাকা
    1. Report
  2. Question: জনাব হাসান প্রত্যেক মাসর প্রথম দিনে মাসিক ১,০০০ দিনে মাসিক ১,০০০ টাকা করে তাঁর ব্যবসায় থেকে উত্তোলন করেন। বার্ষিক ৫% হারে এক বৎসরের সুদ কত?

    A
    ৩০০ টাকা

    B
    ৩২৫ টাকা

    C
    ৬০০ টাকা

    D
    ৩৩৫ টাকা

    Note: প্রত্যেক মাসের ১ম দিনে উত্তোলন কররে উত্তোলোনের সুদ নির্ণয়ের সহজ সূত্রটি হল- সূদ = মাসিক উত্তোলিত টাকা x হার x ৬.৫ = ১০০০ x .০৫ x ৬.৫ = ৩২৫ টাকা
    1. Report
  3. Question: অতিরিক্ত মুলধন ১,৬৫০ টাকা, উত্তোলন ১,২০০ টাকা, নীট ক্ষতি ৬২০ টাকা এবং সমাপনি মূলধন ২,৩০০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত?

    A
    ২৪৭০ টাকা

    B
    ২৩০০ টাকা

    C
    ১৮৫০ টাকা

    D
    ১২৩০ টাকা

    Note: প্রারম্ভক মূধন = সমাপনী মুলধন + উত্তোলন +নীট ক্ষতি - অতিরক্ত মুলধন = (২৩০০ + ১২০০ + ৬২০ - ১৬৫০) টাকা = ২৪৭০ টাকা
    1. Report
  4. Question: প্রারম্ভিক মুলধন ১৬,৫০০ টাকা, সমাপনী মুলধন ১১,৩৫০ টাকা, সমাপনী মজুদ ৩০০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হলে ঐ সময়ে-

    A
    ক্ষতি হবে ১,৮৫০ টাকা

    B
    ক্ষতি হবে ১,৮৫০ টাকা

    C
    ক্ষতি হবে ৪,৮৫০ টাকা

    D
    ক্ষতি হবে ১,৯৫০ টাকা

    Note: আমরা জানি, একতরফা হিসাবের ক্ষেত্রে প্রারম্ভিক মুলধন ও অতিরিক্ত মুলধনের সমষ্টি এবং সমাপনী মুলধন ও উত্তোলনের পার্খক্য নির্ণয় করে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয। যদি প্রারম্ভিক মূলধন ও অীতরিক্ত মূলধনের সমষ্টি বড় হয় তবে ক্ষতি হয়, আর সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি বড় হয় তবে লাভ হয়। প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের সমষ্টি = ১৬,৫০০ টাকা যেহেতু অতিরিক্ত মূলধন দেয়া নাই। আবার সমাপন মূলধন ও উত্তোলনের সমষ্টি = (১১,৩৫০ + ৩,৩০০) টাকা = ১৪,৬৫০ টাকা অতএব, ক্ষতি = (৬,৫০০ - ১৪,৬৫০) টাকা = ১,৮৫০ টাকা
    1. Report
  5. Question: একটি ব্যবসায়ে জমি ২০,০০০ টাকা, উত্তোলন ১,২০০ টাকা, নীট ক্ষতি ৬২০ টাকা এবং সমাপনী মুলধন ২,৩০০ টাকা কম হলে প্রারম্ভিক মূলধন কত?

    A
    ৩৫,০০০ টাকা

    B
    ২৫,০০০ টাকা

    C
    ৪৫,০০০ টাকা

    D
    ২৯,০০০ টাকা

    Note: মূলধন = সম্পত্তিসমূহ - দায়সমূহ = ২০,০০০ ১০,০০০ + ৫,০০০ - ৭,০০০ - ৩,০০০ = ২৫,০০০ টাকা।
    1. Report
  6. Question: প্রারম্ভিক মূলধন টাকা ৫৬,৫০০, সমাপনি মূধন টাকা ৫১,৩৫০ এবং উত্তোলন টাকা ৩,০০০ হলে-

    A
    ঐ বছরের ক্ষতি হয়েছিল ২,১৫০ টাকা

    B
    ঐ বছরের লাভ হয়েছিল ২,১৫০ টাকা

    C
    ঐ বছরের ক্ষতি হয়েছিল ৮,১৫০ টাকা

    D
    ঐ বছরের লাভ হয়েছিল ৮,১৫০ টাকা

    Note: এখানে, ক্ষতি = {৫৬,৫০০ - (৫১,৩৫০ + ৩,০০০)} = ২১৫০ টাকা। [কারণ, প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মুলধনের সমষ্টি সমাপনি মুলধন ও উত্তোলনের সমষ্টি অপেক্ষা বেশি হলে ক্ষতি হয়।]
    1. Report
  7. Question: প্রারম্ভিক মুলধন টাকা ৫০,০০০ অতিরিক্তমুলধন টাকা ১০,০০০ সমাপনী মূধন টাকা ৬০,০০০ মুনাফার পরিমাণ টাকা ১০,০০০ হলে, উত্তোলনের পরিমাণ হবে-

    A
    টাকা ০

    B
    টাকা ২০,০০০

    C
    টাকা ১০,০০০

    D
    কোনটিই নয়

    Note: এখানে, উত্তোলন = প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন + মুনাফা - সমাপনী মুলধন = ৫০,০০০ + ১০,০০০ + ১০,০০০ - ৬০,০০০ = ১০,০০০ টাকা।
    1. Report
  8. Question: একতরফা দাখিলা পদ্ধতিতে গত বছরের অপরিশোধিত দেনা-

    A
    সম্পত্তি হিসাবে

    B
    সমাপনী মূলধন নির্ণেয় অন্তর্ভুক্ত হবে

    C
    প্রারম্ভিক নির্ণয়ে অন্তর্বূক্ত হবে

    D
    বিবেচিত হবে না

    Note: একতরফা দাখিলা পদ্ধতিতে গত বছরের অপশোধিত দেনা প্রারম্ভিক মুলধন নির্ণয়ে অন্তর্ভূক্ত হবে। কারণ ইহা প্রারমি।ভক দায় হিসেবে গণ্য হয়।
    1. Report
  9. Question: এক মালিকানা কারবারের রেওয়ামিলে অবস্থিত আয়কর হিসাবকে ডেবিট করা হয়-

    A
    ক্রয়-বিক্রয় হিসাবে

    B
    লাভ-লোকসান হিসাবে

    C
    উত্তোলন হিসাবে

    D
    কোনটিই নয়

    Note: এক মালিকানা কারবার আয়কর ধরা হয সাধারণত মালিকের বার্ষিক আয়ের উপর। আর এ কর একমাত্র মালিককেই প্রদান করতে হয়, ব্যবসায়কে নয়। ফলে এটি মালিকের ব্যক্তিগত ব্যয়। মালিকের ব্যক্তি গত ব্যয় কারবার হতে পরিশোধ করলে মালিকের জন্য তা উত্তোলন বলে ধরা হয়। ফলে তার দ্বারা উত্তোলন হিসাবকে ডেবিট করে মালিকের জন্য তা উত্তোলন বলে ধরা হয়। ফলে তার দ্বারা উত্তোলন হিসাবকে ডেবিট করে মালিকের মূলধন থেকে বাদ দেওয়া হয়।
    1. Report
  10. Question: একটি ব্যবসায় সংশ্লিষ্ট উপাত্ত প্রদত্ত হলঃ নগদ ৩,০০০ টাকা, প্রদেয বিল ২,৫০০ টাকা, পাওনাদারবৃন্দ ৪,৫০০ টাকা, নীট আয় ৮,০০০ টাকা এবং বেতন খরচ ২,০০০ টাকা। উপরোক্ত উপাত্তের ভিত্তিতে ব্যবসায়টির মোট দায়ের পরিমাণ-

    A
    ৫,৫০০ টাকা

    B
    ৭,৫০০ টাকা

    C
    ৭,০০০ টাকা

    D
    ১৪,০০০ টাকা

    Note: উক্ত ব্যবসায়ের প্রদত্ত উপাত্ত হতে মোট দায়ের পরিমাণ, = (প্রদেয় বিল + পাওনাদারবৃন্দ) = (২,৫০০+৪,৫০০) = ৭,০০ টাকা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd