Question: ১ জানুয়ারি, ২০০০ তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কো্ম্পানি ২০০০ সালে নিট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলার অন্তর্বুক্ত হবে-
Aজমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ৬৩,০০০ টাকা
Bজমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ৭৫,০০০ টাকা
Cজমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ৭৫,০০০ টাকা
Dজমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা
Eজমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ১২,০০০ টাকা
Note: সমাপনী দাখিলার দ্বারা আয় সারাংশ হিসাবকে বন্ধ করে উক্ত হিসাবের জেরকে (ডেবিট জের বলতে নীট ক্ষতি এবং ক্রেডিট জের বলতে নীট লাভ বুঝায়) জমাকৃত মুনাফা হিসাবে স্থানান্তর করা হয়। নীট ক্ষতি হলে জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ও আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হয়। কারণ নীট ক্ষতি দ্বারা জমাকৃত মুনাফা হ্রাস পায়। অন্য দিকে নীট লাভ হলে জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ও আয় সারাংশ হিসাবকে ডেবিট করা হয়। কারণ নীট লাভ হলে জমাকৃত মুনাফা বৃদ্ধি পায়। প্রশ্নটিতে যেহেতু নীট ক্ষতি হয়েছে ১২,০০০ টাকা। ফলে ১২,০০০ টাকা দ্বারা জমাকৃত মুনাফা হিসাবকে ডেবিট ও আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করে জমাকৃত মুনাফা হ্রাস করতে হবে।