কার্যপত্র
 
  1. Question: যন্ত্রপাতি মেরামত ব্যয় ৪০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। সংশোধনী জাবেদা লিখন দেকাও যদি ভুলটি চূড়ান্ত হিসাব তৈরি পূর্বে আবিষ্কৃত হয়।

    A
    মেরামত হিসাব ডেঃ ৪০০/- যন্ত্রপাতি হিসাব ক্রেঃ ৪০০/-

    B
    যন্ত্রপাতি হিসাব ডেঃ ৪০০/- মেরামত হিসাব ক্রেঃ ৪০০/-

    C
    মেরামত হিসাব ডেঃ ৪০০/- অনিশ্চিত হিসাব ক্রেঃ ৪০০/-

    D
    অনিশ্চিত হিসাব ডেঃ ৪০০/- মেরামত হিসাব ক্রেঃ ৪০০/-

    E
    কোনটিই নয়

    Note: যন্ত্রপাতির মেরামত ব্যয় হল মুনাফা জাতীয় ব্যয়। এ ধরনের ব্যয়ের জন্য যন্ত্রাপতি হিসাব ডেবিট করতে হবে না। মেরামত হিসাবকে ডেবিট করতে হবে। অর্থঅৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিাসাবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ভুল করে- যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিসাবে লেখার ভুল হয়েছে। এখন সংশোধনীতে মেরামত হিসাবে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করলেই হয়।
    1. Report
  2. Question: বকেয়া খরচের সমন্বয় দাখিলা কি?

    A
    খরচ হিসাব ডেঃ টু বকেয়া খরচ হিসাব

    B
    বকেয়া খরচ হিসাব ডেঃ টু খরচ হিসাব

    C
    বকেয়া খরচ হিসাব ডেঃ টু হিসাব

    D
    বকেয়া খরচ হিসাব ডেঃ টু অনিশ্চিত হিসাব

    E
    কোনটিই নয়

    Note: বকেয়া খরচরে সমন্বয় দাখিলার কারণে খরচ বা ব্যয় বৃদ্ধি পায় এবং দায় (বকেয়া খরচ) বৃদ্ধি পায়। সুতরাং বকেয়া খরচের সমন্বয় দাখিলা হবে- খরচ হিসাব ডেঃ ‍টু বকেয়া খরচ হিসাব।
    1. Report
  3. Question: বকেয়া মজুরীর বিপরীতে দাখিলা কোনটি?

    A
    মজুরী হিসাব ডেঃ টু বকেয়া মজুরী হিসাব

    B
    বকেয়া মজুরী হিসাবে ডেঃ নগদান হিসাব

    C
    প্রদেয় মজুরী হিসাব ডেঃ টু বকেয়া মজুরী হিসাব

    D
    বকেয়া মজুরী হিসাব টু মজুরী হিসাব

    Note: পূর্ববর্তী হিসাবকালের সমন্বয় জাবেদা দাখিলার ঠিক বিপরীত যে জাবেদা দাখিলা পরবর্তী (নতুন) হিসাবকালের শুরুতে দেয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে। সুতরাং বকেয়া মজুরীর সমন্বয় দাখিলা হল- বকেয়া মজুরী হিসাব টু মজুরী হিসাব অতএব, এর বিপরীত দাখিলা হল বকেয়া মজুরী হিসাব ডেঃ টু মজুরী হিসাব ক্রেডিট।
    1. Report
  4. Question: উত্তোলন হিসাব কখন ক্রেডিট হয়?

    A
    ব্যবসায় থেকে নগদ টাকা উত্তোলন করলে

    B
    ব্যবসায় থেকে পণ্য এত্তালন করলে

    C
    ব্যবসায় থেকে উত্তোলিত নগদ টাকা নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিলে

    D
    সমাপনী দাখিলা প্রস্তুত করলে

    Note: ক, খ, ও গ সবগুলে দ্বারাই মালিক কর্তৃক উত্তোলন বুঝায়। ফলে এ ধরনের উত্তোলন কে কারবারের ব্যয় ধরে উত্তোলন হিসাব ডেবিট করতে হয়। আর উত্তোলন হিসাব (ব্যয়) নামিক হিসাবে অন্তর্গত, ফলে তাকে হিসাবকাল শেষ মালিকের মূধনের সাথে সমন্বয় করে মালিকের মূলধনের পরিমাণ হ্রাস করতে হয়। তাই মূলধন হিসাব ডেবিট ও উত্তোলন হিসাব ক্রেডিট করা হয়। সুতরাং শুধুমাত্র (ঘ) সমাপনী দাখিলা প্রদান কালে উত্তোলন হিসাবকে ক্রেডিট করতে হয়।
    1. Report
  5. Question: উত্তোলন হিসাব কখন ক্রেডিট হয়?

    A
    ব্যবসায় থেকে নগদ টাকা উত্তোলন করলে

    B
    ব্যবসায় থেকে পণ্য উত্তোলন করলে

    C
    ব্যবসায় থেকে উত্তোলিত নগদ টাকা নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিলে

    D
    সমাপনী দাখিলা প্রস্তুত করলে

    Note: (ক), (খ) ও (গ) সবগুলো দ্বারিই মালিক কর্তৃক উত্তোলন জুঝায়। ফলে এ ধরনের উত্তোলন হিসাব (ব্যয়) নামিক হিসাবে রঅন্তর্গত, ফলে াকে হিসাবকাল শেষে মালিতের মূলধনের সাথে সমন্বয় করে মালিকের মূলধনের পরিমাণ হ্রাস করতে হয়। তােই মূলধন হিসাব ডেবিট ও উত্তোলন হিসাব ক্রেডিট করা হয়। সুতরাং শুধুমাত্র (ঘ) সমাপনী দাখিলা প্রদান কালে উত্তোলন হিসাবকে ক্রেডিট করতে হয়।
    1. Report
  6. Question: সমাপনী জাবেদা কেন প্রস্তুত করা হয়?

    A
    আয়ের হিসাব বন্ধ করার জন্য

    B
    খরচের হিসাব বদ্ধ করার জন্য

    C
    লাভক্ষতি মূলধন হিসাবে স্থানান্তরের জন্য

    D
    উপরের সবকটি

    Note: সমন্বয়নীতি বা মিলকরণনীতি অনুযায়ী হিসাবকাল শেষে নামিক হিসাগুলো বন্ধ করার জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়। আয় হিসাব, খরচ হিসাব ও লাভ-ক্ষতি হিসাব সবকটিই নামিক হিসাবের উদাহরণ।
    1. Report
  7. Question: অর্জিত কমিশন হিসাবভুক্ত হয়নি। এর জন্য সমন্বয় জাবেদা হবে-

    A
    কমিশন হিঃ ডেঃ নগদা হিঃ ক্রেঃ

    B
    বকেয়া কমিশন হিঃ ডে নগদান হিঃ ক্রেঃ

    C
    প্রাপ্য কমিশন হিঃ ডেঃ কমিশন হিঃ ক্রে

    D
    নগদান হিঃ ডেঃ প্রাপ্য কমিশন হিঃ ক্রেঃ

    Note: অর্জিত কমিশন হিসাবভুুক্ত হয়নি। অর্থাৎ কমিশন অর্জিত হয়েছে কিন্ত তা বইতে লেখা হয় নাই এজন্য কমিশন নামক আয় বাড়বে ফলে আয় হিসাব (কমিশন হিসাব) ক্রেডিট হবে এবং যেহেতু এটা হিসাবভুক্ত হয় নাই বা প াওয়া যায় নাই। সেহেতু প্রাপ্য কমিশন ডেবিট হবে। সুতরাং জাবেদা হবে, প্রাপ্য কমিশন হিঃ ডেঃ টু কমিশন হিঃ।
    1. Report
  8. Question: প্রাপ্য সুদ ৭,০০০ টাকা, সঠিক সমন্বয় জাবেদা কোনটি?

    A
    নগদান হিসাব ডে: ৭,০০০ প্রাপ্য সুদ হি: ৭,০০০

    B
    সুদ হিসাব ডে: ৭,০০০ প্রাপ্য সুদ হি: ৭,০০০

    C
    প্রাপ্য সুদ:৭,০০০; সুদ হি: ৭,০০০

    D
    কোনটিই নয়

    Note: প্রাপ্য সুদ ৭,০০০ টাকা; লেনদেনটির ফলে সুদ নামক আয় বৃদ্ধি পায়। আর আয় বকেয়া বা প্রাপ্য থাকায় প্রাপ্য বা বকেয়া আয় বৃদ্ধি পায়। প্রাপ্য বা বকেয়া আয় সম্পদ হিসাবে গণ্য কারা হয়। আর সম্পদ হিসাব ডেবিট হয়। সুদ নামক আয় ক্রেডিট হয়। অর্থাৎ জাবেদা হবে- প্রাপ্য সুদ হিঃ ডেঃ ৭,০০০; টু সুদ হিঃ ক্রেঃ ৭,০০০/=
    1. Report
  9. Question: মনিহারী ক্রয় ৮০০ টাকা, প্রারম্ভিক উদ্বৃত্ত ১০০ টাকা, সমাপনী মনিহারী ১৮০ টাকা, ব্যবহৃত মনিহারী কত?

    A
    ৯০০ টাকা

    B
    ৭২০ টাকা

    C
    ৮০০ টাকা

    D
    ১০০ টাকা

    Note: জানা আছে, ব্যবহৃত মনিহারী = প্রারম্ভিক উদ্বৃত্ত + সমাপনীউদ্বৃত্ত = (1০০ + ৮০০ - ১৮০ = ৯০০ = ৭২০ টাকা।
    1. Report
  10. Question: যদি সমন্বয়ে ২,৫০০ টাকা বকেয়া বেতন খরচ লিপিবদ্ধ করার বাদ পড়ে যায় তা হলে-

    A
    খরচ কম দেখানো হয়

    B
    দায় কম দেখানো হয়

    C
    নীট আয় বেশি দেখানো হয়

    D
    সবগুলোই

    Note: বকেয়া বেতন লিপিবদ্ধ না হলে বেতন খরচ কম দেখানো হবে। খরচ কম দেখালে নীট আয় বেশি দেখানো হবে। অন্যদিকে বেতন বকেয়া একটি দায়, যেটি কম দেখানো হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd