Question: অগ্রীম বেতন দেওয়া হল ৫,০০০ টাকা। সমন্বয় দাখিলাটি কিভাবে লিখা হবে?
A
B
C
D
বেতন হিসাব dr. ৫,০০০ টাকা ও অগ্রীম হিসাব Cr. ৫,০০০ টাকা
B
অগ্রীম বেতন হিসাব dr. ৫,০০০ টাকা ও অগ্রীম বেতন হিসাব Cr. ৫,০০০ টাকা
C
বেতন হিসাব dr. ৫,০০০ টাকা ও নগদান হিসাব Cr. ৫,০০০ টাকা
D
উপরের কোনটিই নয়
Note: বেতন হল ব্যয়। আর অগ্রীম ব্যয় সমন্বয করা হল ব্যয়কে ডেবিট ও অগ্রীশ প্রদত্ত ব্যয়কে ক্রেডিট করা হয়। কারণ অগ্রীম ব্যয় যখন প্রদান করা হয়েছিল তখন অগ্রীম ব্যয় ডেটিব করা হয়েছিল। তােই সমন্বয় কালে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিট করে অগ্রীম বেতনকে ক্রেডিট করা হয়। সুতরাং বেতন ব্যয় হওয়ায়- অগ্রীম বেতনের সমন্বয় এন্ট্রি হবে- বেতন হিসাব ডেবিট, অগ্রীম বেতন হিসাব ক্রেডিট।