দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
  1. Question: সম্পত্তির ক্রয়মূল্য থেকে অবচয় সম্পত্তি বাদ দিলে নিচের কোনটি পাওয়া যায়?

    A
    ঐতিহাসিক মুল্য

    B
    পুস্তক মূল্য

    C
    বর্তমান মূল্য

    D
    বাজার মুল্য

    Note: Not available
    1. Report
  2. Question: একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। ১০% হারে ক্রমহ্রাস-মান জের পদ্ধতিতে অবচয় ধার্য করলে ২য় বছরে অবচয় খরচ কত টাকা হবে?

    A
    ৪,৫০০ টাকা

    B
    ৫,০০০ টাকা

    C
    ৬,০০০ টাকা

    D
    ৩,৫০০ টাকা

    Note: সাধারণ ক্যালকুলেটরের সাহায্যে ২য় বছরে অবচয়: = (৫০,০০০ - ১০%) x ৪,৫০০ টাকা।
    1. Report
  3. Question: অবচয় নির্ণয়ের ক্ষেত্রে নীচের কোনটিতে ক্ষয়ানুপাতিক পদ্ধতি ব্যবহার করা হয়?

    A
    দালান কোঠা

    B
    প্রস্থস্বত্ব

    C
    খনিজ সম্পদ

    D
    যন্ত্রপাতি

    Note: যে সকল সম্পত্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয তাকে ক্ষয়িষ্ণু সম্পত্তি বলে। যেমন- কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড ইত্যাদি। এ ধরেনর সম্পত্তির উপর ক্ষয়ানুাতিক পদ্ধতি অবচয় ধার্য করা হয়।
    1. Report
  4. Question: একটি কোম্পানী ১ জুলাই ২০০৮ তোরিখে ৪,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রপাতির প্রত্যাশিত ভগ্নাংশের মূল্য ১০,০০০ টাকা এবং প্রত্যাশিত আয়ুষ্কাল ৫ বছর। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর ক্রমযোজিত অবচয় হবে কত, যদি সরল রৈখিক অবচয় পদ্ধতি অনুসরণ করা হয় তবে?

    A
    ৮০,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ১,১৭,০০০ টাকা

    D
    ৭৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি নিরূপনের উৎপাদন নয়?

    A
    অবচয়যোচ্যমুল্য

    B
    ভগ্নাবশেষ মূল্য

    C
    সম্পত্তির আয়ুষ্কাল

    D
    সম্পত্তির বাজার মুল্য

    Note: Not available
    1. Report
  6. Question: সান কোম্পানির পুরাতন মেশিনটির বহি মূল্য টা: ৩৯,০০০ টাকা এবং উক্ত মেশিনটির বর্তমান বাজার মূল্য টা: ৩৫,০০০ টাকা। কোম্পানিটি পুরাতন মেশিন ও নগদ টাকা ১০,০০০ দিয়ে একটি নতুন মেশিন গ্রহণ করেছিল। নতুন মেশনটির মূল্য কত ধরা হবে?

    A
    ৩৯,০০০ টাকা

    B
    ৪৯,৯৯৯ টাকা

    C
    ৪৫,০০০ টাকা

    D
    ৪৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: একটি মেশিন ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল। মেশিনটির প্রত্যাশিত আয়ুষ্কাল ও ভগ্বাবশেষ মূল্য যথাক্রমে ৪ বছর ও টাকা ১০,০০০। অবচয় সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়। অবচয় এর শতকরা হার কত?

    A
    ১৫%

    B
    ২২.৫%

    C
    ৩৫%

    D
    ২৫%

    Note: Not available
    1. Report
  8. Question: একটি মেশিনের ক্রয়মূল্য টা: ৩,৬০,০০০ এবং ভগ্নাবশেষ মুল্য টা: ১২,০০০ এবং বার্ষিক অবচয় টা: ৬৯,৬০০ টাকা। মেশিনটির আযূষ্কাল কত?

    A
    ৪ বছর

    B
    ৫ বছর

    C
    ৬ বছর

    D
    ৭ বছর

    Note: Not available
    1. Report
  9. Question: অবচয় চার্জ বা হিসাবভুক্ত না করা হলে কি হবে?

    A
    আয়কর হ্রাস পাবে

    B
    মূলধন হ্রাস পাবে

    C
    মুনাফা হ্রাস পাবে

    D
    লভ্যাংশ হ্রাস পাবে

    Note: অবচয় খরচ হিসাবভুক্ত করা না হলে, ব্যয় কত দেখানো হবে। ফলে, মুনাফঅ বেশি দেখাবে, মুনাফা বেশি হলে, আয়কর বেশি দেখাবে, আর আয়কর বেশি দেকালে, লভ্যঅংশ হ্রাস পাবে।
    1. Report
  10. Question: কোন সম্পত্তির উপর অবচয় ধরতে হয় না-

    A
    চেয়ার টেবিল

    B
    যন্ত্রপাতি

    C
    ভূমি

    D
    জল-জাহাজ

    Note: সাধারণত ভূমির উপর অবচয় ধরা হয় না। কারণ ভূমির জীবন কাল অসীম।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd