Question: অবচয় নির্ণয়ের ক্ষেত্রে নীচের কোনটিতে ক্ষয়ানুপাতিক পদ্ধতি ব্যবহার করা হয়?
A
দালান কোঠা
B
প্রস্থস্বত্ব
C
খনিজ সম্পদ
D
যন্ত্রপাতি
Note: যে সকল সম্পত্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয তাকে ক্ষয়িষ্ণু সম্পত্তি বলে। যেমন- কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড ইত্যাদি। এ ধরেনর সম্পত্তির উপর ক্ষয়ানুাতিক পদ্ধতি অবচয় ধার্য করা হয়।
Question: একটি কোম্পানী ১ জুলাই ২০০৮ তোরিখে ৪,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রপাতির প্রত্যাশিত ভগ্নাংশের মূল্য ১০,০০০ টাকা এবং প্রত্যাশিত আয়ুষ্কাল ৫ বছর। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর ক্রমযোজিত অবচয় হবে কত, যদি সরল রৈখিক অবচয় পদ্ধতি অনুসরণ করা হয় তবে?
Question: সান কোম্পানির পুরাতন মেশিনটির বহি মূল্য টা: ৩৯,০০০ টাকা এবং উক্ত মেশিনটির বর্তমান বাজার মূল্য টা: ৩৫,০০০ টাকা। কোম্পানিটি পুরাতন মেশিন ও নগদ টাকা ১০,০০০ দিয়ে একটি নতুন মেশিন গ্রহণ করেছিল। নতুন মেশনটির মূল্য কত ধরা হবে?
Question: একটি মেশিন ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল। মেশিনটির প্রত্যাশিত আয়ুষ্কাল ও ভগ্বাবশেষ মূল্য যথাক্রমে ৪ বছর ও টাকা ১০,০০০। অবচয় সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়। অবচয় এর শতকরা হার কত?
Question: অবচয় চার্জ বা হিসাবভুক্ত না করা হলে কি হবে?
A
আয়কর হ্রাস পাবে
B
মূলধন হ্রাস পাবে
C
মুনাফা হ্রাস পাবে
D
লভ্যাংশ হ্রাস পাবে
Note: অবচয় খরচ হিসাবভুক্ত করা না হলে, ব্যয় কত দেখানো হবে। ফলে, মুনাফঅ বেশি দেখাবে, মুনাফা বেশি হলে, আয়কর বেশি দেখাবে, আর আয়কর বেশি দেকালে, লভ্যঅংশ হ্রাস পাবে।