দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
 
  1. Question: একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা, ভগ্নাবিশেষ মূল্য ১,০০০ টাকা এবং ৩য় বৎসরের রক্ষণাবেক্ষণ খরচ ২০০ টাকা হলে ১০% হারে ক্রমহাসমান পদ্ধতিতে মেশিনটির ৩য় বৎসরের অবচয় কত?

    A
    ২,৭১০ টাকা

    B
    ৮১০ টাকা

    C
    ৭২৯ টাকা

    D
    ৭৪৮.২০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: মেশিন ক্রয় ৫০,০০০ টাকা, পরিহবহন খরচ ২০০ টাকা, স্থাপন খরচ ২,০০০ টাকা, বার্ষিক লাইসেন্স ফি ১,০০০ টাকা, এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাক ডেবিট করতে হবে?

    A
    ৫৩,২০০ টাকা

    B
    ৫১,২০০ টাকা

    C
    ৫২,২০০ টাকা

    D
    ৫২,০০০ টাকা

    Note: কোন সম্পত্তিকে তার অর্জন বা কার্যপোযোগী পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টি দ্বারা ডেবিট করা হয। অতএব, এক্ষেত্রে মেশিনের মূল্য হবে = ক্রয়মূল্য + পরিবহন + স্থাপন খরচ = ৫০,০০০ + ২০০ + ২০০ = ৫২,২০০ টাকা
    1. Report
  3. Question: একটি যন্ত্র ১লা জানুয়ারী ২০০৪ তারিখে ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা, আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ধরা হয়েছিল। সরল-রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য্য করা হলে িএবং ২০০৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখ ঐ যন্ত্রটি ৮০,০০০ হাজার টাকায় বিক্রয় বিক্রয় করা হলে লাভ/ক্ষতির পরিমাণ হবে-

    A
    ১০,০০০ টাকা ক্ষতি

    B
    ১৫,০০০ টাকা লাভ

    C
    ২৫,০০০ টাকা লঅভ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: ১/১/২০০৮ তারিখে মিঃ ক ৬৫০০০০ + ২৫০০০ টাকায় একটি মেশিন ক্রয় করল। মেশিন স্থাপন খরচ বাবদ ২৫,০০০ টাকা ব্যয় হয়। ২০% অবচয় হিসাব করে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১০ সালে অবচয় কত হবে?

    A
    ৮৬,৪০০ টাকা

    B
    ৯৬,৪০০ টাকা

    C
    ১,০৮,০০০ টাকা

    D
    ১,০৮০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ১লা জানুয়ারি ২০১২ তারিখের স্থায়ী সম্পদ ছিল ৫৫,৭৫০ টাকা। ঐ বছর ১লা জুলাই ১৮,৫০০ টাকার স্থায়ী সম্পদ ক্রয় করা হ’ল। বাৎসরিক ১৫% অবচয় ধার্য করা হলে ঐ বছরের মোট অবচয়ের পরিমাণ-

    A
    ৮,৫৬২/৫০ টাকা

    B
    ১১,১৩৭.৫০ টাকা

    C
    ৯,৭৫০ টাকা

    D
    ৯,৯৫৫.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা, অবচয়ের হার ১০% (সরলরৈখিক), এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি কেনা হয়েছিল-

    A
    ২ বছর

    B
    ৬ বছর

    C
    ৪ বছর

    D
    ৫ বছর

    Note: সরল রৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির ১ বছরের অবচয় = ৩৫০০ x ১০% = ৩৫০ টাকা হলে ২১০০ টাকা অবচয় হয় (২১০০ ^:-^ ৩৫০) = ৬ বছর অথাৎ পুঞ্জিভূত অবচয় ২১ টাকা হলে ৬ বছর আগে আসবাবপত্রটি ক্রয় করা হয়েছিল।
    1. Report
  7. Question: একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা, অবচয়ের হার ১০% (সরলরৈখিক), এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি কেনা হয়েছিল-

    A
    ২ বছর

    B
    ৬ বছর

    C
    ৪ বছর

    D
    ৫ বছর

    Note: সরল রৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির ১ বছরের অবচয় = ৩৫০০ x ১০% = ৩৫০ টাকা হলে ২১০০ টাকা অবচয় হয় (২১০০ :- ৩৫০) = ৬ বছর অথাৎ পুঞ্জিভূত অবচয় ২১ টাকা হলে ৬ বছর আগে আসবাবপত্রটি ক্রয় করা হয়েছিল।
    1. Report
  8. Question: বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকার িএকটি মেশিনের এক মাসের অবচয়-

    A
    ১,২০০ টাকা

    B
    ১,০০০ টাকা

    C
    ১২,০০০ টাকা

    D
    ১২০ টাকা

    E
    ১০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: কয়েক বছর আগে ৩০,০০০ টাকায় একটি কম্পিউটার কেনা হয়, যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছল। বর্তমানে কম্পিউটারটির পুঞ্জিভূত অবচেয়ের পমিাণ ১৮,০০০ টাকা। কম্পিউটারটি কেনা হয়েছিল-

    A
    ৪ বছর আগে

    B
    ২ বছর আগে

    C
    ৩ বছর আগে

    D
    ১ বছর আগে

    E
    ৫ বছর আগে

    Note: Not available
    1. Report
  10. Question: কোন নীতির ফলে অবচয় ধার্য করা হয়?

    A
    সমন্বয়

    B
    রক্ষণশীলতা

    C
    চলমান প্রক্রিয়া

    D
    সত্বা

    E
    ব্যয়

    Note: চলমান প্রষ্ঠান ধারণার ফলে অবচয় ধার্য করা হয়। আর অবচয় হিসাবভুক্ত করা হয় মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুসারে। ধারাবাহিকতা নীতি অনুসারে প্রতিবছর অবচয় ধার্যের একই পদ্ধতি অনুসরণ করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd