Question: মেশিন ক্রয় ৫০,০০০ টাকা, পরিহবহন খরচ ২০০ টাকা, স্থাপন খরচ ২,০০০ টাকা, বার্ষিক লাইসেন্স ফি ১,০০০ টাকা, এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাক ডেবিট করতে হবে?
A
৫৩,২০০ টাকা
B
৫১,২০০ টাকা
C
৫২,২০০ টাকা
D
৫২,০০০ টাকা
Note: কোন সম্পত্তিকে তার অর্জন বা কার্যপোযোগী পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টি দ্বারা ডেবিট করা হয।
অতএব, এক্ষেত্রে মেশিনের মূল্য হবে
= ক্রয়মূল্য + পরিবহন + স্থাপন খরচ
= ৫০,০০০ + ২০০ + ২০০ = ৫২,২০০ টাকা
Question: একটি যন্ত্র ১লা জানুয়ারী ২০০৪ তারিখে ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা, আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ধরা হয়েছিল। সরল-রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য্য করা হলে িএবং ২০০৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখ ঐ যন্ত্রটি ৮০,০০০ হাজার টাকায় বিক্রয় বিক্রয় করা হলে লাভ/ক্ষতির পরিমাণ হবে-
Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ১লা জানুয়ারি ২০১২ তারিখের স্থায়ী সম্পদ ছিল ৫৫,৭৫০ টাকা। ঐ বছর ১লা জুলাই ১৮,৫০০ টাকার স্থায়ী সম্পদ ক্রয় করা হ’ল। বাৎসরিক ১৫% অবচয় ধার্য করা হলে ঐ বছরের মোট অবচয়ের পরিমাণ-
Question: একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা, অবচয়ের হার ১০% (সরলরৈখিক), এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি কেনা হয়েছিল-
A
২ বছর
B
৬ বছর
C
৪ বছর
D
৫ বছর
Note: সরল রৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির ১ বছরের অবচয় = ৩৫০০ x ১০% = ৩৫০ টাকা হলে ২১০০ টাকা অবচয় হয় (২১০০ ^:-^ ৩৫০) = ৬ বছর অথাৎ পুঞ্জিভূত অবচয় ২১ টাকা হলে ৬ বছর আগে আসবাবপত্রটি ক্রয় করা হয়েছিল।
Question: একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা, অবচয়ের হার ১০% (সরলরৈখিক), এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি কেনা হয়েছিল-
A
২ বছর
B
৬ বছর
C
৪ বছর
D
৫ বছর
Note: সরল রৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির ১ বছরের অবচয় = ৩৫০০ x ১০% = ৩৫০ টাকা হলে ২১০০ টাকা অবচয় হয় (২১০০ :- ৩৫০) = ৬ বছর অথাৎ পুঞ্জিভূত অবচয় ২১ টাকা হলে ৬ বছর আগে আসবাবপত্রটি ক্রয় করা হয়েছিল।
Question: কয়েক বছর আগে ৩০,০০০ টাকায় একটি কম্পিউটার কেনা হয়, যার আয়ুষ্কাল ধরা হয় ৫ বছল। বর্তমানে কম্পিউটারটির পুঞ্জিভূত অবচেয়ের পমিাণ ১৮,০০০ টাকা। কম্পিউটারটি কেনা হয়েছিল-
Note: চলমান প্রষ্ঠান ধারণার ফলে অবচয় ধার্য করা হয়। আর অবচয় হিসাবভুক্ত করা হয় মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুসারে। ধারাবাহিকতা নীতি অনুসারে প্রতিবছর অবচয় ধার্যের একই পদ্ধতি অনুসরণ করা হয়।