দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
 
  1. Question: একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ১০,০০০ টাকা, এর আয়ুষ্কাল ১০ বছর, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৪র্থ বছরের উক্ত যন্ত্রপাতির অবচয় কত?

    A
    ২,৫০০ টাকা

    B
    ১,০০০ টাকা

    C
    ৫২৯ টাকা

    D
    ৭৫৯ টাকা

    E
    ১০২৪ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: বার্ষিক ১০% অবচয় হারে ২৫,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের পুঞ্জিভূত অবচয় ১৫,০০০ টাকা। মেশিনটি ক্রয় করা হয়-

    A
    ১ বছর আগে

    B
    ৩ বছর আগে

    C
    ৫ বছর আগে

    D
    ৭ বছর আগে

    E
    ৬ বছর আগে

    Note: বার্সিক ১০% হারে ২৫,০০০ টাকার মেশিনের বার্ষিক অবচয় ২৫০০ টাকা (২৫০০০x১০%)। .: পুঞ্চিভূত অবচয় ১৫,০০০ টাকা হতে সময় লাগে ৬ বছর (১৫০০ -: ২৫০০) সুতরাং মেশিনটি ৬ বছর আগে ক্রয় করা হয়।
    1. Report
  3. Question: কোন অবচয় পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় রোপন করা হয় না?

    A
    সরল রৈখিক

    B
    ক্রমহ্রাসমান জের

    C
    উৎপাদন একক

    D
    বর্ষ সংখ্যার যোগফল

    E
    দ্রুত পুনরুদ্ধার

    Note: Not available
    1. Report
  4. Question: একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২৫% হারে অবচয় ধার্য্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট ক্রয়মূল্য কত হবে?

    A
    ১,৬০,০০০ টাকা

    B
    ২,৪০,০০০ টাকা

    C
    ১,৮০,০০০ টাকা

    D
    ১,৭০,০০০ টাকা

    E
    অন্যকোন সংখ্যা

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্নের কোনটি তরল সম্পদ নয়?

    A
    ব্যাংকে চলতি হিসাবে নগদ জের

    B
    হাতে নগদ

    C
    বিক্রয়যোগ্য জামানত

    D
    মজুদ পণ্য

    E
    Trade Receivables

    Note: মজুদ পণ্য তরল সম্পদ নয়।
    1. Report
  6. Question: আর্থিক ফলাফল নির্ণয়ের বিবেচিত হয় না কোনটি?

    A
    অবচয়

    B
    ভাড়া ব্যয়

    C
    বিক্রয় রাজস্ব

    D
    দালান সম্প্রসারণ ব্যয়

    E
    কছাচামালের আমদানি শুল্ক

    Note: আর্থিক ফলাফল নির্ণয়ে দালান কোটার সম্প্রসারণ ব্যয় বিবেচিত হয় না।
    1. Report
  7. Question: একটি মেশিন ৪০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছে। ব্যবহারযোগ্য সময়ের শেষে মেশিনটির অবশিষ্ট মূল্য ক্রয়মূল্যের ১০% নির্ধারণ করা হয়েছে। সরল রৈখিক পদ্ধতিতে মাসিক অবচয় ৭৫০০ টাকা লিপিবদ্ধ করা হয়েছে। বার্ষিক অবচয় হার কত?

    A
    ২২.৫%

    B
    ২৫%

    C
    ২০%

    D
    ১০%

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনট ত্বরান্বিত অবচয় পদ্ধতি নয়?

    A
    সরলরৈখিক পদ্ধতি

    B
    ক্রমহ্রাসমান জের পদ্ধতি

    C
    দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি

    D
    উৎপাদন হার অবচয় পদধতি

    Note: এখানে, প্রদত্ত Option গুলোর মধ্যে উৎপাদন হার অবচয় পদ্ধতি ত্বরান্বিত অবচয় পদ্ধতি হিসেবে গণ্য হয় না।
    1. Report
  9. Question: পুঞ্জিভূত অবচয়-

    A
    প্লান্ট সম্পত্তির ব্যয় অবসান দেখাতে ব্যবহার করা হয়

    B
    একটি খরচ হিসাব

    C
    প্রাকৃতিক সম্পত্তির ব্যয় অবসান দেখাতে ব্যবহার করা হয়

    D
    অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় অবসান দেখাতে ব্যবহার করা হয়

    Note: প্রতিবছল স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টনের উদ্দেশ্যে নীঠ লাভ হতে একটি অংশ (অবচয় ব্রয়) বাদ দিয়ে দেখানো হয়। একে পুঞ্জিভূত অবচয় বলা হয়।
    1. Report
  10. Question: অবচয় কোন ধরনের সম্পত্তিতে ধরা হয় না?

    A
    অলীক সম্পত্তি

    B
    অস্পর্শনীয় সম্পত্তি

    C
    স্থায়ী সম্পত্তি

    D
    চলতি সম্পত্তি

    Note: সাধারণ স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd