প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: যখন একটি বিল জনাব আলী ব্যাংকে বাট্টাকৃত করল, তখন ব্যাংক কি দাখিলা প্রদান করে?

    A
    প্রাপ্য বিল ডেবিট, বাট্টা ডেবিট; জনাব আলী ক্রেডিট

    B
    জনাব আলী ডেবিট; প্রদেয় বিল ক্রেডিট, বাট্টা ক্রেডিট

    C
    বাট্টাকৃত বিল ডেবিট; জনাব আলী ক্রেডিট, বাট্টা্ ক্রেডিট

    D
    বাট্টাকৃত বিল ডেবিট, বাট্টা ডেবিট; জনাব আলী ক্রেডিট

    E
    জনাব আলী ডেবিট, বাট্টা ডেবিট; বাট্টাকৃত বিল ক্রেডিট

    Note: Not available
    1. Report
  2. Question: একটি জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবে ৩,০০০ টাকা ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরাতন কু-ঋণ সঞ্চিতি ২,৯২৫ টাকা, কু-ঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারের উপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক অংক টাকায় ছিল?

    A
    ৪৬,০৭৫

    B
    ৪৮,৫০০

    C
    ৫৫,০০

    D
    ৪৮,০০০ টাকা

    E
    ৫২,০০০ টাকা

    Note: কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি সমন্বয় সাধনের পর যে (ডেবিট) ব্যালেন্স পাওয়া যায় তা লাভ-ক্ষতি হিসাবে দেখানো হয় এবং যার জন্য জাবেদা হল-কু-ঋণ হিসাবকে ক্রেডিট প্রম্ন মতে, কু-ঋন + নতুন কু-ঋণ সঞ্চিতি = x অতএব, ৩৫০০ + x - ২,৯২৫ = ৩,০০০ = x = ৩,০০০ + ২,৯২৫ - ৩,৫০০ অর্থাৎ নতুন কু-ঋণ সঞ্চিতি = ২,৪২৫ টাকা। যেহেতু, সমাপনী দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি = ২,৪২৫ সমাপনী দেনাদার ৪৮,৫০০ টাকা হলে, প্রারম্ভিক দেনাদার = (৪৮,৫০০ + ৩,৫০০) টাকা। প্রারম্ভিক দেনাদার সমাপনী দেনাদরা + কু-ঋণ = ৫২,০০০ টাকা।
    1. Report
  3. Question: দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০ টাকা। এ বছর আরও ১৫,০০০ টাকা অবচয় সঞ্চিতি ধরা হল। একজন দেনাদার থেকে ১৩,০০০০ টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় হবে-

    A
    ৮,০০০ ক্রেডিট

    B
    ১২,০০০ ক্রেডিট

    C
    ১৮,০০০ ক্রেডিট

    D
    ৩৮,০০০ ক্রেডিট

    E
    ২৮,০০০ ক্রেডিট

    Note: এ সমস্যাটির সমাধানের জন্য দেনাদার সঞ্চিতি/অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ানটি কল্পনা করলে সহজেই সম্ভব।
    1. Report
  4. Question: অর্থ সংস্থান বিল লেখা হয়-

    A
    দেনাদারের প্রাপ্য মেটানোর জন্য

    B
    মূল্যবান প্রতিদানের বিপরীতে অর্থ উত্তোলনের জন্য

    C
    ধারে ব্যবসায় করার সুযোগ সৃষ্টি করার জন্য

    D
    কোনো প্রতিদান ছাড়া অর্থ উত্তোলনের জন্য

    E
    মেয়াদান্ত পর্যন্ত ধরে রাখার জন্য

    Note: পারস্পারিক অর্থ সংস্থান করার উদ্দেশ্যে একে অন্যের উপর অর্থ সংস্থানকারী বিল তৈরি করে এবং ব্যাংকে বাট্টা করে অর্থ সংগ্রহ কর। সুতরাং কোন প্রতিদান ছাড়াই অর্থ উত্তোল করা যায়। অতএব, প্রম্নটির জন্য সঠিক উত্তরের Optionটি হল- ‘খ’
    1. Report
  5. Question: ইতঃপূর্বে অপলোপিত একটি কুঋণ (bad debt already written off) থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়।, তখন-

    A
    দেনাদার একই থাকে

    B
    দেনাদার ‘কমে

    C
    খরচ বাড়ে

    D
    নগদ একই থাকে

    E
    বিক্রয় বাট্টা বাড়ে

    Note: অবলোপনকৃত বা অবলোপিত কু-ঋণ থেকে অপ্রত্যাশিতভাবে নগদ টাকা পাওয়া গেলে জাবেদা দাখিলা হয়- নগদান হিসাব ডেবট আদায়কৃত অনাদায়ী পাওনা/কু-ঋণ হিসাব ক্রেডিট ফলে কু-ঋণ অবলোপনের পর দেনাদারের পমিান যা হয় কু-ঋণ আদায় এর পরও ঠিক একই থাকে। অর্থাৎ দেনাদারের পরিমাণ একই থাকে।
    1. Report
  6. Question: একটি ফার্মের রেওয়ামিলে সন্দেহজনক দেনাদার সঞ্চিতির জের ছিল ১৫,০০০ টাকা। মোট দেনাদার হিসাব ১,৭৭,৫০০ টাকার মধ্যে ৭,৫০০ টাকা কু-ঋণ হয়। হিসাবকাল শেষে মোট দেনাদারের উপর ৭% হারের সমান কু-ঋণ ও সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে। এ বাবদ এই হিসাবকালে মুনাফার বিপরীতে কত টাকা চার্জ করতে হবে-

    A
    ১১,৯০০ টাকা

    B
    ৪,৪০০ টাকা

    C
    ১৯,৪০০ টাকা

    D
    ৪,৯২৫ টাকা

    Note: মোট দেনাদার আছে ১,৭৭,৫০০ টাকা। হিসাবকাল শেষে ৭,৫০০ টাকা হিসাব শেষে ৭,৫০০ টাকা কু-ঋণ হেয়। সুতরাং হিসাবকাল শেষে মোট দেনাদারের পরিমাণ হবে = ১,৭৭,৫০০ - ৭,৫০০) = ১,৭০,০০০ টাকা সুতরাং দেনাদারের উপর কু-ঋণ ও সন্দেহজনক সঞ্চিতি হবে ১,৭০,০০০ x ৭% = ১১,৯০০ টাকা। অতএব, এই হিসাবকালে মুনাফার বিপরীতে চার্জ করতে হবে=হিসাবকাল শেষে কু-ঋণের পরিমাণ (+) নতুন কু-ঋণ ও সন্দেহজনক সঞ্চিতি (-) পুরাতন দেনাদার সঞ্চিতি =৭,৫০০ + ১১,৯০০ - ১৫,০০০) =(১৯,৪০০ - ১৫,০০০) টাকা = ৪,৪০০ টাকা।
    1. Report
  7. Question: নিচের কোনটি কু-ঋণের ব্যালেন্সশীট পদ্ধতির বর্ণনা করে?

    A
    প্রাপৗ হিসাবের শতকরা ভিত্তি

    B
    প্রতহ্যক্ষ লিখন পদ্ধতি

    C
    বিক্রয়-এর শতকরা ভিত্তি

    D
    ‘ক’ ও ‘খ’ উভয়ই

    Note: প্রাপৗ হিসাবের শতকরা ভিত্তি কুঋণের ব্যালেন্সশিট পদ্ধতির বর্ণনা করে।
    1. Report
  8. Question: প্রারম্ভিক দেনাদার ৫,০০০ টাকা; সমাপনী দেনাদার ১০,০০০ টাকা। কুঋণ সঞ্চিতি ৫০০ টাকা, ১০% নতুন কুঋণ সঞ্চিতি হলে, কুঋণ সঞ্চিতি হিসাবে আসবে কত?

    A
    ৫০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ১,২৫০ টাকা

    D
    ১,৫০০ টাকা

    Note: সাধারণত সমাপনী দেনাদার হতে নতুন কু-ঋণ বিয়েঅগ করে অ্বশিষ্ট অংশের উপর কু-ঋণ সঞ্চিতি হিসাবে নতুন জের বের করা হয়। এখানে, নতুন কু-ঋণ সঞ্চিতি = সমাপনী দেনাদার x কু-ঋণ সঞ্চিতির হার ১০,০০০ x ১০% = ১,০০০ টাকা। সুতরাং কু-ঋণ সঞ্চিতি হিসাবের জের হবে = (১,০০০ + ৫০০) = ১,৫০০ টাকা।
    1. Report
  9. Question: এবিসি কোম্পানি ব্যাংকের নিকট ১০,০০০ টাকার ৯০ দিন মেয়াদী সুদবিহীন একটি নোট ইস্যু করল। যদি নোটটি ১০% বাট্টায় ভাঙানো হয়, তবে এবিসি কোম্পানি কত টাকা পাবে?

    A
    ১০,০০০ টাকা

    B
    ৯,০০০ টাকা

    C
    ৯,৭৫০ টাকা

    D
    ১০,২৫০ টাকা

    Note: ৯০ দিন মেয়াদী ১০,০০০ টাকা নোটের ১০% বাট্টার পরিমাণ = (১০,০০০ x ১০% x ৯০/৩৬০) = ২৫০ টাকা [হিসাব সুবিধার্যে মাস ৩০ দিনে বছর ৩৬০ দিনে ধরা হয] সুতরঅং এবিসি কোম্পানি পাবে = (১০০০০ - ২৫০) টাকা = ৯,৭৫০ টাকা।
    1. Report
  10. Question: দেয় বিল হিসাবে ডেবিট ২০,০০০ টাকা, ক্রেডিট ২৫,০০০ টাকা ও সমাপনী জের ১০,০০০ টাকা। প্রারম্ভিক জের কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ১৫,০০০ টাকা

    D
    ৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd