প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: নিম্ন লিখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন কর? কু-ঋণ খরচ হিসাব ডেবিট 635 টাকা ; কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট 635 টাকা।

    A
    কু-ঋণ অবলোপন করা

    B
    কু-ঋণ সঞ্চিতি

    C
    কু-ঋণ খরচ হিসাব বন্ধকরণ

    D
    কোনটিই নয়

    Note: খরচ বৃদ্ধি পেলে বা করা হলে সাধারণত খরচকে ডেবিট করা হয়। সুতরাং সমন্বয় জাবেদাটিতে কু-ঋণ খরচে (বৃদ্ধি করায়) সমন্বয় করা হয়েছে। অন্য দিকে কোন ভবিষ্যৎ সঞ্চিতিকে বৃদ্ধি করা হলে ক্রেডিট করা হয়। সমন্বয় জাবেদায় কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট করায় (সঞ্চিতি বৃদ্ধি পাওয়ায়) বুঝা যায় যে, সম্ভাব্য কু-ঋণের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে লাভ/মুনাফা থেকে বু-ঋণ সঞ্চিতি রাখা হয়েছে সুতরাং বুঝা যায় যে, কু-ঋণ সঞ্চিতি হিসাব ভুক্ত করার জন্যই সমন্বয় জাবেদাটি লেখা হয়েছে।
    1. Report
  2. Question: ১৯৯৩ সনের অনুযায়ী মাসের মোট দেনাদার হিসাবের জের ছিল ১,৫০,০০০ টাকা। ১৯৯৩ সনে ২৫,০০০ টাকা কু-ঋণ হয়ে যায়। ১৯৯৩ সনের শেষে দেনাদারের উপর 15% হারে কু-ঋণ সঞ্চিতি রাখতে হবে। এ ব্যাপারে ১৯৯৩ সনের মুনাফার বিপরীতে কত টাকা বাদ দিতে হবে?

    A
    ২৫,০০০ টাকা

    B
    ২২,৫০০ টাকা

    C
    ১৮,৭৫০ টাকা

    D
    ৪৩,৭৫০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: ১৯৯০ সালের ১৪ আগষ্ট তারিখে জারিকৃত ১২০ দিনের একট নোটের দেয় তারিখ হবে-

    A
    ডিসেম্বর ১১-১৯৯০

    B
    ডিসেম্বর ১২ - ১৯৯০

    C
    ডিসেম্বর ১৩ - ১৯৯০

    D
    ডিসেম্বর ১৪ - ১৯৯০

    Note: প্রশ্নটির জারিকৃত নোটটির মেয়অদ দেয়া আছে ১২০ দিন এবং নোটটি প্রস্তুতের তারিখ ১৪ আগষ্ট, ১৯৯০ সাল অর্থাৎ নোটটি পরিশোধ করতে হবে ১৪ আগষ্ট, ১৯৯০ সাল থেকে ১২০ দিন পর। অতএব, নোটটির দয় তারিখ হবে - ১৪ + ১২০ দিন সেপ্টেম্বর মাসের = ৩০ দিন অক্টোবর মাসের = ৩১ দিন নভেম্বর মাসের = ৩০ দিন মোট = ১০৮ দিন অর্থাৎ ১২০ দিন হতে আরও বাকি থাকে (১২০-১০৮) = ১২ দিন, সুতরাং হিসেম্বর মাসের ১২ দিন প্রয়োজন ১২০ দিন পূর্ণ হতে। অতএব ডিসেম্বর ১২,-১৯৯০ সাল, তারিখটি হবে নোটটির দেয় তারিখ Note : ‘প্রশ্নে মেয়াদের দিন নির্দষ্ট উল্লেখ থাকায় রেয়তি দিন বা অনুগ্রহ দিবস ধরা হবে না।’
    1. Report
  4. Question: কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ১,৮৫০ টাকা। কু-ঋণ ৫০০ টাকা, দেনাদারদের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতিরি পরিমাণ কত?

    A
    ২,০৫০

    B
    ২,০০০

    C
    ৯০০

    D
    ৯৫০

    Note: যেহেতু কোন প্রকার কু-ঋণ সমন্বয় পূর্বে দেনাদারের পরিমাণ ২০,৫০০ টাকা, সেহেতু কু-ঋণ সমন্বয় করার পরবর্তী দেনাদারের পমিাণ হবে (২০,৫০০ - ৫০০) = ২০,০০০ টাকা। দেয়া আছে, কু-ঋণ সঞ্চিতি ১০% অর্থাৎ কু-ঋণ সঞ্চিতির পরিমাণ = (২০,০০০ x ১০%) টাকা = ২,০০০ টাকা। এবার কু-ঋণ সঞ্চিতি সমন্বয় করার পর নীট দেনাদার হবে = (২০,০০০ - ৫০০) = ১৮০০০ টাকা এবার কু-ঋণ সঞ্চিতির সমন্বয় করার পর নীট দেনাদার হবে = (২০,০০০ - ২,০০০) = ১৮,০০০ টাকা আবার, দেয়া আছে, বাট্টা সঞ্চিতির হার ৫% সুতরাং বাট্টা সঞ্চিতির পরিমাণ = (১৮,০০০ x ৫%) = ৯০০ টাকা।
    1. Report
  5. Question: ১৯৯৬ সনের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদার এবং সন্দেহজনক কু-ঋণ সঞ্চিতির পমিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ১৯৯৭ সনের কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য ৫% হারে সঞ্চিতি রাখতে হবে। কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত?

    A
    ৭,৫০০ টাকা

    B
    ৩,৫০০০ টাকা

    C
    ৫,৫০০ টাকা

    D
    ৯,৫০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: ১৯৯৮ সনের জানুয়ারী ১লা তারিখে সন্দেহজনক কু-ঋণ সঞ্চিতির জের ছিল ১০,০০০ টাকা। এ বছর কু-ঋণের পরিমাণ ছিল মোট ১৮,০০০ টাকা এবং পূর্ববর্তী বছরে কু-ঋণকৃত ৫,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। সারা বছর মোট ধারে বিক্রয়য়ের পমিাণ ছিল ১০,০০,০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতির হার শতকরা ২ ভাগ। বছরান্তে কু-ঋণ সঞ্চিতি হিসাবে জের কত হবে?

    A
    ১২,০০০ টাকা

    B
    ২০,০০০ টাকা

    C
    ১৭,০০০ টাকা

    D
    ৩০,০০০ টাকা

    Note: এ বছর নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ = (১০,০০,০০০ x ২%) = ২০,০০০ টাকা। যেহেতু, ধারে বিক্রয় ১০,০০,০০০ টাকা (দেনাদার) ৎবছর শেষে কু-ঋণ সঞ্চিতি হিসাবের জের = নতুন কু-ঋণ সঞ্চিতি (+) পুরাতন কু-ঋণ সঞ্চিতি (+) কু-ঋণকৃত টাকা পুনরুদ্ধার (-) কু-ঋণ = (২০,০০০ + ১০,০০০ + ৫,০০০ - ১৮,০০০) টাকা = ৩৫,০০০ - ১৮,০০০) টাকা = ১৭,০০০ টাকা।
    1. Report
  7. Question: কু-ঋণ সঞ্চিতি করা হয়

    A
    যখন দেনাদারবৃন্দ দেউলিয়া হয়ে যায়।

    B
    যখন দেনাদারবৃদন্দ ব্যবসায়ে নিয়োজিত থাকে না।

    C
    সম্ভাব্য কু-ঋণের হিসাব বরাদ্দ রাখার জন্য

    D
    কু-ঋণ অবলোপনের জন্য

    Note: ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয়। হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী মনে করা হয় যে নির্দিষ্ট সময়ে পরে যে কোন কারণে দেনাদারের কাছ থেকে সব টাকা আদায় করা সম্ভাব নও হতে পারে যা অনাদারী পাওনা বা কু-ঋণ নামে পরিচিত। এ জন্য রনীট মুনাফা থেকে একটি আনুমানিক নির্দিস্ট হারে কিচু টাকা কু-ঋণ সঞ্চিতি হিসাবে রাখা হয় যাতে ভবিষ্যতে দেনাদার থেকে ‍অদ্ভুত প্রকৃত অনাদার পাওনার সাথে সমন্বয় করে কারবারের প্রকৃত মুনাফা বা আর্থিক ফলাফল নির্ণয় করা যায়। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য কু-ঋণের জন্য কু-ঋণ সঞ্চিতি রাখা হয়।
    1. Report
  8. Question: একটি মাসের নীট ৮,০০,০০০ টাকা এবং কু-ঋণ সঞ্চিতি নীট বিক্রয়ের উপর ১.৫% হারে ধরতে হবে। মাসের প্রারম্ভে কু-ঋণ সঞ্চিতি হিসাবে ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা। মাসের শেষে কু-ঋণ সঞ্চিতির জের কত হবে?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ৩১,০০০ টাকা

    E
    ১২,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: শহীদ লিঃ এ প্রাপ্য হিসাবের জের ২০০১ সালের শেষে ছিল ১,০০,০০০ টাকা, কু-ঋণ ছিল ৫,০০০ টাকা, ২০০১ সালের ১লা জানুয়ারি কু-ঋণ সঞ্চিতি ৩,০০০ টাক, ২০০১ সালের শেষে প্রাপ্য হিসাবের উপর ৪% সঞ্চিতি রাখতে হবে। লাভ-ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে?

    A
    ৮,০০০ টাকা

    B
    ৯,০০০ টাকা

    C
    ৭,০০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    E
    উপরের কোনটিই নয়

    Note: প্রাপ্য হিসাবের অর্থ/আরেক নাম দেনাদার হিসাব। আর দেনাদার হিসাবের উপর শতকরা হারে কু-ঋণ ধার্য করা হলে চলতি হিসাবকালে যত টাকা কু-ঋণ বলে গণ্য হবে ঠিক তত টাকাই লাভ-ক্ষতি হিসাবে চার্জ করতে হবে। চলতি হিসাবকালের কু-ঋণ নির্ণয়ের সূত্রটি হল-০ চলতি হিসাব কালের কু-ঋণের পরিমাণ = সমাপ্তি কু-ঋণ (+) নতুন কু-ঋণ সঞ্চিতি (-) পুনরুদ্ধারকৃত টাকা (কু-ঋণ বাবদ) (-) পুরাতন কু-ঋণ সঞ্চিতি প্রশ্নে দেয়া আছে, দেনাদার (প্রাপ্য হিসাব) ১,০০,০০০ টাকা। নতুন কু-ঋণ সঞ্চিতির হার ৪% অতএব, নতুন কু-ঋণের পরিমাণ = (৫০০০ + ৪০০০ - ৩০০০ -(০) নাই) টাকা। = (৯,০০০ - ৩,০০০) টাকা = ৬,০০০ টাকা অর্থাৎ এ বছর লাভ ক্ষতি হিসাব চার্জ করতে হবে = ৬,০০০ টাকা।
    1. Report
  10. Question: অনাদায়ী দেনাসঞ্চিতির প্রকৃতি কি?

    A
    মুনাফার বন্টন

    B
    বিপরীত ব্যয়

    C
    একটি ক্ষতি

    D
    একটি লাভ

    E
    একটি সঞ্চিতি

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা প্রথা অনুযয়ী মনে করা হয় য, দেনাদারের নিকট থেকে নির্দিষ্ট সময় শেষে সম্পূর্ণ টাকা আদায় করা সম্ভব নয়। আর যে টাকা আদায় করা সম্ভব হয় না তা অনাদায়ী দেনা বা কু-ঋণ নামে পরিচিত। এ জন্য নীট লাঅভ হতে একটা নিদিষ্ট পরিমাণ টাকা কু-ঋণ সঞ্চিতি হিসাবে রাখা হয় উক্ত অনাদায়ী দেনা বা কু-ঋণের সাথে সমন্বয় করে প্রকৃত আর্থিক ফলাফল নির্নয় করার জন্য। সুতরাং কু-ঋণ সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি (ক) মুনাফার বণ্টন (গ) একটি ক্ষতি ও (ঙ) সঞ্চিতি (Reserve)- কোনটিইয় নয়। প্রকৃত পক্ষে এটি একটি প্রতি বা বিপরীত সম্পত্তি যা দেনাদার নামক সম্পত্তির হ্রাস কে প্রকাশ করে। যেহেতু এটি দেনাদারের বিপরীতে চার্জ করা হয় সেহেতু এটিকে বিপরীতে ব্যয় (সম্পত্তির বিপরীতেহ চার্জ) হিসেবে গণ্য করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd