প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: এক মাসের নীট বিক্রয় ৮,০০০ টাকা। ধরা হচ্ছে অনাদায়ী দেনা নীট বিক্রয়ের ১.৫% হবে। যদি সমন্বয়ের আগে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১৫,০০০ টাকা হয তাহলে সমন্বয়ের পর ঐ হিসাবের ব্যালেন্স কত হবে?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ৩৩,০০০ টাকা

    Note: দেয়া আছে নীট বিক্রয় ৮,০০০ টাকা। এবং ধরা হচ্ছে যে অনাদায়ী দেনা বিক্রয়ের ১.৫% হবে। অর্থা’ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ আরও ১.৫% বা (৮,০০০ x ১.৫%) = ১২,০০০ টাকা বৃদ্ধি করতে হবে। সুতরাং সমন্বয়ের পর কু-ঋণ সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতির জের হবে (১৫,০০০ + ১২,০০০) = ২৭,০০০ টাকা।
    1. Report
  2. Question: নিচের কোনটি হস্তান্তর যোগ্য দলিল নয়?

    A
    এয়ারওয়ে বিল

    B
    বিল অব ল্যাডিং

    C
    ট্রাক রিসিপট

    D
    মানিগ্রাম

    Note: প্রাপকের নির্দেশমতে কোন ব্যীক্তকে অথবচা বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেক বা বিনিময়যোগ্য মাধ্যমকে হস্তান্তরযোগ্য দলিল বলে। প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল সমীহ হলো- অঙ্গীকার, বিনিময়বিল, চেক, শেয়ার ওয়ারেন্ট, লভ্যাংশ পরোয়ানা, দেশী হুন্ডি, প্রাইজবন্ড, ঋণপত্র, সরকারী নোট, ব্যাংক নোট, ট্রেজারী বিল। কিন্তু মানিগ্রাম হস্তান্তরযোগ্র ঋণের দলির নয়।
    1. Report
  3. Question: ২০১৪ সনের ২০ আগস্ট দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ২০১৪ সনের কুঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য দেনাদারের উপর ৫% হারে সঞ্চিতি রাখতে হবে।

    A
    ৭,৫০০ টাকা

    B
    ৩৫,০০০ টাকা

    C
    ৫,৫০০ টাকা

    D
    ৯,৫০০ টাকা

    Note: কুঋণ সঞ্চিতির সমাপনী জের = সমাপনী দেনাদার x ৫% = ১,৫০,০০০.০০ x ৫% - ৭৫০০.০০।
    1. Report
  4. Question: ১ লা জানুয়ারি ১৯ A সালে অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা, ১৯ A সালে ৬,০০০ টাকা কু-ঋণ অবলোপন করা হল। নীট বিক্রয় ৬ লক্ষ টাকা। বিক্রয়ের উপর ২% হারে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে।

    A
    ১২,০০০ টাকা

    B
    ১৩,০০০ টাকা

    C
    ১৪,০০০ টাকা

    D
    ১৯,০০০ টাকা

    Note: প্রশ্নটিতে শুধুমাত্র বিক্রয়েল উপর ২% হারে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ চাওয়ায় অরনাদায়ী দেনা সঞ্চিতি ও কু-ঋণ অবলোপন কোন প্রবাব ফেলবে না। সুতরাং কু-ঋণ সঞ্চিতির পরিমাণ হবে = ৬,০০,০০০ x ২% = ১২,০০০ টাকা [ নীট বিক্রয় ৬ লক্ষ টাকা, সঞ্চিতির হার ২% ]
    1. Report
  5. Question: নিম্নের কোনটি অনাদায়ী দেনা সঞ্চিতি নির্ণয়ের পদ্ধতি নয়?

    A
    বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি

    B
    দেনাদারের উপর শতরার হার পদ্ধতি

    C
    দেনার প্রাপ্তব্যের সময় নির্ণয় পদ্ধতি

    D
    পাওনাদারের উপর শতকরা হার পদ্ধতি

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলের মধ্যে শুধুমাত্র (ঘ) Option টি ছাড়া বাকি সবগুলোই (ক,খ,গ) অনাদায়ী দেনা সঞ্চিতি নির্ণয়ের পদ্ধতির অন্তর্ভুক্ত। (ঘ) Option টি অনাদায়ী দেনা সঞ্চিতি পদ্ধতিতে অন্তর্ভূক্ত নয়। কারণ, এটি পাওনাদারের উপর প্রদত্ত সঞ্চিতি নির্ণয়ের পদ্ধতি। যা কখনও ধরা হয়না বলেই চলে। অনাদায়ী দেনা সঞ্চিতি সম্ভাব্য ব্যয় নির্দেশক। আর পাওনাদার সঞ্চিতি সম্ভাব্য আয় নির্দেশক। রক্ষণশীলতা অনুযায়ী সম্ভাব্য ব্যয়কে ব্যয় ধরা হয় কিন্তু সম্ভাব্য আয়কে আয় ধরা হয় না।
    1. Report
  6. Question: ১ লা জানুয়ারি ১৯ A সালে অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা, ১৯ A সালে ৬,০০০ টাকা কু-ঋণ অবলোপন করা হল। নীট বিক্রয় ৬ লক্ষ টাকা। বিক্রয়ের উপর ২% হারে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে।

    A
    ১২,০০০ টাকা

    B
    ১৩,০০০ টাকা

    C
    ১৪,০০০ টাকা

    D
    ১৯,০০০ টাকা

    Note: প্রশ্নটিতে শুধুমাত্র বিক্রয়েল উপর ২% হারে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ চাওয়ায় অরনাদায়ী দেনা সঞ্চিতি ও কু-ঋণ অবলোপন কোন প্রবাব ফেলবে না। সুতরাং কু-ঋণ সঞ্চিতির পরিমাণ হবে = ৬,০০,০০০ x ২% = ১২,০০০ টাকা [ নীট বিক্রয় ৬ লক্ষ টাকা, সঞ্চিতির হার ২% ]
    1. Report
  7. Question: ২০০৪ সালের জুন মাসের ১০ তারিখে ইস্যুকৃত ৯০ দিন মেয়অদী একটি নোটের প্রদেয় তারিখ হবে-

    A
    সেপ্টেম্বর ৮

    B
    সেপ্টেম্বর ৯

    C
    সেপ্টেম্বর ১১

    D
    কোনটিই নয়

    Note: প্রশ্নটিতে নোটটির মেয়াদ দেয়া আছে ৯০ দিন এবং প্রস্তুতের তারিখ ১০ জুন, অর্থাৎ নোটটির দেয় তারিখ হবে- (১০ জুন + ৯০ দিন) ১০ তারিখের পর থেকে জুন মাসের বাকি থাকে (৩০ - ১০) ২০ দিন জুলাই মাসের = ৩১ দিন আগস্ট মাসের= ৩১ দিন মোট = ৮২ দিন অর্থাৎ ৯০ দিন হতে বাকি থাকে (৯০-৮২) দিন = ৮ দিন। অতএব সেপ্টেম্বর মাসের প্রয়োজন ৮ দিন। অর্থাৎ নোটটির দেয় তারিখ হবে- নোটটি পরিশোধের বা দেয় তারিখ।
    1. Report
  8. Question: বিনিময় বিল প্রত্যাখ্যান হলে আদেষ্টার বহিতে কোন হিসাবের হ্রাস/বৃদ্ধি সঠিক?

    A
    প্রাপ্যবিল বৃদ্ধি

    B
    দেনাদার বৃদ্ধি

    C
    পাওনাদার বৃদ্ধি

    D
    প্রদেয় বিল হ্রাস

    Note: বিনিময় বিল প্রত্যাখ্যান হলে আদেষ্টার বা বিক্রেতার বহিতে দেনাদারের পমিাণ বৃদ্ধি পিাবে।
    1. Report
  9. Question: অদেষ্টা ক কর্তৃক খ এর স্বীকৃত বিল গ এর স্বপক্ষে অনুমোদন করা হলো। জাবেদা হবে-

    A
    প্রাপ্ত বিল হি: ডে: খ এর হি: ক্রে:

    B
    প্রাপ্ত বিল হি:ডে: প্রাপ্য বিল হি: ক্রে:

    C
    গ এর হি: ডে: ক এর হি: ক্রে

    D
    গ এর হি: ডে: প্রাপ্য বিল হি: ক্রে

    Note: ক কর্তৃক খ এর স্বীকৃত বিল গ এর নিকট অনুমোদন করায় ক এর বইতে জাবেদা হবে গ এর হিসাব ডে: প্রাপ্য বিল হিসাব ক্রে: এবং গ এর বইতে জাবেদা হবে- প্রাপ্য বিল হিসাব ডে:, ক এর হিসাব ক্রে:।
    1. Report
  10. Question: বিলের অসম্মানজনিত নোটিং চার্জ চূড়ান্তভাবে কে বহন করবে?

    A
    আদেষ্টা

    B
    আদিষ্ট

    C
    প্রাপক

    D
    কোনটিই নয়

    Note: বিলের অসম্মান বা প্রত্যাখ্যানজনিত নোটিং চার্জ প্রাথমিকভাবে আদেষ্টা বা ধারক প ্রদান করলেও পরবর্তীতে ইদষ্টের নিকট হতে তা আদায় করা হয়। অর্থাৎ বিলের অসম্মানজনিত নোটিং চার্জ চূড়ান্তভাবে আদিষ্ট বহন করেন।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd