প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: অনাদায়ী পাওনা সঞ্চিতি হল-

    A
    সম্ভাব্য আয়

    B
    আগাম ব্যবস্থা

    C
    নিশ্চিত ক্ষতি

    D
    সম্ভাব্য দায়

    Note: অনাদায়ী পাওনা সঞ্চিতি হল দেনাদারের কাছ থেকে অনাদায়ী পাওনার জন্য আগাম সঞ্চিতির ব্যবস্থা। িএটি করা হয় রক্ষণশীলতার নীতি অনুসারে।
    1. Report
  2. Question: ৩১ ডিসেম্বর বিবিধ দেনাদার ১৩,০০০ টাকা কিন্তু ৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং দেনাদারের উপর ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। সঞ্চিতি কত?

    A
    ৬৫০

    B
    ৬৭৫

    C
    ৬২৫

    D
    কোনটিই নয়

    Note: বিবিধ দেনাদার- ১৩,০০০ টাকা নীট আদায়যোগ্য দেনাদার = ১৩,০০০ - ৫০০ = ১২৫০০ টাকা .: সঞ্চিতি = ১২,৫০০ টাকা [দেওয়া আছে সঞ্চিতি ৫%] = ৬২৫ টাকা
    1. Report
  3. Question: অনাদায়ী পাওনা সঞ্চিতি হল-

    A
    সম্ভাব্য আয়

    B
    আগাম ব্যবস্থা

    C
    নিশ্চিত ক্ষতি

    D
    সম্ভাব্য দায়

    Note: অনাদায়ী পাওনা সঞ্চিতি হল দেনাদারের কাছ থেকে অনাদায়ী পাওনার জন্য আগাম সঞ্চিতির ব্যবস্থা। িএটি করা হয় রক্ষণশীলতার নীতি অনুসারে।
    1. Report
  4. Question: একটি ব্যবসা প্রতিষ্ঠানে বছরের শেষে দেনাদারের পরিমাণ ছিল ৩২,০০০ টাকা। যদি অনাদায়ী দেনা ২,০০০ টাকা, দেনাদারের উপর ৫% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি এবং ২% হারে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধরতে হয় হবে বাট্টা সঞ্চিতির পরিমাণ হবে-

    A
    ৬৪০ টাকা

    B
    ৬০০ টাকা

    C
    ৫৭০ টাক

    D
    ৫০০ টাকা

    Note: বছর শেষে দেনাদারের পরিমাণ - ৩২,০০০ বাদঅনাদায়ী দেনা - ২,০০০/৩০,০০০ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি = ৩০,০০০ x ৫% = ১৫,০০০/- [দেয়া আছে, অনাদায়ী বাট্টা সঞ্চিতির হার ৫%] অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ দেয়ার পর দেনাদারের পরিমাণ = ৩০,০০০ - ১,৫০০ = ২৮৫০০/- .: দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি = ২৮৫০০ x ৫% = ৫৭০ [দেয়া আছে, অনাদায়ী বাট্টা সঞ্চিতির হার ২%]
    1. Report
  5. Question: কোন প্রকার বিলের বাট্টাকরণ বাধ্যতা মূলক?

    A
    অমর্যাদাকৃত বিল

    B
    বিদেশী বিল

    C
    উপযোগ বিনিময় বিল

    D
    কোনটিই নয়

    Note: উপযোগ বিনিময় বিল বা অর্থ সংস্থানকারী বিনিময় বিল তৈরি করা হয় পরস্পরের অর্থ সংস্থান করার জন্য। সুতরাং এদের বাট্টাকরণ বাধ্যতামূলক।
    1. Report
  6. Question: কোনটি হস্তান্তরযোগ্য দলিলত?

    A
    বিনিময় বিল

    B
    চেক

    C
    অঙ্গীকারপত্র

    D
    সবগুলি

    Note: হস্তান্তরযোগ্য দলিলসমূহ হল- অঙ্গীকার নামা, বিনিময় বিল, চেক, শেয়ার ওয়ারেন্ট, প্রাইজবন্ড, ঋণপত্র, সরকারি নোট, ট্রেজারি বিল ই্ত্যাদি।
    1. Report
  7. Question: অনাদায়ী দেনা সমন্বয় করার পর অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাবের ডেবট উদ্বত্ত কী নির্দেশ করে?

    A
    সঞ্চিতির পরিমাণ কম ধরা হয়েছিল

    B
    সঞ্চিতির পরিমাণ বেশী ধরা হয়েছিল

    C
    অনাদায়ী দেনা কম হয়েছে

    D
    কোনটিই নয়

    Note: অনাদায়ী দেনা সমন্বয়ের পর যদি অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাবের ডেবিট উদ্বৃত থাকে তবে ধরে নেয়া হবে অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ কম ধার হয়েচিল। কারণ অনাদায়ী দেনা সঞ্চিতির জের সব সময় ক্রেডিট হয়।
    1. Report
  8. Question: যে Bill দেখামাত্র দেনাদার পাওনাদারকে অর্থ দিতে বাধ্য থাকে তাকে বলে-

    A
    Time Bill

    B
    Sign Bill

    C
    Inland Bill

    D
    Foreign Bill

    Note: হস্তান্তরযোগ্য ঋণ দলিল স্বীকৃতিকারী বা দেনাদার পাওনাদার বা উপযুক্ত কোন পক্ষ দেখা মাত্র অর্থ পরিশোধ করতে হয় তাকে দর্শনী বিল বা Sight Bill বলা হয়।
    1. Report
  9. Question: বিনিময় বিল প্রাত্যখ্যাত হলে, আাদেষ্টার বহিতে যেটি সঠিক-

    A
    দেনাদার হ্রাস

    B
    প্রাপাবিল বৃদ্ধি

    C
    প্রদেয় বিল হ্রাস

    D
    দেনাদার বৃদ্ধি

    Note: বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে আদেষ্টার বা বিক্রেতার বহিতে দেনাদারের পমিাণ বৃদ্ধি পাবে।
    1. Report
  10. Question: সন্দেহজনক দেনা সঞ্চিত রাখা হয়-

    A
    যখন দেনাদারগণ দেওলিয়া

    B
    যখন দেনাদারগণ ব্যবসা বন্ধ করে দেয়

    C
    সম্ভাব্য কু-ঋণ এর জন্য ব্যবস্থা রাখতে

    D
    কু-ৃণ অবলোপন করার জন্য

    Note: সম্ভাব্য কু-ঋণ এর জন্য ব্যবস্থা রাখতে দেনাদারের উপর সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখা হয়। হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে এর ব্যবস্থা রাখা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd