Question: VCC লি. এর বছর শেষে বিবিধ দেনাদার ৫০,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ২,৫০০ টাকা। সারা বছর কু-ঋণ হয়েছে ১,০০০ টাকা। দেনাদারের উপর ৮% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করার সিদ্ধন্ত হলে, লাভ-লোকসান হিসাবে কত টাকা দেখাতে হবে?
Question: মি. শাহেদ একজন এক মালিকানা ব্যবসায়ী। ২০০৫ সালে তিনি যদি মোট দেনাদারের উপর ১৫% হারে অনাদায়ী দেনা, ৭.৫% হারে অনাদায়ী ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং ৫% হারে বাট্টা সঞ্চিতি রাখেন এতে তার বাট্টা সঞ্চিতির পরিমাণ দাড়ায় ১৯,৬৫৬.০০ টাকা তবে তার মোট দেনাদারের পরিমাণ কত?