প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: চূড়ান্ত হিসাব প্রস্তুরের সময় কু-ঋণ হসিাব কোথায় স্থানান্তর করে বন্ধ করা হয়-

    A
    ক্রয়-বিক্রয় হিসাবে

    B
    উদ্বর্তপত্রে

    C
    লাভ-ক্ষতি হিসাবে

    D
    কু-ঋণ সঞ্চিতি হিসাবে

    E
    সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  2. Question: সন্দেহজনক হিসাব সমূহের জন্য যে বরাদ্দের ব্যবস্থা রাখা হয় তা-

    A
    একটি দায়

    B
    একটি সম্পত্তি

    C
    একটি ব্যয়

    D
    একটি প্রতি সম্পত্তি হিসাব

    E
    একটি চলতি দায়

    Note: Not available
    1. Report
  3. Question: ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতি মোকাবেলার জন্য যে সঞ্চিতি রাখা হয় তা হল-

    A
    অনাদায়ী বাট্টা সঞ্চিতি

    B
    নিশ্চিত দেনাদার

    C
    অনাদায়ী ও সন্দেহজনক সঞ্চিতি

    D
    অনাদায়ী পাওনা

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের যেটি মুনাফার উপর আাবন্টন মাত্র-

    A
    সঞ্চিতি

    B
    অনাদায়ী পাওনা সঞ্চিতি

    C
    অনাদায়ী পাওনা

    D
    ভবিষ্যৎ ব্যবস্থা

    E
    বেতন বকেয়া

    Note: Not available
    1. Report
  5. Question: VCC লি. এর বছর শেষে বিবিধ দেনাদার ৫০,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ২,৫০০ টাকা। সারা বছর কু-ঋণ হয়েছে ১,০০০ টাকা। দেনাদারের উপর ৮% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করার সিদ্ধন্ত হলে, লাভ-লোকসান হিসাবে কত টাকা দেখাতে হবে?

    A
    ২,৫৫০ টাকা

    B
    ৪,০০০ টাকা

    C
    ২,৫০০ টাকা

    D
    ৫,০০০ টাকা

    E
    ৭,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: পাওনাদার বাট্টা সঞ্চিতি হল-

    A
    আয়

    B
    ব্যয়

    C
    সম্ভাব্য আয়

    D
    সম্ভাব্য ব্যয়

    E
    মূলধন

    Note: Not available
    1. Report
  7. Question: মি. শাহেদ একজন এক মালিকানা ব্যবসায়ী। ২০০৫ সালে তিনি যদি মোট দেনাদারের উপর ১৫% হারে অনাদায়ী দেনা, ৭.৫% হারে অনাদায়ী ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং ৫% হারে বাট্টা সঞ্চিতি রাখেন এতে তার বাট্টা সঞ্চিতির পরিমাণ দাড়ায় ১৯,৬৫৬.০০ টাকা তবে তার মোট দেনাদারের পরিমাণ কত?

    A
    ৪,২৫,০০০ টাকা

    B
    ৩,৯৩,১২৫ টাকা

    C
    ৪,২৫,৭৫০ টাকা

    D
    ৫,০০,০০০ টাকা

    E
    ৫,২৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের যেটিকে ব্যয় বলে গণ্য করা হয় না-

    A
    মজুরী প্রদান

    B
    কু-ঋণ সঞ্চিতি

    C
    অবচয়

    D
    অনাদায়ী দেনা

    E
    শুল্ক প্রদানা

    Note: Not available
    1. Report
  9. Question: বিনিময় বিল হল শর্তহীন-

    A
    আদেশ

    B
    অনুরোধ

    C
    নির্দেশ

    D
    ক+ গ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  10. Question: হস্তান্তরযোগ্য ঋণ দলিল আইন প্রবর্তন হয়-

    A
    ১৮৮১ সালে

    B
    ১৮৯৪ সালে

    C
    ১৪৯৪ সালে

    D
    ১৯৯৫ সালে

    E
    ১৪৪৫ সালে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd