প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: যে বিনিময় বিলের সঙ্গে চালানী রসিদ, বীমাপত্র, বিলের বহনপত্র যুক্ত করা হয় তাকে বলা হয়-

    A
    দর্শনী বিল

    B
    দলিলী বিল

    C
    নিবেশিত বিল

    D
    চাহিবামাত্র বিল

    Note: যে বিনিময় বিলের সাথে বিভিন্ন প্রকার দলিল যেমন- চালানী রসিদ, বীমাপত্র, বিলের বহনপত্র প্রভৃতি যুক্ত করা হয় তাকে দলিলী বিল বলে।
    1. Report
  2. Question: হস্তান্তরযোগ্য ঋণ দলিল প্রচলিত হয়-

    A
    ১৯৭২

    B
    ১৮৮১

    C
    ১৯৯৪

    D
    ১৯৯৩

    Note: হস্তান্তরযোগ্য ঋণ দলিল প্রচলি আইন প্রচলিত ১৮৮১ সালে
    1. Report
  3. Question: গ্রাহকের নিকট থেকে স্বীকৃতি পেলে কোন বহিতে লেখা হয়?

    A
    ক্রয় ফেরত বহি:

    B
    বিক্রয় ফেরত বহি:

    C
    প্রদেয় বিল বহি:

    D
    প্রাপ্য বিল বহি:

    Note: গ্রাহকের নিকট থেকে বিল স্বীকৃতি পেলে তা প্রাপ্য বিল বইতে লেখা হয়?
    1. Report
  4. Question: নোটিং ফি কে নির্ধারণ করেন?

    A
    সরকার

    B
    আদেস্টা

    C
    লেখা প্রমানক

    D
    কোনটিই নয়

    Note: নোটিং চার্জ বা ফি বাংলাদেশে সরকার কর্তৃক নির্ধারিত হয়।
    1. Report
  5. Question: ১লা মার্চ ২০০২ তারিখে ৬০ দিনের মেয়াদের একটি বিল প্রস্তুত ও স্বীকৃত হল। উক্ত বিলের মেয়াতপূর্তির দিবস কবে?

    A
    ২৯/০৪/২০০২

    B
    ০৩/০৫/২০০২

    C
    ০৪/০৫/২০০২

    D
    ০৫/০৫/২০০২

    Note: ১লা মার্চ থেকে ৩১ শে মার্চ = ৩১ দিন ১লা এপ্রিল থেকে ২৯ এপ্রিল = ২৯ দিন মোট = ৬০ দিন।
    1. Report
  6. Question: ২০১২ সালে সহিউল কোম্পানির সন্দেহজনক সঞ্চিতি হিসাবের জের ছিল ১০,০০০ টাকা। ঐ বৎসর কু-ঋণের পরিমাণ ছিল মোট ২২,০০০ টাকা এবং পূর্ববর্তী বৎসরের কু-ঋণকৃত ১২,০০০ টাকা পুনরুদ্ধার করা হয়। মোট দেনাদারের পমিাণ ৫,০০,০০০ টাকা। দেনাদারের উপর নতুন কু-ঋণ সঞ্চিতির শতকরা হার ২%। বছর শেষে নতুন কু-ঋণ সঞ্চিতি বাবদ কত টাকা লাভ লোকসান হিসাবে দেখানো হবে-

    A
    ১০,০০০ টাকা

    B
    ২০,০০০ টাকা

    C
    ২২,০০০ টাকা

    D
    ১২,০০০ টাকা

    Note: এখানে নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ হবে- ৫০,০০০X২% ১০,০০০ টাকা।
    1. Report
  7. Question: মেয়াদী বিনিময় বিলের ক্ষেত্রে অনুগ্রহ দিবস কত দিন?

    A
    ৩ দিন

    B
    ৪ দিন

    C
    ৫ দিন

    D
    ৭ দিন

    Note: Not available
    1. Report
  8. Question: যে পরিমাণ অর্থ সুদ বাবদ আদেষ্টাকে ছাড় দিতে হয় তাকে বলা হয়-

    A
    বাট্টা

    B
    রিবেট

    C
    সুদ

    D
    কমিশন

    Note: হস্তান্তরযোগ্র ঋণ দলিল আইন অনুসারে বিনিময় বিলে যে পরিমাণ অর্থ আদেষ্টাকে ছাড় দিতে বলা হয় তাকে বলা হয় রিবেট।
    1. Report
  9. Question: বৈদেশিক বিনিময় বিল কে প্রস্তুত করে?

    A
    ব্যাংক্

    B
    আদিষ্ট

    C
    রপ্তানিকারক

    D
    আমদানীকারক

    Note: বৈদেশিক বানিজ্যের জন্য প্রয়োজন হয় বৈদেশিক বিনিময় বিল। বিনিময় বিল সাধারণত বিক্রেতা কর্তৃক পস্ত্রতকৃত ও ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত হয়। সুতরাং বৈদেশিক বিনিময় বিল বিক্রেতা বা রপ্তানীকারক কর্তৃক প্রস্তুত হয়।
    1. Report
  10. Question: ২০১২ সালের ১ জানুয়ারী তারিখে প্রস্তুত ও স্বীকৃত ৩ মাস মেয়াদী বিলের মেয়াদ পূর্তি দিবস কত?

    A
    ২০১২ সালের ১ এপ্রিল

    B
    ২০১২ সালের ৪ এপ্রিল

    C
    ২০১২ সালের ৩১ মার্চ

    D
    ২০১২ সালের ৩ এপ্রিল

    Note: ১লা জানুয়ারি থেকে ১লা এপ্রিল তিন মাস। কিন্তু এর সাথে আরও তিনদিন িরেয়াতি দিবস হিসেবে যোগ করতে হবে। সুতরাং এক্ষেত্রে বিলটির মেয়াদ পূর্তির দিবস হবে ২০১২ সালের ৪ এপ্রিল।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd