Question: রেওয়ামিলে প্রদর্শিত দেনাদার ২০,০০০ টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫০০ টাকা। যদি অনাদায়ী পাওনার পরিমাণ ৩০০ টাকা হয় তবে ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি অনুসারে সঠিক জাবেদা হবে-
Question: 2011 সালের পহেলা মার্চ জনাব টুটুলের ব্যাংকে জমা ছিল 25,000 টাকা। এপ্রিল 15 তারিখে জনাব খোকনের কাঝ থেকে 20,000 টাকার একটি চেক পাওয়া গেল। 16 এপ্রিল তারিখে চেক ব্যাংকে জমা দিল। 20 এপ্রিল তারিখে চেকটি প্রত্যাখ্যাত হল। 220 এপ্রিল তারিখে টুটুলের ব্যাংকে উদ্বৃত্ত কত টাকা ছিল?
A
20,000 টাকা ডেবিট
B
25,000 টাকা ডেবিট
C
45,000 টাকা ডেবিট
D
25,000 টাকা ক্রেডিট
Note: িএখানে ব্যাংক হিসাবের ডেবিট উদ্বিত্ত হবে এবং পরিমাণ হবে ২৫,০০০ টাকা।
Question: আফরিন মে ১০ তারিখে ফারজিনের নিকট হতে অতিরিক্ত বকেয়া হিসাবের জন্য ১২% হারে ৩,৪০০ টাকার ৯০ দিনের নোট গ্রহণ করে। এই নোটটির মেয়াদ পূর্তির তারিখ কত?
A
আগষ্ট ৬
B
আগস্ট ৭
C
আগস্ট ৮
D
আগস্ট ৯
Note: এখানে,
মে মাসের (১০ তারিখ হতে ৩১ তারিখ পর্যন্ত) = ২১ দিন
জুন মাসের (১ তারিখ হতে ৩১ তারিখ পর্যন্ত) = ৩০ দিন
জুলাই মাসের (১ তারিখ হতে ৩১ তারিখ পর্যন্ত) = ৩১ দিন
আগস্ট মাসের (১ তারিখ হতে ৮ তারিখ পর্যন্ত) = ৮ দিন
= ৯০ দিন
Question: অনাদায়ী সঞ্চিতির প্রারম্ভিক ব্যয় ৫,০০০ টাকা, নূতন সঞ্চিতি রাখা হল ১২,০০০ টাকা, ৩,০০০ টাকার দেনাদার দেউলিয়া হল বলে ধরা হল, ১,০০০ টাকার দেনাদার তাকে দেউলিয়া ধরা হয়েছিল সে ঐ টাকা ফেরত দিয়েছে। সঞ্চিতি হিসাবের সমাপনী জের হবে-
A
১৫,০০০ টাকা
B
১৯,০০০ টাকা
C
২১,০০০ টাকা
D
১৪,০০০ টাকা
Note: অনাদায়ী পাওনা সঞ্চিতির সমাপনী জের
প্রারম্ভিক জের + নতুন সঞ্চিতি - প্রকৃত অনাদায়ী দেনা
= ৫,০০০ + ১২,০০০ - ২০০০ = ১৫,০০০ টাকা
প্রকৃত অনাদায়ী দেনা = আনাদায়ী দেনা - অনাদায়ী দেনা আদায়
= ৩০০০-১০০০=২০০০ টাকা
Question: বিনিময় বিলের স্বীকৃতি পাওয়া গেল। জাবেদা হবে-
A
ব্যাঙ্ক ডেবিট, বিনিময় বিল ক্রেডিট
B
ব্যাঙ্ক ডেবিট, দেনাদার ক্রেডিট
C
বিনিময় বিল ডেবিট, দেনাদার ক্রেডিট
D
দেনাদার ডেবিট, বিনিময় বিল ক্রেডিট
Note: সাধারণত দেনাদারের কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া যায় এবং পাওনাদারের বলে স্বীকৃতি প্রদান করা হয়। বিলে স্বীকৃতি পাওয়া গেলে বিল (প্রাপ্য) নামক সম্পত্তি বৃদ্ধি পায় এবং দেনাদার নামক সম্পত্তি হ্রাস পায়। সুতরাং জাবেদা হবে প্রাপ্য বিল হিসাব (বিনিময় বিল) ডেবিট টু দেনাদার হিসাব।