রেওয়ামিল
 
  1. Question: সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে না দেখানো কারণ-

    A
    সমাপনী মজুদ পণ বিক্রয়ের মধ্যে থাকে

    B
    সমাপনী মজুদ পণ্য বিক্রয়ের মধ্যে থাকে

    C
    বিক্রীত পণ্যের ব্যয় রেওয়ামিলে থাকে

    D
    সমাপনী মজুদ পণ্য ক্রয়ের মধ্যে থাকে

    Note: সমাপনী মজুদপণ্য রেওয়ামিলে দেখানো হয় না, কারণ এটি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
    1. Report
  2. Question: নিম্নের কোন ক্ষেত্রে রেওয়ামিল মিলবে না-

    A
    কোন লেনদেন লিপিবদ্ধ করা না হলে

    B
    কোন লেনদেন দু’বার লিপিবদ্ধ হলে

    C
    যন্ত্রপাতি ক্রয়কে পণ্য ক্রয় হিসাবে দেখানো হলে

    D
    কোনটিই সত্য নয়

    Note: ‘ক’ কোন লেনদেন সম্পূর্ণ হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা না হলে তার জন্য রেওয়ামিল মিলে যাবে তাবে উভয় পক্ষের যোগফলেরর পরমাণ বেশি হবে। ‘খ’ যন্ত্রপাতি ক্রয় কে পণ্য ক্রয় হিসাবে দেখানোর ফলে মূধন জাতীয় ব্যয় (যন্ত্রপাতি ক্রয়) কে মুনাফা জাতীয় ব্যয় (ক্রেয় হিসাব) হিসেবে গণ্য করা হয়। যা নীতিগত ভুল। এ ভুলের জন্যও রেওয়ামিল মিলে যাবে।
    1. Report
  3. Question: নিম্নের কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না-

    A
    গণনার ভুল

    B
    পরিপূরক ভুল

    C
    ভুল পক্ষে লিখার বুল

    D
    কোনটিই নয়ক

    Note: ‘ক’ গণনার ভুল বা যোগফল নির্ণয়ের ভুল রেওয়ামিলে ধরা পড়ে। একটি ভুরেলর দ্বারা আরেকটি ভুল সংশোধিত হলে তা রেওয়ামিলে ধরা পড়ে না। এ ধরনের ভুলকে বলা হয় ‘খ’ পরিপূরক ভুল।ডেবিট পক্ষে লিখিত হলে ‘গ’ ভুল লিখার ভুল হয়। যার জন্য রেওয়অমিলে না। অর্থাৎ িএ ধরনের ভুল রেওয়ামিলে ধরা পড়ে।
    1. Report
  4. Question: যন্ত্রপাতির বার্ষিক মেরামত ব্যয় 5,000 টাকা, যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়। এটি কোন ধরনের ভুল?

    A
    লিখার বুল

    B
    করণিকভুল

    C
    পরিপূরক ভুল

    D
    নীতিগত ভুল

    Note: যন্ত্রপাতির বার্ষিক মেরামত ব্যয় একটি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় (মেরামত ব্যয়) কে মুলধন জাতীয় (যন্ত্রপাতি ব্যয়) ব্যয় বলে গণ্য হওয়ার তা নীতিগত ভুল। এধ ধরনের বুল হয় সাধারণত হিসাববিজ্ঞান শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অভাবে।
    1. Report
  5. Question: নিচের কোন লেনদেনটির হিসাব রেওয়ামিলে দেখানো হয় না?

    A
    নগদ বাট্টা

    B
    কারবারী বাট্টা

    C
    সমাপ্তি মজুদ মজুদ পণ্য

    D
    অনার্জিত আয়

    Note: ‘ক’ নগদ বাট্টা নগদ-টাকায় দেনা-পাওনা দ্রুত আদায়ের জন্য পাওনাদার কর্তৃক দেনাদারকে যে পরিমাণ নগদ অর্থ ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে। নগদ বাট্টা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। ‘খ’ কারবারী বাট্টা-পণ্য দ্রব্য ক্রয় -বিক্রয় কালে বিক্রেতা ক্রেতাকে পণ্য মূল্য তালিকা হতে নির্দিষ্ট হারে যে ছাড় দেয়া তাকে কারবারী বাট্টা বলে। কারবারী বাট্টা কোন কোন প্রাকার হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। ফলে এটি রেওয়ামিলে দেখানো হয় না। ‘গ’ সমাপ্তি মজুদ পণ্য রেওয়ামিলে দেখানো হয় শর্ত সাপেক্ষে (যখন সমন্বিত ক্রয় রেওয়ামিলে থাকবে)। অনার্জিত আয়-ও রেওয়ামিলে দেখানো হয়।
    1. Report
  6. Question: যন্ত্রপাতি ক্রয় ভুল করে ক্রয় হিসাবে লেখা হয়েছে। সঠিক সংশোধনী জাবেদা হবে

    A
    ক্রয় হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেঃ

    B
    যন্ত্রাতি হিসাব ডেঃ ক্রয় হিসাব ক্রে

    C
    যন্ত্রপাতি হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেখঃ

    D
    ক্রয় হিসা ডেঃ যন্ত্রপাতি হিসাব ক্রেখঃ

    Note: এ ভুলটি নীতিগত ভুল। যন্ত্রপতি ক্রয় এর সঠিক জাবেদা হল- যন্ত্রপাতি হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেঃ টু নগদান হিসাব। কিন্তু ভুল করে জাবেদা করেছে- ক্রয় হিসাব ডেঃ টু নগদান হিসাব। অর্থাৎ নগদান হিসাবকে ঠিকই লেখা হয়েছৈ শুধুমাত্র যন্ত্রপাতির পরিবর্তে ক্রয়কে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনীতে ক্রয় হিসাবকে বাদ দিতে হবে। ফলে ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। এবং যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে। অর্থাৎ সংশোধনী জাবেদাটি হবে- যন্ত্রপাতি হিসাব ডেবিট টু ক্রয় হিসাব।
    1. Report
  7. Question: নিচের কোন ভুলে নীট আয় অপরিবর্তীত থাকে?

    A
    মূলধন জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় দেখানো হলে

    B
    মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় দেখানো হলে

    C
    প্রত্যক্ষ ব্যয়কে পরোক্ষ ব্যয় দেখানো হলে

    D
    প্রত্যক্ষ ব্যয়কে মূললধন জাতীয় ব্যয় দেখানো হলে

    E
    পরোক্ষ ব্যয়কে মূললধন জাতীয় ব্যয় দেখানো হলে

    Note: সাধারণত প্রত্যক্ষ ব্যয়কে পরোক্ষ ব্যয় হিসেবে দেখালে নীট আয় অপরিবর্তিত থাকে। কারণ আয় হতে ব্যয় বাদ দিয়ে নীট আয় বের করা হয়ে থাকে।
    1. Report
  8. Question: বেতন পরিশোধকে যন্ত্রপাতি হিসাবে ডেবিট এবং নগদান ক্রেডিট করা হয়েছে। শুদ্ধ জাবেদা হবে-

    A
    যন্ত্রপাতি ডেবিট এবং বেতন খরচ ক্রেডিট

    B
    বেতন খরচ ডেবিট এবং যন্ত্রপাতি ক্রেডিট

    C
    বেতন খরচ ডেবিট এবং নগদান ক্রেডিট

    D
    যন্ত্রপাতি ডেবিট এবং বেতন নগদান ক্রেডিট

    E
    কোনটিই নয়

    Note: বেতন পরিশোধ এর জন্য জাবেদা হওয়ার কথা বেতন হিসাব টু নগদান হিসাব। কিন্তু ভুলে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করা হয়েছে তবে নগদান হিসাবকে ঠিকই ক্রেডিট কর হয়েছে। তাই এবার, বেতন হিসাবকে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করা হলেই ভুল সংশোধন হয়ে যাবে। সুতরাং মুদ্ধ জাবেদা হবে বেতন (খরচ) হিসাব ক্রেডিট টু যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যেহেতু বেতন বাবদ নগদ টাকা প্রদান করা হয়েছে।
    1. Report
  9. Question: সমাপনী মজুদ পণ্য কখন রেওয়ামিলে যাবে?

    A
    যদি হিসাবকাল অর্ধবার্ষিক হয়

    B
    প্রারম্ভিক মজুদ না থাকে

    C
    যখন সমন্বিত ক্রয় থাকবে

    D
    গরমিল হিসাব ক্রেডিট জের থাকলে

    E
    কোনটিই নয়

    Note: সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়ামিলে অন্তরভুক্ত হয় না। কারণ সমাপনী মজুদ পণ্য প্রারম্ভক মজদ ও ক্রয়ের একটি অংশ। প্রারম্ভিক মজুদ পণ্য এবঙ ক্রয় রেওয়মিলের ডেবিট দিকে দেখানো হওয়ায় সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলে দেখানোর দরকার হয় না। তবে যদি সমন্বিত ক্রয় দেয়অ থাকে তাহলে সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হয়। তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসে না। উল্লেখ্য যে, সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুুদ + ক্রয় সমাপনী মজুদ।
    1. Report
  10. Question: রেওয়ামিল প্রনয়ণ হিসাব চক্রের কোন ধাপ?

    A
    2য় ধাপ

    B
    3য় ধাপ

    C
    4র্থ ধাপ

    D
    5ম ধাপ

    E
    1ম ধাপ

    Note: হিসাবচক্র লেনদেন বিশ্লেষণের মাধ্যমে শুরু হয় এবং বিপরীত দাখিলা প্রদানের মাধ্যমে শেষ হয়। এর ভিতরে রেওয়ামিল প্রস্তুতকরণ বা সংক্ষিপ্তকরণ ধাপ হলো চতুর্থ।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd