রেওয়ামিল
 
  1. Question: 200 টাকার জায়গায় 20 টাকা বআ 513 টাকার জায়গায় 351 টাকা লেখাকে বলে-

    A
    অমার্জিত আয়

    B
    শিক্ষানবীশ সেলামী

    C
    দেনাদার বাট্টা সঞ্চিতি

    D
    কুঋণ

    Note: Not available
    1. Report
  2. Question: বেতন প্রদান ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে। এটা-

    A
    পরিপূরক ভুল

    B
    বাদ পড়ার ভুল

    C
    নীতিগত ভুল

    D
    লেখার ভুল

    Note: সমজাতীয় দুটি হিসাবে অথবা দুটি নামিক হিসাবে অথবা দুটি সম্পদ হিসাবে ভুল হলে তা লেখার ভুলের অন্তর্গত। এখানে, বেতন প্রদান ভাড়া হিসাবে ডেবিট করা হলে যে ভুলের উদ্ভব হয় তা লেখার ভুল।
    1. Report
  3. Question: কবীরেরর নিকট থেকে 1,000 টাকার পণ্য ফেরত ভুলক্রমে বিক্রয় বহিতে লেখা হয়েছে। সংশোধনী জাবেদা হবে-

    A
    আন্তফেরৎ হিঃ ডেঃ 1000; কবীর হিঃ ক্রেঃ 1,000

    B
    বিক্রয় হিঃ ডেঃ 1,000; বিক্রয় হিঃ ক্রে: 1000

    C
    আন্তফেরত হিঃ ডেঃ 1,000; বিক্রয় হিঃ ক্রেঃ 1,000

    D
    আন্তঃফেরত হিঃ ডেঃ 1,000; বিক্রয় হিঃ ডে 1,000; কবীর হিঃ ক্রেঃ 2000

    Note: ভুল সংশোধনী জাবেদা দাখিলার জন্য সাধারণত তিনটি পর্যায় রয়েছে (i) কি হওয়ার কথা ছিল, (ii) কি হয়েছে, (iii) কি করলে পূর্বের ভুল সংশোধন হয় ও লেনদেনটি লেখা হয়। প্রদত্ত লেনদেনটিতে পণ্য ফেরত আসায় (i) হওয়ার কথা ছিল আন্তঃ ফেরত হিসাব টু কবীর হিসাব। (ii) যা হয়েছে কবীর হিঃ ডেঃ টু বিক্রয় হিসাব। সুতরাং, (iii) আন্তঃফেরত হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ডেবিট ও কবীর হিসাবকে ডবল টাকা দ্বারা ক্রেডিট করলে পূর্বের ভুল সংশোধিত হয় এবং সঠিক জাবেদাটি লেখা হয়। সুতরাং প্রদত্ত লেনদেনটির জন্য সংশোধনী জাবেদা হবে- আন্তঃফেরত ডেবিট 1000/= বিক্রয় হিসাব ডেবিট 1000/= টু কবীর হিসাব 2000/=
    1. Report
  4. Question: রহিমকে 300 টাকা প্রদান করে তার হিসাবে 30 টাকা লেখা হয়েছে। কোন হিসাব 270 টাকা ক্রেডিট হবে?

    A
    রহিমের হিসাব

    B
    নগদান হিসাব

    C
    অনিশ্চিত হিসাব

    D
    পাওনাদার হিসাব

    Note: Not available
    1. Report
  5. Question: অনিশ্চিত হিসাবের ব্যালেন্স স্থানান্তর করা যায়-

    A
    লাভ-ক্ষতি হিসাবে

    B
    স্থিতিপত্র ও লাভ-ক্ষতি হিসাবে

    C
    স্থিতিপত্রে

    D
    রেওয়ামিলে

    Note: অনিশ্চিত হিসাবের ব্যালেন্স স্থিতিপত্র ও লাভ-ক্ষতি হিসাব এর যে কোনটিতে স্থানান্তর করা যেতে পারে। যদি মূধন জাতীয় ব্যালেন্স হয় তবে উদ্বর্তপত্রে এবং মুনাফা জাতীয় লেনদেনের জন্য অনিশ্চিত হিসাব হলে লাভ-ক্ষতি হিসাবে স্থানান্তর করা হয়।
    1. Report
  6. Question: মেশিন সংস্থাপন খরচ 5,000 টাকা মঞ্জুরী হিসাবে 5,500 টাকা মজুরী হিসাবে 5,500 টাকা ডেবিট করা হয়েছে। এডি :

    A
    নীতিগত ভুল

    B
    লেখার ভুল

    C
    পরিপিূরক ভুল

    D
    সবগুলি

    Note: মেশিন সংস্থাপন খরচ মূধন জাতীয় খরচ, একে মজুরী হিসাবে লেখায় নীতিগত ভুল এবং 5,000 টাকাকে 5500 টাকায় লেখায় লেখার ভুল হয়েছে।
    1. Report
  7. Question: একটি হিসাবের ভুল অন্য একটি হিসাবের ভুল দ্বারা সংশোধিত হয়ে গেলে তাকে বলে :

    A
    নীতিগত ভুল

    B
    লেখার ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    দাখিলার ভুল

    Note: যদি কোন একটি হিসাবের ভুল অন্য আরেকটি হিসাবের দ্বারা সংশোধিত হয় তার নাম পরিপূরক ভুল।
    1. Report
  8. Question: ব্যাংক ব্যালান্স ক্রেডিট হলে রেওয়ামিলে দেখানো হয়-

    A
    ডেবিট পাশ্র্বে

    B
    রেওয়ামিলের নিচে

    C
    ক্রেডিট পাশ্র্বে

    D
    কোনদিকেই না

    Note: ব্যাংক ব্যালেন্স ক্রেডিট হলে তাকে ব্যাংক জমাতিরিক্ত বলা হয়। আর ব্যাংক জমাতিরিক্ত রেওয়ামিলের ক্রেডিট পাশে দেখানো হয়। তবে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স (ডেবিট অথবা ক্রেডিট) রেওয়মিলে দেখানো হয় না।
    1. Report
  9. Question: চলতি বছরের বকেয়া আয় রেওয়ামিলের-

    A
    ডেবিট দিকে বসে

    B
    ক্রেডিট দিকে বসে

    C
    দুই দিকে বসে

    D
    কোন দিকেই বসে না

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি রেওয়ামিল ক্রেডিট করা হয় না?

    A
    সঞ্চিতি তহবিল

    B
    ব্যাংক জমাতিরিক্ত

    C
    আন্তঃফেরত

    D
    উত্তোলনের সুদ

    Note: আন্তঃফেরত বা বিক্রয় ফেরত রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd