Question: ক এর নিকট থেকে 150 টাকার পণ্য ফেরৎ ভুলক্রমে দৈনিক বিক্রয় বহিতে লেখা হয়েছে। ভুল সংশোধনী দাখিলা হবে-
Aআন্ত ফেরত হিঃ ডে 150 ক হিসাব ক্রেঃ 150
Bবিক্রয় হিসাব ডে: 150 ক হিসাব ক্রেঃ 150
Cআন্ত ফেরত হিঃ ডেঃ 150 বিক্রয় হিঃ ডে 150 অনিশ্চিত হিঃ ক্রেঃ 300
Dআন্ত ফেরত হিঃ ডে 150 বিক্রয় হিঃ ডেঃ 150 ক হিঃ ক্রেঃ 300
Note: ভুল সংশোধনীর ক্ষেত্রে আমরা নিচের প্রক্রিয়াটি অনুসরণ করে সহজেই সংশোধনী দাখিলা দিতে পারি।
প্রথমে দেখতে হবে সঠিক জাবেদাটি কি হত। দ্বিতীয় ভুল লেখার ফলে কি লিখা হয়েছে। তৃতীয়ত, কি লিখলে পূর্বের ভুলটি সংশোধিত হয় এবং সঠিক দাখিলাটি পাওয়অ যায়। অতএব, এখানে সঠিক জাবেদাটি হত, আন্তঃফেরত হিসাব ডেবিট 150/= টু ক এর হিসাব ডেবিট 150/= ভুল করে, করা হয়েছে, ক-এর হিসাব ডেবিট 150/= টু বিক্রয় হিসাব ডেবিট 150/=
সুতরাং, বিক্রয় হিসাব ডেবিট ও ক-এর হিসাব ক্রেডিট করলে ভুলটি সংশোধিতত হয় এবং সঠিক জাবেদাটি লিখে দিলে হয়। অতএব, সংশোধিত জাবেদা হবে, আন্তঃফেরত হিসাব ডেবিট 150/= বিক্রয় হিসাব ডেবিট 150/= বিক্রয় হিসাব ডেবিট 150/=