হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: ২০০৮ সালে সমাপনী মজুদ ৬০০০ টাকা বেশী এবং প্রারম্বিক মজুদ ২০০০ টাকা কম দেখানো হলে, ২০০৮ সালের মোট মুনাফা-

    A
    ৬০০০ টাকা বেশী হবে

    B
    ৪০০০ টাকা বেশী হবে

    C
    ৪০০০ টাকা কম হবে

    D
    ৮০০০ টাকা বেশী হবে

    Note: সমাপনী মজুদ পণ্য বেশী ও প্রারম্ভিক মজুদ পণ্য কম দেখানোর ফলে মোট মুনাফার পরিমাণ বেশী দেখানো হবে। সুতরাং মোট মুনাফা বেশী দেখানো হবে = (৬০০০ + ২০০০) টাকা = ৮,০০০ টাকা।
    1. Report
  2. Question: ৩১ শে ডিসেম্বর ২০১০ সালে XYZ, Co-এর সম্পত্তি ৫০০০ টাকা এবং দায় ৩০০০ টাকা। XYZ, Co-র ৩১ ডিসেম্বর ২০১০ এর সত্ত্বাধিকারী কত হবে?

    A
    ৪০০০ টাকা

    B
    ২০০০ টাকা

    C
    ৩০০০ টাকা

    D
    ৬০০০ টাকা

    Note: জানা আছে, সম্পত্তি=দায় + সত্ত্বাধিকারী সুতরাং ২০১০ সালে XYZ Co-এর স্বত্ত্বাধীকারী = সম্পত্তি-দায় = (৫০০০-৩০০০) = ২০০০ টাকা
    1. Report
  3. Question: ধারে সেবা প্রদান করা হলে তার প্রভাব হিসাব সমীকরণে নিম্নের কোনটির সাথে সংগতিপূর্ণ ঃ

    A
    সম্পদের বৃদ্ধি এবং স্বত্তাধিকারীর হ্রাস

    B
    সম্পদের বৃদ্ এবং স্বত্তাধিকারীর বৃদ্ধি

    C
    সম্পদের বৃদ্ধি এবং দায়ের বৃদ্ধি

    D
    দায়ের বৃদ্ িএবং স্বত্তাধিকারীর বৃদ্ধি

    Note: ধারে সেবা প্রদান করা হলে জাবেদা দাখিরা হবে প্রাপ্য হিসাব ডেবিট টু সেবা রাজস্ব হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট দ্বারা সম্পদের বৃদ্ধি এবং স্বত্তাধিকারী বৃদ্ধি বোঝায়।
    1. Report
  4. Question: সমাপন করার পর কোন হিসাব শূন্য জের হবে না?

    A
    অগ্রপ্রদত্ত খরচ

    B
    সেবা রাজস্ব

    C
    বিজ্ঞাপন খরচ

    D
    অবচয় খরচ

    Note: সমাপনী জাবেদা করার পর অগ্রপ্রদত্ত খরচ হিসাবের জের শূন্য হবে না। কারণ এটি সম্পত্তি বাচক হিসাব হিসেবে বিবেচনা বিবেচিত হয়।
    1. Report
  5. Question: নিম্নের কোনটি হিসাব বছর শেষে বন্ধ করা যায় না?

    A
    আয় বিবরনী

    B
    লভ্যাংশ

    C
    আয়

    D
    মূলধন

    Note: সম্পদ, দায় ও মূলধন জাতী হিসাবসমূহ হিসাব বছর শেষে বন্ধ করা যায় না। কিন্তু নামীক বা আয়-ব্যয় জাতীয় হিসাবসমূহ বন্ধ করা হয়। আয়-বিবরণী, লভ্যাংশ ও আয় এগুলো নামিক হিসাব।
    1. Report
  6. Question: হিসাববিজ্ঞান আধুনিক বিশ্বে কী নামে পরিচিত?

    A
    Accounting Informtion System

    B
    Financial Account System

    C
    Financial Information System

    D
    American Information System

    Note: Not available
    1. Report
  7. Question: জবাবদিহিতা সৃষ্টিতে কোন বিজ্ঞান ভূমিকা রাখে?

    A
    রাষ্ট্রবিজ্ঞান

    B
    হিসাববিজ্ঞান

    C
    সমাজবিজ্ঞান

    D
    কম্পিউটার

    Note: Not available
    1. Report
  8. Question: কে সর্বপ্রথম হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজন অনুভব করেন?

    A
    লুকা প্যাসিওলি

    B
    এ ডাব্লিউ জনসন

    C
    এলসি ক্রপার

    D
    আর এন কার্টার

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাবরক্ষণ কী ধরনের কাজ?

    A
    সেবামূলক

    B
    ব্যবহারিক

    C
    করণিক

    D
    গাণিতিক

    Note: Not available
    1. Report
  10. Question: বাংলাদেশে পেশাগত হিসাববিজ্ঞানীদের সংগঠন কোনটি?

    A
    IBA

    B
    ICAB

    C
    BMA

    D
    BIBM

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd