হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: সম্পদের অবচয় একটি অদৃশ্যমান লেনদেন, কারণ-

    A
    সম্পদের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পায় যা দেখা যায়

    B
    সম্পদের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পায় যা দেখা যায় না

    C
    সম্পদের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পায় যা অনেক সময় হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: চৌধুরী সাহেব ৫০,০০০ টাকার মাল ক্রয় করলেন এবং ৮০,০০০ টাকার মাল বিক্রয় করলেন। ভিক্ষুককে কারবার প্রতিষ্ঠান থেকে ১০ টাকা ভিক্ষা দিলেন এবং বছর শেষে ব্যাংক জামা টাকার উপর ১০০ টাকা সুদ পেলেন। চৌধুরী সাহেবের লেনদেন হিসাবে কত টাকা অন্তর্ভুক্ত হবে?

    A
    ১,৩০,১১০ টাকা

    B
    ১,৪০,১১০ টাকা

    C
    ৩০,১১০ টাকা

    D
    কোনটি নয়

    Note: এখানে মাল ক্রয়, মাল বিক্রয় ও ভিক্ষুককে ভিক্ষা প্রদান প্রতিটি ঘটনাই রেনদেনের উদাহরণ। সুতরাং চেধুরী সাহেবের লেনদেন হিসাবে দেখাতে হবে। (৫০,০০০+৮০,০০০+১০+১০০) = ১,৩০,১১০ টাকা।
    1. Report
  3. Question: হিসাবরক্ষণের মূল কাজ হলো-

    A
    ব্যবসায়ের আয় লিপিবদ্ধ করা

    B
    ব্যবসায়ের ব্যয় লিপিবদ্ধ করা

    C
    ব্যবসায়ের লেনদেন লিপিবদ্ধ করা

    D
    ব্যবসায়ের সম্পদ ও দায় লিপিবদ্ধ করা

    Note: হিসাবরক্ষণের মুল কাজ হল ব্যবসায়ের লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
    1. Report
  4. Question: একটি আয় হিসাব-

    A
    ডেবিট দ্বারা বৃদ্ধি পায়

    B
    ক্রেডিট দ্বারা হ্রাস পায়

    C
    স্বাভাবিক ডেবিট উদ্বৃত্ত দেখায়

    D
    ক্রেডিট দ্বারা বৃদ্ধি পায়

    Note: আয় হিসাব স্বাভাবিক অবস্থায় ক্রেডিট জের প্রকাশ করে এবং হিসাববিজ্ঞানে ডেবিট-ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র অনুসারে ইহার বৃদ্ধি দ্বারা ক্রেডিট নির্দেশ করে।
    1. Report
  5. Question: কোনটি লেন-দেনের আওতাভুক্ত না?

    A
    ব্যবসায়িক লেনদেন

    B
    উপহারভিত্তিক হ্রাস পায়

    C
    পরিশোধভিত্তিক লেনদেন

    D
    ব্যক্তিগত লেনদেন

    Note: এখানে উপহার ভিত্তিক লেনদেন সাধারণ ব্যবসায়িক লেনদেনের আওতাভুক্ত নয়।
    1. Report
  6. Question: কোনটির ফলে মালিকানা স্বত্ব হ্রাস পায়?

    A
    প্রদেয় ফলে মালিকানা স্বত্ব হ্রাস পঅয়?

    B
    প্রদেয় বিল প্রত্যাখ্যাত

    C
    প্রদেয় বিল প্ররিশোধ

    D
    ধারে সরঞ্জাম ক্রয়

    E
    বিক্রয় ফেরত

    Note: প্রদেয় বিল প্রত্যাখ্যাত হলে, পাওনাদার নামক দায় বৃদ্ধি পায় ও প্রদেয় বিল নামক দায় হ্রাস পায়, প্রদেয় বিল পরিশোধ করা হলে, সরঞ্জাম নামক সম্পত্তি বৃদ্ধিপায় ও প্রদেয় হিসাব বা পাওনাদার নামক দায় বৃদ্ধি পায়; প্রদেয় হিসাব নামক দায় ও নগদ দায় বৃদ্ধি পায়; প্রদেয় হিসাব পরিশোধ করা হলে, প্রদেয় হিসাব নামক দায় ও নগদ বা ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পায়; বিক্রয় ফেরত এর ফলে, বিক্রয নামক আয় ও প্রাপ্য হিসাব (দেনাদার) অথবা হ্রাস পায়। আয় হ্রাস পেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়।
    1. Report
  7. Question: নিম্নের কোনটির ফলে মোট সম্পত্তির অপরিবর্তীত থাকে?

    A
    শেয়ার ক্রয় বাবদ নগদ প্রদান

    B
    বন্ড ক্রয় বাবদ নগদ প্রদান

    C
    দেনাদারের নিকট হতে আদায়

    D
    প্রাপ্য নোটের মুল্য আদায়

    E
    উপরের সবগুলো সঠিক

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনটিকে বিক্রয় বলা ঠিক নয়?

    A
    অফিস সরঞ্জাম বিক্রয়

    B
    পূর্বে ক্রয়ের অন্তর্ভূক্ত বিক্রীত দ্রব্য

    C
    নগদে বিক্রীত দ্রব্য

    D
    ধারে বিক্রিত দ্রব্য

    E
    কোনটিই নয়

    Note: অফিসন সরঞ্জাম বিক্রয় করা হলে বনগদ বা ব্যাংক হিসাব ডে: অফিস সরঞ্জাম হ্রাস পায়। এর জন্য জাবেদা এন্ট্রি হবে, নগদ /ব্যাংক হিসাব এর অফিস সরঞ্জাম হিসাব ক্রে: সুতরাং অফিস সরঞ্জাম বিক্রয়কে বিক্রয় বলা ঠিক নয়।
    1. Report
  9. Question: স্পাইসি রেস্তোরা ৫০০০ টাকার দুধ আড়ং থেকে বাকিতে কিনেছে এবং ব্যাংক একাউন্ট থেকে আরও ৫০০০ টাকা উত্তোলন করেছে। এতে রেস্তারার-

    A
    দায় যা বেড়েছে সম্পদ তার চেয়ে বেশি বেড়েছে

    B
    সম্পদের চেয়ে দায় বেশি বেড়েছে

    C
    উভয়ে সমান বেড়েছে

    D
    উভয়ে স্থির থেকেছে

    E
    দায় স্থির সম্দ কমেছে।

    Note: বাকীতে ক্রয়ের ফলে ব্যাংক হিসাব (সম্পত্ত) কমেছে নদান হিসাব (সম্পত্তি) বেড়েছে। ফলে উভয়ই (সম্পদ ও দায়) সমান বেড়েছে।
    1. Report
  10. Question: ডেবিট-

    A
    সম্পদ ও দেনা উভয়ই বৃদ্ধি করে

    B
    সম্পদ ও দেনা উভয়ই হ্রাস করে

    C
    সম্পদ বৃদ্ধি ও দেনা হ্রাস করে

    D
    সম্পদ ও দেনা বৃদ্ধি করে

    E
    কোনটিই নয়

    Note: ডেবিট দ্বারা সমইত্ত বৃদ্ধি ও দায় হ্রাস করে থাকে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd