হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: জনাব রহিম ৫০,০০০ টাকা নগন মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। এর হিসাব খাত গুলি:

    A
    নগদ ও মুলধন হিসাব

    B
    সম্পত্তি ও রহিম হিসাব

    C
    নগদ ও ব্যীক্তবচাচক হিসাব

    D
    নগদ ও রহিম হিসাব

    Note: জনাব রহিম ৫০,০০০ টাকা নগন মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলে হিসাব খাতগুলো হয় নগদান হিসাব ও মূলধন হিসাব। কারণ নগদ টাকা বড়ে যায়, যা সম্পত্তি বাচক হিসাব এবং মূলধন বৃদ্ধি পায়, যা মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়।
    1. Report
  2. Question: হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন্ কাজ করে?

    A
    শ্রেণীবদ্ধকরণ

    B
    লিপিবদ্ধকরণ

    C
    A ও B ‍উভয়ই

    D
    কোনটিই নয়

    Note: খতিয়ান হলো সকল হিসাব বহির রাজা, হিসাবের স্থায়ী ভান্ডার। এতে শুধুমাত্র লেনদেনসমূহ শ্রেণীবিণ্যাস করে নির্দিষ্ট শিরোনামের অধীনে লেখা হয়ে থাখে।
    1. Report
  3. Question: কোনটির জন্য কোনও খতিয়ান প্রস্তুত করা হয় না?

    A
    কারবারী বাট্টা

    B
    ক্রয়

    C
    বিক্রয়

    D
    নগদ বাট্টা

    Note: প্রদত্ত Option গুলোর মধ্যে কারবারী বাট্টার জন্য কোন খতিয়ান প্রস্তুত করতে হয় না। কারণ এটি কোন হিসাবখাত নয়।
    1. Report
  4. Question: নিচের কোন সম্পর্কটি সঠিক?

    A
    বাট্টা প্রদান ও পাওনাদার

    B
    বাট্টা গ্রহন ও দেনাদার

    C
    বাট্টাগ্রহণ ও পাওনাদার

    D
    কোনটিই নয়

    Note: পাওনাদার মানে যে আমার কাছে টাকা পাবে। অর্থাৎ পাওনাদারকে টাকা প্রদানের সময় কখনও বাট্টা পাওয়া যায়।
    1. Report
  5. Question: দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন প্রভাবিত করে-

    A
    দুইটি হিসাব খাত

    B
    একটি হিসাব খাত

    C
    একই হিসাবখাত দুই তারিখের

    D
    কোনটিই নয়

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাবখভাত থাকতে হবে। যা হিসাব সমীকরণকে প্রভাবিত করে।
    1. Report
  6. Question: নগদান বই-

    A
    সব অবস্থায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে

    B
    সব অবকস্থায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে

    C
    কারবারের আর্থিক অবস্থা প্রকাশ করে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: নির্দিস্ট হিসাব কালের সঠিক আয়-ব্যয় নির্ণয়ের জন্য যে জাবেদা করা হয়-

    A
    সমন্বয় জাবেদা

    B
    সাধারণন জাবেদা

    C
    সমাপনী জাবেদা

    D
    প্রারম্ভিক জাবেদা

    Note: নির্দিস্ট হিসাবকালের সঠিক আয়-ব্যয় নির্ণয়ের জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়। নির্দিষ্ট হিসাবকালের আয় বা ব্যয় থেকে পূর্ববর্তী বা পরবর্তী হিসাবকালের আয়-ব্যয় সমন্বয় করে প্রস্তুত করা আয়-ব্যয় নির্ণয় করা হয়ে থাকে।
    1. Report
  8. Question: অগ্রদত্ত পদ্ধতিতে কাঙ্খিত খুচরা নগদান তদহবিল ৳ ২০০০। নির্দিস্ট সময়কালে ৳ ১৪৬০ খরচ হল। প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে সময়ারেতত প্রদান করবে-

    A
    ৳ ১৪৬০

    B
    ৳ ২৫৪০

    C
    ৳ ২০০০

    D
    ৳ ৫৪০

    Note: অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা খরচ নির্বাহের জন্য প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে পূর্ববর্তী মাসের মাট খরচের পরিমাণ অর্থ প্রদান করে। সুতরাং এখানে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে ১৪৬০ টাকা প্রদান করবে।
    1. Report
  9. Question: হিসাববিজ্ঞানে ক্রয় (Purchases) বলতে বুঝায়?

    A
    দ্রব্যাদ ক্রয়

    B
    বাকীতে আসবাবপত্র ক্রয়

    C
    পুনঃবিক্রয়ের জন্য মাল ক্রয়

    D
    নগদে যন্ত্রপাতি ক্রয়

    Note: হিসাববিজ্ঞানে ক্রয় বলতে পুনঃ বিক্রয়ের উদ্দেশ্য পণ্য বা মাল ক্রয়কে বোঝায়।
    1. Report
  10. Question: বিক্রয় ফেরত বই প্রস্তুত করতে কোনটি প্রয়োজন?

    A
    ডেবিট নোট

    B
    ক্রয় ফেরত বই

    C
    ক্রেডিট নোট

    D
    বিক্রয় ফেরত হিসাব

    Note: ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বই প্রস্তুত করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd